সব বয়সীরা দেখতে পারবেন সিয়াম-বুবলীর ‘জংলি’
Published: 24th, March 2025 GMT
নির্মাতা এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমাটি সেন্সর সার্টিফিকেট পেয়েছে। ২৪ মার্চ ইউ গ্রেডে (ইউনিভার্সাল গ্রেড) মুক্তির অনুমতি পেয়েছে সিয়াম আহমেদ, বুবলী ও দিঘী জুটির সিনেমাটি।
ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার কর্ণধার অভি সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঈদের সিনেমা হিসেবে এই ছবিটিই প্রথম আনকাট সেন্সর ছাড়পত্র পেল। ফলে সব বয়সীরাই দেখতে পারবেন সিনেমাটি।’
সেন্সর সার্টিফিকেট হাতে পেয়ে সিনেমার প্রযোজক অভি বলেন, “ঈদের সিনেমা হিসেবে প্রথম বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘জংলি’। পাশাপাশি সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন। এই ছবিতে সিয়াম আহমেদ যে পরিশ্রম করেছেন তা দেখেও মুগ্ধতা প্রকাশ করেছেন তারা। আমার বিশ্বাস সিনেমা হলে জংলি দর্শকদের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারবে “
সিয়াম আহমেদ, বুবলী ও দিঘী ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।
ছবিটির চারটি গানের সুর ও সংগীত করেছেন প্রিন্স মাহমুদ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স য় ম আহম দ ব বল কর ছ ন
এছাড়াও পড়ুন:
মিরপুর প্যারিস রোড মাঠের অবৈধ মেলা উচ্ছেদে অভিযান
রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের প্যারিস রোড মাঠের অবৈধ মেলা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ডিএনসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং সম্পত্তি কর্মকর্তা ফারজানা খানম এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে মিরপুর প্যারিস মাঠের অবৈধভাবে আয়োজন করা মেলার সব স্টল ও রাইড গুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানে অন্তত ১৫০টি স্টল উচ্ছেদ করা হয়।
অভিযানকালে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান বলেন, আমরা জানতে পারি মিরপুর প্যারিস রোড মাঠে বিনা অনুমতিতে অবৈধভাবে মেলাটি চলছিল। বৈধ অনুমতি না থাকায় মেলার সব স্টল ও রাইড উচ্ছেদ করে মাঠটি দখলমুক্ত করা হয়েছে।
তিনি আরো বলেন, ডিএনসিসি এলাকায় অনুমতি ব্যতীত মাঠ, পার্ক দখল করে মেলা আয়োজনের কোন সুযোগ নেই। এই বিষয়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা/আসাদ/এনএইচ