জীবন্ত পুড়িয়ে দেওয়ার হুমকি জনপ্রিয় ইনফ্লুয়েন্সারকে
Published: 24th, March 2025 GMT
কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার হুমকি পাচ্ছেন ভারতের তরুণ ইনফ্লুয়েন্সার অ্যাঞ্জেল রাই।
আরও পড়ুনচতুর্থ পর্যায়ের ক্যানসার থেকে ফিরে আসার গল্প বললেন উপস্থাপক সামিয়া৭ ঘণ্টা আগেএমনকি তাঁকে জীবন্ত পুড়িয়ে দেওয়ার হুমকিও নাকি দেওয়া হয়েছে। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। মুম্বাইয়ের বাঙ্গুর নগর থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত চলছে বলেই জানিয়েছে পুলিশ। খবর নিউজ ১৮-এর
গোরেগাঁও ওয়েস্টের বাসিন্দা অ্যাঞ্জেল। তাঁর দাবি, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন। বিভিন্ন অপরিচিত ব্যক্তি তাঁকে হুমকি দেন। ক্রমাগত হুমকি পাওয়ার পর ওই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ব্লকও করে দিয়েছেন তিনি। তা সত্ত্বেও রেহাই পাননি।
সম্প্রতি ১৬ মার্চ ই-মেইলের মাধ্যমে তাঁকে হুমকি দেওয়া হয়। ই-মেইলে তাঁকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার হুমকিও নাকি দেওয়া হয়।
অ্যাঞ্জেল রাই। ইনস্টাগ্রাম থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পাকিস্তানি এক সেনা ডেকে বলেছিল, ‘ঈদ মোবারক নেহি বোলগে?’
ছবি: সংগৃহীত