জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘‘আমরা বিশ্বাস করি, আগামীর বাংলাদেশে কোনো দলের নাম কিংবা মার্কা দেখে কেউ ভোট দেবে না। কোন লোকটা কেমন, সে কেমন কাজ করছে; তার কথার সঙ্গে কাজের মিল আছে কিনা—এসব দেখে মানুষ আগামীতে ভোট দেবে।’’

সোমবার (২৪ মার্চ) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘‘সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছে। তারা শুধু ভোটের আগের দিন ভোট চায়। আর ভোটের পরে একটা ভিজিএফ কার্ড, একটা বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার আগে হাত পেতে বসে থাকে। এই নতুন বাংলাদেশে এগুলো হতে দেওয়া যাবে না। যারা জনপ্রতিনিধি হিসেবে কাজ না করে সাধারণ মানুষকে লুটপাট করবে, তাদের জনপ্রতিনিধি হিসেবে আর মেনে নেওয়া যাবে না।’’

তিনি বলেন, ‘‘আমরা আপনাদের ভাইয়ের মতো, অনেকের সন্তানের মতো; অনেকের নাতির মতো। আমরা কোনো ভুল করলে শুধরে দেবেন। আমরা আপনাদের সেই কথা শুনতে প্রস্তুত। কিন্তু, আপনারা এইটুকু নিশ্চিত করবেন; এখন থেকে কোনো দলের কোনো মার্কার অন্ধ ভক্ত হবেন না। যদি অন্ধ ভক্ত হন, তাহলে আপনার মূল্য কেউ দিবে না। তখন মনে করবে, কিছু দিলেও আছে না দিলেও আছে।’’

সারজিস জেলার পঞ্চগড়ের বোদা, সদর, তেতুঁলিয়া উপজেলায় পৃথক পথসভা করবেন। এসব পথসভায় স্থানীয় নাগরিক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা/নাঈম/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

হাতিয়ায় হান্নান মাসউদের ওপর হামলা, মাথায় জখম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের ওপর হামলা হয়েছে।

হান্নান মাসউদের নিজ জেলা নোয়াখালীর হাতিয়ায় জাহাজমারা বাজারে সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার ওপর হামলা হয়। এতে করে তিনিসহ পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

এ দিন রাত সোয়া ১০টার দিকে হান্নান মাসউদের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এই তথ্য দেওয়া হয়েছে। 

আরো পড়ুন:

হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে ৪ সাংবাদিকের ওপর হামলা

বরিশালে পাওনা টাকার জেরে ৩ জনকে কুপিয়ে জখম

পোস্টে অভিযোগ করা হয়, বিএনপির সন্ত্রাসী বাহিনী তাকে (আব্দুল হান্নান মাসউদ) মেরে ফেলার উদ্দেশ্য অতর্কিত হামলা চালায়।

হান্নান মাসউদের প্রোফাইলে হাতিয়ার ঘটনার পর ধারাবাহিক পোস্ট দেওয়া হয়েছে। ছবি ও ভিডিও পোস্টগুলোতে দেখা গেছে, হামলার প্রতিবাদে হান্নান মাসউদ তার সহযোদ্ধাদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন।

একটি পোস্টে লেখা হয়, হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের পথসভায় আব্দুল হান্নান মাসউদের পথসভায় বাধা দেয় একদল নব্য ফ্যাসিস্ট। প্রতিবাদে অবস্থান কর্মসূচি।

হান্নান মাসউদের প্রতিনিধি হিসেবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মোহাম্মদ ইউছুফ। তার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (২২ মার্চ) এনসিপি নেতা হান্নান মাসউদ এলাকার দুস্থ মানুষের খোঁজ-খবর নিতে হাতিয়ায় আসেন। সোমবার বিকালে তিনি উপজেলার জাহাজমারা বাজারে যান। ইফতার শেষে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে তিনি বাজারে একটি পথসভায় বক্তব্য দিচ্ছিলেন। 

বক্তব্য চলার সময় বিএনপি নামধারী একদল লোক বাজারের পশ্চিম দিক থেকে একটি মিছিল নিয়ে হান্নানের পথসভায় অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ করেন ইউছুফ।

হান্নানের এই প্রতিনিধি আরো অভিযোগ করেন, হামলাকারীরা তার ওপর হামলার চেষ্টা করলে উপস্থিত জনতা তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। 

এই ঘটনার পর হামলাকারীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবিতে হান্নান মাসউদের নেতৃত্বে জাহাজমারা বাজারেই এনসিপির নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন।

ঢাকা/সুকান্ত/রাসেল 

সম্পর্কিত নিবন্ধ

  • হান্নান মাসউদের ওপর হামলা, রাত সাড়ে ৩টা পর্যন্ত এনসিপির বিক্ষোভ
  • পথসভায় বাধা, হামলায় আহত হান্নান মাসউদ
  • হাতিয়ায় হান্নান মাসউদের ওপর হামলা, মাথায় জখম
  • হাতিয়ায় হান্নান মাসউদের পথসভায় হামলা
  • হাতিয়ায় হান্নান মাসউদের পথসভায় হামলার অভিযোগ
  • ব্যান্ড পার্টি ও শতাধিক গাড়ির বহরে শোডাউন সারজিসের, উঠছে প্রশ্ন-সমালোচনা
  • নোয়াখালীতে এনসিপির নেতা হান্নান মাসউদের পথসভায় হামলা, আহত ৫
  • উড়োজাহাজ থেকে নেমে শতাধিক গাড়িসহ ‘শোডাউন’ দিয়ে নিজ এলাকায় সারজিস আলম
  • হামরা কাজ করিবা পারিলে ভোট দিবেন, নাহিলে দিবেননি : সারজিস আলম