রোববার দিবাগত রাতে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের প্রথমার্ধেই দুর্দান্ত খেলে জার্মানি। জোশুয়া কিমিখের এক পেনাল্টি গোল এবং তার দুটি দুর্দান্ত অ্যাসিস্টে জামাল মুসিয়ালা ও টিম ক্লেইনডিনস্ট গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ইতালির দারুণ প্রত্যাবর্তনে শেষ পর্যন্ত ম্যাচটি ৩-৩ গোলে ড্র হলেও দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানের জয়ে প্রথমবার উয়েফা নেশন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত হয় জার্মানির।

দ্বিতীয়ার্ধে অবশ্য দুর্দান্তভাবে ফিরে আসে ইতালি। ময়েস কিন জোড়া গোল করে স্বাগতিকদের চাপে ফেলে দেন। ৭৩তম মিনিটে ইতালি পেনাল্টি পেলেও ভিএআর সেটি বাতিল করে। তবে, যোগ করা সময়ে জিয়াকোমো রাসপাদোরি পেনাল্টি থেকে গোল করলে ম্যাচে উত্তেজনা ফিরে আসে। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় নিয়ে প্রথমবার সেমিফাইনালে জায়গা করে নেয় জার্মানি।

প্রথম লেগে মিলানে ২-১ ব্যবধানে হারের পর ইতালি ডর্টমুন্ডে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। ইনজুরির কারণে রিকার্ডো কালাফিওরি, আন্দ্রেয়া কাম্বিয়াসো, মাতেও রেতেগুই এবং ফেদেরিকো ডিমার্কোর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়াই এদিন খেলতে নামে ইতালি।  

আরো পড়ুন:

রুদ্ধশ্বাস লড়াই জিতে সেমিফাইনালে পর্তুগাল

ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে ভিন্ন ভাবনায় তপু বর্মন

ইতালির কোচ লুসিয়ানো স্পাল্লেত্তি ম্যাচের আগে বলেছিলেন, ‘‘আমাদের অসম্ভব কিছু করতে হবে।’’ কিন্তু জার্মানি ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে। তাদের প্রথম গোল আসে পেনাল্টি থেকে। যেখানে আলেসান্দ্রো বুয়নজিওর্নো বক্সের ভেতরে ক্লেইনডিনস্টকে ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। আর কিমিখ স্পট কিক থেকে গোল করেন।

এরপর, ইতালির গোলরক্ষক জানলুইজি ডোন্নারুম্মা জার্মানির ক্লেইনডিনস্টের একটি হেড রুখে দিলেও, দ্রুত নেওয়া কর্নার থেকে কিমিখের পাসে মুসিয়ালা সহজেই গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

প্রথমার্ধের শেষ মুহূর্তে ক্লেইনডিনস্টের আরেকটি হেড ডোন্নারুম্মা আটকালেও, এবার বল গোললাইন পেরিয়ে যায়। রেফারি তার ঘড়ির দিকে ইঙ্গিত করে গোল নিশ্চিত করলে মাঠে উল্লাসে ফেটে পড়ে স্বাগতিক দর্শকরা।

দ্বিতীয়ার্ধে জার্মানি তাদের গতি কিছুটা কমিয়ে দিলে সুযোগ নেয় ইতালি। ৪৯তম মিনিটে ময়েস কিন একটি ঢিলেঢালা বল পেয়ে গোল করেন। এরপর, স্পাল্লেত্তি রাসপাদোরিকে মাঠে নামান, যিনি ৬৮তম মিনিটে দারুণ এক পাস বাড়ান কিনের উদ্দেশে। কিনের নিখুঁত শটে জার্মানির গোলরক্ষক অলিভার বাউমান পরাস্ত হন।

৭৩তম মিনিটে ইতালি আরও একটি সুযোগ পায়, যখন রেফারি পেনাল্টির বাঁশি বাজান। কিন্তু ভিএআর চেক করে সেটি বাতিল করে। যোগ করা সময়ে রাসপাদোরি আরও একটি পেনাল্টি থেকে গোল করলেও, তা শুধু ব্যবধান কমানোর কাজেই আসে। শেষ পর্যন্ত, জার্মানি দুই লেগ মিলিয়ে এগিয়ে থেকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল স ম ফ ইন ল ব যবধ ন গ ল কর প রথম

এছাড়াও পড়ুন:

ক্রসবারে মেসির দুই ফ্রি কক, অফসাইডে বাতিল সুয়ারেজের গোল

২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগদানের পর এবারই প্রথম শিকাগোতে খেলতে গিয়েছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন সুপারস্টারকে দেখতে শিকাগো ফায়ারের স্টেডিয়ামে হাজির হয়েছিলেন রেকর্ড ৬২ হাজার ৩৫৮ দর্শক।

ম‌্যাড়ম‌্যাড়ে প্রথমার্ধে মেসি এবং তার দল মায়ামি পারেনি নিজেদের মেলে ধরতে। দ্বিতীয়ার্ধে মেসি সুযোগ তৈরি করেছিলেন। ফ্রি কিকে দারুণ শটও নিয়েছিলেন। কিন্তু ক্রসবারের বাধায় গোল পাননি। এছাড়া লুইস সুয়ারেজ গোল করেছিলেন। কিন্তু অফসাইডে বাতিল হয়ে যায় গোল। তাতে গোলশূন‌্য ড্রয়ে শেষ হয় মায়ামি ও শিকাগোর ম‌্যাচ। 
টানা দুই ম্যাচে পয়েন্ট হারিয়ে মেসির মায়ামি কিছুটা ব‌্যাকফুটে। পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হারালেন তারা। ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে মায়ামি। ৭ ম্যাচে ৪ জয় ও ৩ ড্রয়ে মায়ামির পয়েন্ট ১৫। ৮ ম‌্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কলম্বাস।

এই ম‌্যাচের তিন মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু বক্সের বাইরে থেকে তার নেওয়া শট আঙুল ছুঁয়ে ফিরিয়ে দেন গোল রক্ষক ক্রিস ব্রাডি। প্রথমার্ধে এরপর তেমন জোরাল আক্রমণ হয়নি। দুই দলের ফরোয়ার্ডরাই ছিলেন নিষ্প্রভ। তাতে গোলশূন‌্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৩ মিনিটে বক্সের বাইরে থেকে ফ্রি কিক পায় মায়ামি। মেসির নেওয়া শট প্রতিহত হয় ক্রসবারে। এরপর ম‌্যাচের শেষ লগ্নে ৮৫ মিনিটে আরেকটি ফ্রি কিক পায় মায়ামি। এবারও মেসির শট ক্রসবারের বাধায় জালে জড়ায়নি। শেষ পর্যন্ত হতাশ হয়ে মাঠ ছাড়তে হয় মায়ামি ও মেসিকে। 

একেবারে শেষ সময়ে মেসির বাড়ানো পাসে জাল খুঁজে পান সুয়ারেজ। কিন্তু অফসাইডে তার গোল বাতিল করেন রেফারি। তাতে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় দুই দলকে।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ

  • নিষিদ্ধ সংগঠনের কর্মীকে জুতার মালা পরিয়ে পুলিশে দিল চবি ছাত্রদল 
  • ম্যাক্সওয়েল আর কত টাকা নষ্ট করবেন
  • ভুট্টা ক্ষেতে শিশুর মরদেহ, পরিবারের দাবি হত্যা
  • শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ডোপ টেস্ট দিয়ে প্রথম বর্ষে ভর্তি হচ্ছেন শিক্ষার্থীরা
  • প্রথমবারের মতো বৈশাখী মেলার আয়োজন করেছে জবি
  • প্রথমবারের মতো ইউআইইউ’তে হার্ভার্ড এইচএসআইএল হ্যাকাথন অনুষ্ঠিত
  • ক্রসবারে মেসির দুই ফ্রি কক, অফসাইডে বাতিল সুয়ারেজের গোল
  • শিল্পকলায় প্রথমবার চৈত্রসংক্রান্তির আয়োজনে ব্যান্ড শো
  • বেরোবিতে রাবি ও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • প্রথমবারের মতো মালয়েশিয়া গেলেন গবির ইন্টার্ন চিকিৎসকরা