রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নিয়মিত স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি কোর্সে আসন ফাঁকা থাকা সাপেক্ষে সব পাবলিক বিশ্ববিদ্যালয় এবং রাবি অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরাও এখন ভর্তির সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের ৫৩৭ তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাধিক সিন্ডিকেট সদস্য এই তথ্য সমকালকে নিশ্চিত করেছেন।

সিন্ডিকেট সূত্রে জানা যায়, গত ৯ মার্চ অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের অধীনস্থ বিভাগসমূহে মাস্টার্স প্রোগ্রামে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ হতে স্নাতক/স্নাতক (সম্মান) পাশ করা শিক্ষার্থীরা মাস্টার্স প্রোগ্রামে আসন শূন্য থাকা সাপেক্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তবে, জাতীয় এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সুযোগ পাবেন না। 

ভর্তিচ্ছু শিক্ষার্থীর আবেদনের জন্য স্নাতক (সম্মান) পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.

০০ থাকতে হবে। এছাড়া স্নাতক পাশের পর তিন শিক্ষাবর্ষের মধ্যে ভর্তির জন্য আবেদন করতে হবে।

অনুষদের অধিকর্তার তত্ত্বাবধানে বিভাগগুলো আসন ফাঁকা থাকা সাপেক্ষে পৃথকভাবে নিজ নিজ বিভাগে ভর্তি পরীক্ষার আয়োজন করবেন। তবে ভর্তি হতে শিক্ষার্থীকে অবশ্যই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, সম্প্রতি আমরা লক্ষ্য করেছি অনেক শিক্ষার্থীই মাস্টার্স না করেই চলে যাচ্ছে। ফলে বিভিন্ন বিভাগে মাস্টার্সে অনেক আসন ফাঁকা থাকছে। বিশেষ করে কৃষি অনুষদের বিভাগগুলোতে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আসন ফাঁকা থাকা সাপেক্ষে সংশ্লিষ্ট বিভাগ ছাত্র ভর্তি করাতে পারবে। তবে এটি অবশ্যই ভর্তি পরীক্ষার মাধ্যমে করাতে হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: পর ক ষ আসন ফ

এছাড়াও পড়ুন:

গরমে স্বস্তির পানীয়

চড়া রোদ আর তীব্র গরমে জীবন যখন হয়ে ওঠে ক্লান্তিকর, তখন এক গ্লাস ঠান্ডা পানীয় যেন স্বস্তির চুমুক। এই গরমে শরীর ঠান্ডা রাখতে কিছু সুস্বাদু ও উপকারী পানীয়ের রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী ইসরাত জাহান লাকী

ফ্রুট পাঞ্চ  
উপকরণ: তরমুজের রস ১ কাপ, ১টি লেবুর রস, আনারসের রস ১ কাপ, সুগার সিরাপ ১ কাপ, বরফ পরিমাণমতো, লবণ ১ চিমটি।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢেলে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

কোল্ড ডেভিনশন  
উপকরণ: ঘন দুধ ২ কাপ, ভ্যানিলা আইসক্রিম ৪ স্কুপ, চকলেট হরলিক্স সিকি কাপ, চিনি সিকি কাপ ও বরফ।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার সময় ১/২ কাপ নিউট্রেলা বা নসিলা দিলে নিউট্রেলা সেক হয়ে যাবে। এর সঙ্গে ৪ পিচ ওরিও গুঁড়া করে দিতে হবে। পরিবেশনের সময় ওপরে চকলেট কুচি দিয়ে পরিবেশন করতে হবে। 

স্মোক ম্যাংগো ধামাকা   
উপকরণ: কাঁচা আম ২টি, সরিষার তেল পরিমাণমতো, চিনি সিকি কাপ, কাঁচামরিচ ১টি, কাসুন্দি ১ টেবিল চামচ, টালা জিড়া গুঁড়া ১/২ চামচ, পানি দেড় কাপ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, সামান্য লবণ, বরফ কুচি।
প্রস্তুত প্রণালি: কাঁচা আমের গায়ে তেল মাখিয়ে নিয়ে চুলায় পুড়িয়ে নিন। এরপর পোড়া আম পানি দিয়ে সেদ্ধ করুন। আমের সঙ্গে সব উপকরণ মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করুন। পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

ব্লু মুন ড্রিংকস  
উপকরণ: বরফ কুচি ৪/৫ কিউব, সোডা ওয়াটার ১ গ্লাস, লেবুর রস ১ টেবিল চামচ, নীল রঙের ফুড কালার ১ ড্রপ, লবণ ১ চিমটি।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। তারপর লেবুর স্লাইজ ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে
পরিবেশন করুন।

সম্পর্কিত নিবন্ধ