টাঙ্গাইলের বাসাইলে মাদক নিরাময় কেন্দ্রের এক কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (২৩ মার্চ) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, শনিবার রাতে উপজেলার কাশিল পশ্চিমপাড়া এলাকার মনির খানের বাড়িতে তাকে পিটিয়ে আহত করা হয়।

নিহত রঞ্জু খন্দকার (৩৫) জেলার ভূঞাপুর উপজেলার বাগবাড়ী গ্রামের রাজ্জাক খন্দকারের ছেলে। তিনি টাঙ্গাইল শহরের বৃজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কর্মচারী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাশিল পশ্চিমপাড়া এলাকার মনির খান তার মাদকাসক্ত ছেলে ফরিদ খান (২৩) কে টাঙ্গাইল শহরের বৃজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে দেওয়ার জন্য আবেদন করেন। সেই প্রেক্ষিতে শনিবার রাতে বৃজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের ছয় কর্মচারী মনির খানের বাড়িতে যান। এ সময় ফরিদকে ঘর থেকে বের করার চেষ্টা করেন তারা। ফরিদ ডাক-চিৎকার করলে পাশের বাড়ির পলাশ, রিপন ও তালেব খানসহ কয়েকজন এগিয়ে আসেন। পরে ফরিদ, পলাশ, রিপন ও তালেব খানসহ কয়েকজনে বৃজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের লোকজনের ওপর অতর্কিত হামলা চালান। এতে রঞ্জু খন্দকারসহ বৃজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের চার কর্মচারী আহত হন। এর মধ্যে, রঞ্জু খন্দকারের অবস্থা ছিল গুরুতর। দ্রুত তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরো পড়ুন:

বাবাকে ‘হত্যার’ পর ছেলের মৃত্যু

মাদারীপুরে শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

বৃজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের মালিক খন্দকার মজিবর রহমান তপন বলেন, ‘‘মাদকাসক্ত ফরিদকে বৃজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে দেওয়ার জন্য তার বাবা মনির খান আবেদন করেন। সেই প্রেক্ষিতে আমাদের ছয় কর্মী ফরিদকে আনতে তাদের বাড়িতে যান। সেখানে অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়। হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রঞ্জুর মৃত্যু হয়।’’

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’’

ঢাকা/কাওছার/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য মন র খ ন র জন য অবস থ

এছাড়াও পড়ুন:

বিসিআইসি নেবে ১০২ জন, আবেদন করুন দ্রুত

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন বাফার গুদামগুলোতে নিয়োগের জন্য আবেদন চলছে। ৯ম ও ১০ম গ্রেডে ৬টি ক্যাটাগরির পদে ১০২ জনকে নিয়োগ পাবেন বিসিআইসিতে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)

পদসংখ্যা: ১২

যোগ্যতা: স্নাতক, স্নাতকোত্তর বা এমবিএ ডিগ্রি

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড)

২. পদের নাম: হিসাব কর্মকর্তা

পদসংখ্যা: ১০

যোগ্যতা: বাণিজ্যে (অ্যাকাউন্টিং) স্নাতকোত্তর/এমবিএ (অ্যাকাউন্টিং) ডিগ্রি

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড)

আরও পড়ুনবিসিআইসিতে বড় নিয়োগ, পদ ৬৮৯২১ মার্চ ২০২৫৩. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক)

পদসংখ্যা: ১২

যোগ্যতা: স্নাতক, স্নাতকোত্তর বা এমবিএ ডিগ্রি

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড)

৪. পদের নাম: সহকারী প্রশাসনিক কর্মকর্তা

পদসংখ্যা: ২২

যোগ্যতা: স্নাতকোত্তর অথবা তিন বছরের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (১০ম গ্রেড)

আরও পড়ুনইউনিভার্সিটি অব লুক্সেমবার্গের বৃত্তি, স্নাতক–স্নাতকোত্তরে প্রয়োজন নেই আইইএলটিএস২৫ মার্চ ২০২৫৫. পদের নাম: সহকারী হিসাব কর্মকর্তা

পদসংখ্যা: ২৩

যোগ্যতা: এম কম অথবা তিন বছরের অভিজ্ঞতাসহ বি কম ডিগ্রি অথবা বাণিজ্যে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (১০ম গ্রেড)

৬. পদের নাম: সহকারী বাণিজ্যিক কর্মকর্তা

পদসংখ্যা: ২৩

যোগ্যতা: স্নাতকোত্তর অথবা তিন বছরের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (১০ম গ্রেড)

আরও পড়ুনপ্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে বড় নিয়োগ, পদ ২৫৫২৩ মার্চ ২০২৫

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত জানা যাবে এই লিংকে।

আবেদন ফি

সাধারণ প্রার্থীদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা। অনগ্রসর নাগরিকদের জন্য ৫৬ টাকা।

আবেদনের সময়সীমা: ২৭ মার্চ পর্যন্ত।

সম্পর্কিত নিবন্ধ