হাইকোর্টের বিভাগের দুই বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি পদে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন–বিচারপতি এ কে,এম, আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুসারে তাদের এই নিয়োগ দেন।
সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।
এদিকে সুপ্রিম কোর্ট থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নবনিযুক্ত দুই বিচারপতিকে শপথ পড়াবেন।
আপিল বিভাগে বর্তমানে ৫ জন বিচারপতি কর্মরত রয়েছেন। নতুন দুই বিচারপতিসহ মোট বিচারকের সংখ্যা দাড়াবে ৭ জনে। এরমধ্যে বিচারপতি ফারাহ মাহবুব আপিল বিভাগের ইতিহাসে পঞ্চম নারী বিচারক হিসেবে নিয়োগ পেলেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: দ ই ব চ রপত আপ ল ব ভ গ
এছাড়াও পড়ুন:
বিয়ের ৮ বছর পর সাগরিকা-জহিরের ঘরে এলো নতুন অতিথি
বিয়ের ৮ বছর সন্তানের মা-বাবা হলেন ‘চাক দে ইন্ডিয়া’খ্যাত অভিনেত্রী সাগরিকা ঘাটগ ও ক্রিকেটার জহির খান। বুধবার (১৬ এপ্রিল) সুখবরটি সামাজিক মাধ্যমে যৌথভাবে শেয়ার করেছেন তারা।
আজ দুপুরে ইনস্টাগ্রামে দুটি ছবি শেয়ার করেছেন এই দম্পতি। যেখানে দেখা যায়, জহিরের কোলে সদ্যোজাত পুত্রসন্তান। দু’জনকে জড়িয়ে ধরে আছেন সাগরিকা।
পোস্টের ক্যাপশনে লেখা, ‘ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই। পরম শক্তিমানের আশীর্বাদে কোল আলো করে এসেছে আমাদের সন্তান ফাতেহসিন খান।’
View this post on InstagramA post shared by Sagarika Z Ghatge (@sagarikaghatge)
এই দম্পতির মা-বাবা হওয়ার খবরে অভিনন্দনে ভাসিয়েছেন ভক্তরা। এছাড়া তারকারাও বিভিন্ন শুভেচ্ছাবার্তা দিয়েছেন। যেখানে রয়েছেন হুমা কুরেশি, আথিয়া শেঠি, ডায়না পেন্টি থেকে শুরু করে সুরেশ রায়না ও আকাশ চোপড়ার মতো ক্রিকেটাররাও।
ভারতীয় হকি খেলোয়াড়ের চরিত্রে চাক দে ইন্ডিয়া সিনেমায় অভিনয় করেছেন সাগরিকা। তার চরিত্রের নাম ছিল প্রীতি। অন্যদিকে জহির খান ভারতীয় ক্রিকেট দলের সাবেক ফাস্ট বোলার।
দীর্ঘদিন প্রেমের পর ২০১৭ সালের নভেম্বরে বিয়ে করেন এই জহির-সাগরিকা। বিয়ের ৮ বছর পর প্রথম সন্তানের মুখ দেখলেন এই দম্পতি।