পুলিশ ফাঁড়ির জানালা ভেঙে পালাল আসামি
Published: 24th, March 2025 GMT
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির জানালার গ্রিল ভেঙে এক মাদক কারবারি পালিয়ে গেছেন। গতকাল রবিবার রাতে ঘটনাটি ঘটলেও সোমবার (২৪ মার্চ) সকালে বিষয়টি জানাজানি হয়।
পালিয়ে যাওয়া আসামির নাম রয়েল। তিনি উপজেলার কুশদহ ইউনিয়নের কাজিপাড়া গ্রামের মৃত্যু সাকাদ আলীর ছেলে।
নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মতিন বলেন, “যৌথ বাহিনী গত শনিবার রাত অভিযান চালিয়ে রয়েলকে তিন বোতল ফেনসিডিলসহ আটক করে। তারা তাকে আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে হেফাজতে রাখে। পরে রুমে থাকা অবস্থায় জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান তিনি। আমরা আসামিকে ধরার চেষ্টা করছি।”
আরো পড়ুন:
বাবাকে মানসিক রোগী সাজিয়ে হাসপাতালে ভর্তি, পরে উদ্ধার
ছাত্রদল নেতাকে ‘হত্যার’ হুমকি, থানায় জিডি
ঢাকা/মোসলেম/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল
গাজাজুড়ে বিমান ও স্থল হামলা পুনরায় শুরু করার প্রায় এক মাস পর ইসরায়েল যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এ তথ্য জানিয়েছে।
হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ৪৮ ঘন্টার মধ্যে হামাস ‘সম্ভবত’ প্রস্তাবে সাড়া দেবে।
যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতাকারী মিশরীয় কর্মকর্তারা সপ্তাহান্তে কায়রোতে গ্রুপের প্রতিনিধি দলের কাছে এই প্রস্তাবটি পৌঁছে দেন।
সোমবার রাতে হামাসের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ১০ জন জীবিত জিম্মিকে মুক্তি দেওয়ার বিনিময়ে ইসরায়েল ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। এর বিনিময়ে, ইসরায়েল এক হাজার ২৩১ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে এবং ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেবে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ২৫১ জনকে ইসরায়েল থেকে অপহরণ করে। এদের মধ্যে ৫৮ জন এখনও গাজায় বন্দি। ১৯ জানুয়ারি শুরু হওয়া পূর্ববর্তী যুদ্ধবিরতির ফলে প্রায় এক হাজার ৮০০ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ৩৩ জন জিম্মিকে মুক্তি দেওয়া হয়। তবে দুই মাস পর সেই যুদ্ধবিরতি ভেঙে যায়।
ঢাকা/শাহেদ