দলের নাম, মার্কা দেখে ভোট দেবেন না: সারজিস আলম
Published: 24th, March 2025 GMT
কথা নয় কাজ করে দেখাতে চান বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, ‘এতদিন সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছে। ভোটের আগের দিন যায় আর কিছু টাকা ধরিয়ে দেয়। আগামীর বাংলাদেশে কেউ আর দলের নাম দেখে মার্কা দেখে ভোট দেবেন না।’
আজ সোমবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিজয় চত্বরে পথসভায় তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘ভোটের পরে কোনো কাজের জন্য জনপ্রতিনিধির কাছে গেলে তারা টাকার জন্য হাত পাতেন। নতুন বাংলাদেশ আর এইগুলা আর হতে দেওয়া যাবে না। যিনি জনপ্রতিনিধি হয়ে লুটপাট করবে তাদের আর ভোট দেওয়া যাবে না। ৫ বছরে যদি কোনো নেতার কাছে একদিন কোনো কিছু নেন তাহলে তিনি আপনার রক্ত চুষে খাবে। এই সুযোগ কোনো মেম্বার, চেয়ারম্যান, এমপি বা মন্ত্রী দেওয়া যাবে না।’
সারজিস আলম বলেন, ‘আমরা ভুল করলে শুধরে দেবেন। আর কোনো দলের অন্ধ ভক্ত হবে না। অন্ধ ভক্ত হলে আপনার মূল্য কেউ দেবে না। আমরা আপনাদের কাছে মার্কা নিয়ে যাব, যদি আপনাদের কথা রাখতে পারি তাহলে ভোট দেবেন। পঞ্চগড় আমার জন্মভূমি তাই আপনাদের কাছে আমার আলাদা দাবি আছে।’
পরে সারজিস আলম বোদা উপজেলায় যান। তিনি সন্ধ্যায় আটোয়ারীতে ইফতার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: এনস প
এছাড়াও পড়ুন:
এক ম্যাচ নিষিদ্ধ এমবাপ্পে, আজ খেলতে পারবেন কি
নিষিদ্ধ যে হবেন সেটাই নিশ্চিতই ছিল, কিন্তু কত ম্যাচ নিষিদ্ধ হবেন দেখার ছিল সেটা। বলা যায়, অল্পের ওপর দিয়েই পার পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। লা লিগায় আলাভেসের বিপক্ষে দলটির এক খেলোয়াড়কে মারাত্মক ফাউল করে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
গত রোববার লিগে মুখোমুখি হয়েছিল রিয়াল ও আলাভেস। সেদিন ম্যাচের শুরু থেকেই ফাউলের শিকার হচ্ছিলেন এমবাপ্পে। বারবার আঘাত পেয়েই হয়তো খেপে গিয়েছিলেন এই ফরাসি তারকা।
প্রতিক্রিয়ায় ম্যাচের ৩৮ মিনিটে আলাভেসের আন্তোনিও ব্লাঙ্কোকে মারাত্মকভাবে ফাউল করে বসেন এমবাপ্পে। শুরুতে হলুদ কার্ড দেখালেও পরে ভিএআরে যাচাই করে লাল কার্ড দেখিয়ে তাঁকে মাঠ ছাড়ার নির্দেশ দেন রেফারি।
আরও পড়ুনএমবাপ্পে ক্ষমা চেয়েছেন, ভুল বুঝতে পেরেছেন১৪ এপ্রিল ২০২৫ম্যাচ শেষে এমবাপ্পের এমন ফাউল নিয়ে সমালোচনাও হয়েছে অনেক। কেউ কেউ এমবাপ্পের ওপর বড় নিষেধাজ্ঞার খড়গও দেখছিলেন। এই ঘটনায় ম্যাচের পর নিজের আচরণের জন্য এমবাপ্পে ক্ষমাও চান।
আর্সেনাল ম্যাচের আগে অনুশীলনে এমবাপ্পে