সেনাবাহিনীকে বিতর্কিত করার হীন প্রচেষ্টা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে বিএনপি মিডিয়া সেল আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন বিপন্ন হয়, আমর যেন আবার অরক্ষিত হয়ে পড়ি, আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে তাদের আবার বিতর্কিত করার হীন প্রচেষ্টা শুরু হয়েছে।

মির্জা ফখরুল বলেন, আজ অত্যন্ত সুনিপুণভাবে একটি নতুন চক্রান্ত শুরু হয়েছে। চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার, আবার বিপদে নিমজ্জিত করার জন্য। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো এখনও বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদেরও বিতর্কিত করে ফেলা হচ্ছে। বিশেষ করে সেনাবাহিনীকে বিতর্কিত করে ফেলা হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, এটার পিছনে কোনও মহান উদ্দেশ্য থাকতে পারে না। এটার উদ্দেশ্য একটাই, ঠিক অতীতে ফ্যাসিস্ট‌ সরকারের আমলে যেভাবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে বিপন্ন করা হয়েছে।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ম র জ ফখর ল ইসল ম আলমগ র ত কর র ব এনপ

এছাড়াও পড়ুন:

‘এই জয় তোমাদেরও’, বাংলাদেশকে এনজো

ব্রাজিলের বিপক্ষে ঘরের মাঠ মুনমেন্টালে ৪-১ গোলের বড় ব্যবধানে জিতেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে যা ব্রাজিলের সবচেয়ে বড় পরাজয়। অন্যদিকে ৪১ বছর পর ব্রাজিলের বিপক্ষে অন্তত চার গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। 

ম্যাচে দুর্দান্ত খেলেছেন চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। তিনি ম্যাচের দ্বিতীয় গোলটি করেন এবং ম্যাক অ্যালেস্টারকে দিয়ে তৃতীয় গোলটি করান। এছাড়া গোলের আরও দুটি সুযোগ তৈরি করেন। ম্যাচে শতভাগ সঠিক পাস দিয়েছেন তিনি। 

ম্যাচ শেষে ওই এনজো বাংলাদেশকে স্মরণ করেছেন। সমর্থন করায় ধন্যবাদ দিয়েছেন। সামাজিক মাধ্যমে করা পোস্টে আর্জেন্টিনার এই বড় জয় বাংলাদেশেরও এমন মন্তব্য করেছেন, ‘অসাধারণ সমর্থন ও শুভকামনা জানিয়ে বার্তা দেওয়ার জন্য ধন্যবাদ বাংলাদেশ। এই জয় তোমাদেরও।’ 

এছাড়া রাফিনিয়াকে মুখ সামলে কথা বলার পরামর্শ দিয়েছেন কাতার বিশ্বকাপের উদীয়মান ফুটবলারের পুরস্কার পাওয়া এনজো, ‘পরেরবার ভদ্র আচরণ করো রাফিনিয়া।’ 

সম্পর্কিত নিবন্ধ