কিশোরগঞ্জের সাবেক এমপি আফজাল হোসেন মেহেরপুরে গ্রেপ্তার
Published: 24th, March 2025 GMT
কিশোরগঞ্জ-৫ আসনের (বাজিতপুর-নিকলী উপজেলা) সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনকে মেহেরপুর শহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার মধ্যরাতে শহরের সরকারি কলেজ মোড়ের একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ সম্পর্কে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবা উদ্দিন বলেন, মেহেরপুর পৌর শহরের তাহের ক্লিনিক পাড়ার মামুন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে আফজাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি দল মেহেরপুরের উদ্দেশে রওনা দিয়েছে। বিকেল নাগাদ তারা মেহেরপুরে পৌঁছাবে। তখন তাদের হাতে আফজাল হোসেনকে সোপর্দ করা হবে।
থানা–পুলিশ সূত্র জানায়, আজ সোমবার ভোরে মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে আফজাল হোসেনের ভারতে যাওয়ার কথা ছিল। তিনি সীমান্তের একটি চক্রের সঙ্গে মোটা অঙ্কের টাকায় চুক্তি করেছিলেন। তাঁর আশ্রয়দাতা মামুন হোসেন আফজাল শু কোম্পানির কর্মচারী। জিজ্ঞাসাবাদের জন্য মামুনকে থানায় নেওয়া হয়েছে।
আফজাল হোসেন বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর তাঁর বিরুদ্ধে বাজিতপুর থানায় একাধিক মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সরকার পরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
আফজাল হোসেন ২০০৮ সালে রাজনীতিতে যোগ দেন এবং নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি টানা চারবারের সংসদ সদস্য। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগের স্থানীয় রাজনীতিতে আফজাল হোসেন প্রভাব বিস্তার করতে থাকেন। এ সময় আওয়ামী লীগের দুটি পক্ষের বিভক্ত হয়ে পড়ে। সংসদ সদস্য থাকা অবস্থায় আফজাল হোসেনের বিরুদ্ধে খাল, বিল ও নদী দখল এবং প্রতিপক্ষের লোকজনকে দমন–পীড়নের অভিযোগ রয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আফজ ল হ স ন ত র কর আওয় ম
এছাড়াও পড়ুন:
পাকিস্তানি এক সেনা ডেকে বলেছিল, ‘ঈদ মোবারক নেহি বোলগে?’
ছবি: সংগৃহীত