তামিমের সুস্থতায় তারকাদের প্রার্থনা
Published: 24th, March 2025 GMT
ক্রিকেটার তামিম ইকবাল গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার খবর সারাদেশের ক্রিকেটপ্রেমীদের মাঝে বিষাদ ছড়িয়েছে। প্রিয় ক্রিকেটারের জন্য দোয়া চেয়ে অনেকে ফেসবুকে পোস্ট করছেন। তামিমের সুস্থতায় দোয়া চেয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও।
ফেসবুক পোস্টে চিত্রনায়ক ওমর সানী লেখেন, “আমরা সবাই তামিম ইকবালের জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থ করে আমাদের মাঝে নিয়ে আসুন। তামিম মানেই বাংলাদেশ।”
চিত্রনায়িকা তমা মির্জা লেখেন, “তামিম ইকবালের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।” তামিমের সুস্থতা কামনা করে চিত্রনায়ক আরিফিন শুভ লেখেন, “হিরোদের ফিরে আসতে হয় আরও শক্তিশালী হয়ে। আপনি সুস্থ হয়ে ফিরে আসবেন ইনশাহ আল্লাহ। সেই অপেক্ষায়।”
আরো পড়ুন:
কথা বলছেন তামিম, হাসপাতালে পরিবার
রিং পরানো হয়েছে তামিমের, আছেন সিসিইউতে
তামিম ইকবালের সুস্থতা কামনা করে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ফেসবুকে পোস্ট দিয়েছেন। তাতে তিনি লেখেন, “তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো তামিম।” শবনম ফারিয়া লেখেন, “তামিম ইকবালের দ্রুত আরোগ্য কামনা করছি। তোমাকে আমার প্রার্থনায় রাখছি!” ছোটপর্দার অভিনেতা জিয়াউল হক পলাশ লেখেন, “সুস্থ হয়ে উঠুক তামিম। আল্লাহ সহায় হোন।”
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসা বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তামিমের দুইবার হার্ট অ্যাটাক হয়েছিল। এখন পরিস্থিতি উন্নতির দিকে। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে আজ সকালে সাভারের বিকেএসপিতে যান তামিম। সকালে মোহামেডান স্পোর্টিং ক্লাব-শাইনপুকুর ম্যাচের টসেও অংশ নেন। তবে ফিল্ডিংয়ে নামার আগে বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মোহামেডান-শাইনপুকুর ম্যাচের রেফারি দেবব্রত পাল হাসপাতাল থেকে জানান, তামিমের অ্যানজিওগ্রাম করিয়ে হার্টে ব্লক পাওয়া গেছে। রিং পরানো হয়েছে। বর্তমানে ভালো আছেন তামিম; জ্ঞান ফিরেছে, কথাও বলেছেন তিনি।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ত ম ম ইকব ল ট ভ ন টক চলচ চ ত র ত ম ম ইকব ল র
এছাড়াও পড়ুন:
মিরপুরে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড
রাজধানী ঢাকার মিরপুর ১১ নম্বরের সি ব্লকে একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। আজ শুক্রবার সকাল ৬টা বেজে ৫৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
সকাল আটটার দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আসার খবর জানিয়েছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করেছে। এখন আগুন পুরোপুরি নেভানোর কাজ চলছে।
ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা মো. শাহজাহান হোসেন আগুন লাগার খবর জানিয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর জানা যায়নি।