সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই বিচারপতিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ সোমবার নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

আপিল বিভাগে নিয়োগ পাওয়া দুই বিচারপতি হলেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব। দুই বিচারপতির নিয়োগের মধ্য দিয়ে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা সাতে দাঁড়াবে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুবকে আপিল বিভাগের বিচারপতি পদে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রধান বিচারপতি নবনিযুক্ত দুই বিচারপতিকে আগামীকাল সকাল সাড়ে ১০টায় শপথবাক্য পাঠ করাবেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো.

শফিকুল ইসলাম।

১৯৬৯ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ১৯৮৩ সালে তিনি জেলা আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৮৫ সালে হাইকোর্ট বিভাগের এবং ২০০১ সালে আপিল বিভাগের আইনজীবী তালিকাভুক্ত হন তিনি। ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। ২০০৫ সালের ২৭ আগস্ট হাইকোর্টের বিচারপতি হিসেবে স্থায়ী হন তিনি।

১৯৬৬ সালের ২৭ মে জন্মগ্রহণ করেন বিচারপতি ফারাহ মাহবুব। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ১৯৯২ সালে জেলা আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৯৪ সালে হাইকোর্ট বিভাগের এবং ২০০২ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। ২০০৪ সালের ২৩ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান বিচারপতি ফারাহ মাহবুব; এক বছর পর ২০০৫ সালের ২৭ আগস্ট হাইকোর্টের বিচারপতি হিসেবে স্থায়ী হন। বিচারপতি ফারাহ মাহবুব চতুর্থ নারী বিচারপতি, যিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব ভ গ র ব চ রপত ত ল ক ভ ক ত হন ফ র হ ম হব ব আপ ল ব ভ গ র দ ই ব চ রপত ন ব চ রপত র আইনজ ব স ল র ২৭

এছাড়াও পড়ুন:

ঢাকা আইনজীবী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকা আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ঢাকা আইনজীবী সমিতির ভবনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন। প্রধান আলোচক ছিলেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল।

ঢাকা বারের ইফতার মাহফিলে আরও অংশ নেন ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন, ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) নূরে আলম ভূঁইয়া, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের (সিএমএম) প্রতিনিধি অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সানাউল্লাহসহ ঢাকার আদালতে কর্মরত বিচারকেরা।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক সভাপতি খোরশেদ মিয়া আলম। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। ইফতার মাহফিলে সাধারণ আইনজীবী, ঢাকা বারের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকেরা অংশ নেন।

সম্পর্কিত নিবন্ধ

  • পাঁচ বালুমহাল ইজারা না দিতে ১৩ সরকারি কর্মকর্তাকে আইনি নোটিশ
  • মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি পেলেন রেকর্ড ক্ষতিপূরণ
  • আইনজীবীদের গাউন পরার আবশ্যকতা শিথিল হচ্ছে
  • ‘কেশরী ২’ ছবির প্রথম ঝলকে ভারতের ইতিহাসের কালো অধ্যায়
  • রিমান্ড শেষে কারাগারে সোলাইমান সেলিমসহ দুই জন
  • ভুয়া আসামি দাঁড় করিয়ে জামিন, ৪ আসামি কারাগারে 
  • শপথ নিলেন আপিল বিভাগের নতুন দুই বিচারপতি
  • এক চীন নীতিতে ঢাকাকে ২০০৫ সালের অবস্থানে চাইছে বেইজিং
  • ঢাকা আইনজীবী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত