বিএনপি ক্ষমতায় আসলে জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটবে : মামুন মাহমুদ
Published: 24th, March 2025 GMT
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, বিগত সৈরাচার সরকারের লোকজন অপকর্ম করার ফলে এলাকা ছেড়ে পালিয়ে গেছে।
আমরা কিন্তু জনগনকে ফেলে কখনো এলাকা ছেড়ে পালিয়ে যাইনি। একদল জনগনকে ফেলে পালিয়ে যায় আরেক দল জনগনের পাশে থেকে জনগণের সেবা করেন। এটা হলো বিএনপির রাজনীতি।
সৈরাচার সরকারের আমলে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েও জনগণের পাশে ছিলাম। বিএনপি জনগণের দল জনগনের কথা বলে এবং জনগণের পাশে ছিল সব সময় জনগণের পাশে থাকবে। জনগনের ভোটে অধিকার ফিরিয়ে দিতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সব সময় আন্দোলন সংগ্রাম করে আসছিল।
সোমবার (২৪ মার্চ) বেলা ১২টায় ফতুল্লার ভূইগড় সরদার বাড়ি এলাকায় কুতুবপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগ তারেক রহমানের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, খুব শিগগিরই তারেক রহমান দেশে আসার সম্ভবনা রয়েছে। তারেক রহমান আসলে জনগণের মঙ্গলের জন্য কাজ করবেন। সামনে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হচ্ছে। আসা করছি বিএনপি সরকার গঠন করবে।
বিএনপি ক্ষমতায় আসলে জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটবে। বিএনপির রাজনীতি হলো জনগণের ভাগ্য পরিবর্তন করে দেয়া।
তিনি আরো বলেন, বিএনপির রাজনীতি সাধারন মানুষের কল্যাণের কাজ করার জন্য। আমার নেতা তারেক রহমানের নির্দেশে আজকে জনগণের মাঝে ঈদ উপহার দেয়ার জন্য বিএনপির নেতারা জনগণের পাশে এসে দাড়িয়েছে।
অনুষ্ঠানে কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাতবরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনা সহ সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম টিটু, সহ-সভাপতি হাজী মোহাম্মদ শহীদুল্লাহ, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মাজহারুল আলম মিথুন,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সম্পাদক এস এম আনিসুর রহমান, সহ-সম্পাদক কামাল উদ্দিন, সহ কোষাধ্যক্ষ তৈয়বুর রহমান, জেলা জাতীয়তাবাদী প্রজন্ম দলের আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম, যুগ্ম আহবায়ক খোকন সানী, ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি বাবুল আহমেদ, ইউপি সদস্য জামান, সিদ্ধিরগঞ্জ থানা প্রজন্ম দলের আহবায়ক খোকন ভূইয়া, বিএনপি নেতা মো: জামান মিয়া, দুলাল ভূইয়া, কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবদল নেতা লিখন সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ত র ক রহম ন জনগণ র প শ ব এনপ র র র জন সরক র
এছাড়াও পড়ুন:
সারজিসের শতাধিক গাড়ির বহর নিয়ে প্রশ্ন তুললেন তাসনিম জারা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের শতাধিক গাড়ির বহর নিয়ে পঞ্চগড়ে নিজ এলাকায় প্রবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।
মঙ্গলবার সন্ধ্যায় নিজের ফেসবুকে অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে গাড়ি বহরের “অর্থায়ন ও ব্যবস্থাপনা” কীভাবে হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
জারা আশা করেছেন, সারজিস আলম জনগণের সামনে এর একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবেন। এতে জনগণের কাছে এনসিপির ভাবমূর্তি আরও শক্তিশালী হবে।
তাসনিম জারা লিখেছেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে, দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে। সম্প্রতি তোমার নিজ জেলায় শতাধিক গাড়ির একটি বড় বহর নিয়ে প্রবেশ করায় জনগণের মনে যৌক্তিকভাবেই কিছু প্রশ্ন তৈরি হয়েছে। তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে, ‘আমার আসলে এই মুহূর্তে কোন টাকা নাই। ধার করে চলতেছি। এইটাই হচ্ছে রিয়্যালিটি। আমার পকেটে মানিব্যাগও নেই।’ তোমার এই সাদাসিধে জীবনযাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরও গ্রহণযোগ্য করেছে।
তিনি বলেছেন, কিন্তু সেই প্রেক্ষাপটে এত বড় একটি আয়োজন কীভাবে সম্ভব হলো- এর অর্থায়ন ও ব্যবস্থাপনা কীভাবে হয়েছে, তা নিয়ে মানুষের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক। আমাদের দল স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার যে প্রতিশ্রুতি দিয়েছে, সে জায়গা থেকে এসব প্রশ্নের স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেওয়া আমাদের সবারই দায়িত্ব। আমি আশা করি, বিষয়টি তুমি আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে। এতে জনগণের কাছে দলের ভাবমূর্তি আরও শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস।
গতকাল সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ঢাকা থেকে উড়োজাহাজে সৈয়দপুরে যান। সেখান থেকে তিনি সড়কপথে পঞ্চগড়ের দেবীগঞ্জ যান। দেবীগঞ্জ থেকে শতাধিক গাড়ির বহর নিয়ে সারজিস আলম জেলার বোদা, পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা সফর করেন। সারজিস আলমের বাড়ি আটোয়ারী উপজেলায়। নতুন রাজনৈতিক দলে গুরুত্বপূর্ণ পদ পাওয়ার পর প্রথমবার বাড়ি যাওয়ার পথে সারজিস আলমের এই ‘শোডাউন’ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা চলছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিষয়টি নিয়ে আজ প্রশ্ন তুলেছেন।