বাংলাদেশ দল সংবাদ সম্মেলন শেষ করে যাওয়ার আগেই ভারত এল সংবাদ সম্মেলন করতে। দুই দলের কোচ, অধিনায়ক, খেলোয়াড়সহ চারজনকে একসঙ্গে পাওয়া গেল। শিলং শহরের প্রাণকেন্দ্র পুলিশ বাজারের পাশেই বাংলাদেশ দলের আবাস ভিভান্তা হোটেলের হলরুমের মঞ্চে তাঁরা সহাস্যে ছবির জন্য পোজ দিলেন। করমর্দন করলেন। আন্তর্জাতিক ম্যাচের আগে এসব নিছকই সৌজন্যতা।

কিন্তু আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু ম্যাচে এই সৌজন্যতা থাকবে না। এশিয়ান কাপের বাছাইয়ের প্রথম ম্যাচটা দুই দলই জিততে চায়। তাই মাঠেই হবে আসল টক্বর।

আরও পড়ুনবাংলাদেশ না ভারত ফুটবল দল, বাজারমূল্যে কে এগিয়ে২৩ মার্চ ২০২৫

তবে এর আগে আজ দুপুরের দিকে দুই দলের যে সংবাদ সম্মেলন হলো, তাতে একে অন্যের প্রতি সম্মানের কোনো ঘাটতি চোখে পড়েনি। বাংলাদেশ যেমন সুনীল ছেত্রীর আট মাস পর ফিরে আসাকে সম্মান করছে, তেমনি বাংলাদেশ দলের জার্সিতে প্রথমবারের মতো হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি সমীহের চোখে দেখছে ভারতও।

বাংলাদেশ দলের লক্ষ্য একটাই—জয়। হামজা আসায় এই ম্যাচ নিয়ে তৈরি হওয়া উন্মাদনা কাজে লাগাতে চান জামালরা। গত কদিনে শিলংয়ে অনুশীলন মাঠ নিয়ে নানা টানাপোড়েনকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না বাংলাদেশের কোচ-অধিনায়ক। কোচ হাভিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়া দুজনই বলেছেন, জেতার জন্য বাংলাদশ দল তৈরি। মাঝখানে যা সমস্যা হয়েছে সেগুলো ভুলে যেতে চান তাঁরা।

বাংলাদেশ দলের অনুশীলনে হামজা চৌধুরী.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল দ শ দল র

এছাড়াও পড়ুন:

স্মৃতিসৌধে লাল পতাকা হাতে আ.লীগের পক্ষে মিছিল, আটক ৩

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে লাল পতাকা হাতে একদল লোক আওয়ামী লীগের পক্ষে মিছিল করেছেন। এসময় উপস্থিত জনতা তাদের ধাওয়া দেয় এবং কয়েক জনকে মারধর করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে। 

বুধবার (২৬ মার্চ) সকাল ১১টার দিকে স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো শেষে ফিরে যাওয়ার সময় মিছিল করেন তারা। 

হোয়াটসঅ্যাপ বার্তায় ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানান, আনুমানিক সকাল ১১টার সময় ৫/৬ জন জাতীয় স্মৃতি সৌধে উস্কানিমূলক স্লোগান দিয়ে মহান স্বাধীনতা দিবস অস্থিতিশীল করার চেষ্টা করেন। এমন অভিযোগে তাদের আশুলিয়া থানা পুলিশ আটক করে। 

আরো পড়ুন:

মুক্তিযুদ্ধের দ্বিতীয় পর্বের লড়াই চলমান: বজলুর রশীদ

শ্রদ্ধার ফুলে সিক্ত স্মৃতিসৌধের বেদি

আটককৃতরা হলেন- মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিম রেজা (৪৭), মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম (৫০), আশুলিয়ার কলমা এলাকার মো. সোহেল পারভেজ (৪১)।

প্রত্যাক্ষদর্শীরা জানান, লাল পতাকা হাতে অন্তত ৫০ জন লোক সকাল সাড়ে ১১ টার দিকে আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। এ সময় স্থানীয় জনতা তাদের ধাওয়া দিয়ে কয়েকজনকে মারধর করেন। একপর্যায়ে পুলিশ এসে তিনজনকে আটক করে আশুলিয়া থানায় নিয়ে যায়।

আটকের পর পুলিশের গাড়িতে অবস্থানকালে আটককৃতদের একজন বলেন, ‍“আমরা মুক্তিযোদ্ধার সন্তান। জাতীয় স্মৃতিসৌধ মুক্তিযুদ্ধের অবদান। তাই শ্রদ্ধা জানাতে এসেছিলাম।”

ঢাকা/সাব্বির/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ