ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অন্যতম প্রভাবশালী প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে খোশমেজাজে দেখা যায়। রিমান্ড শুনানির পর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা ওবায়দুল ইসলাম হত্যা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী পলককে আজ চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন বলেন, এ নিয়ে তাঁর মক্কেলের মোট ৬২ দিনের রিমান্ড মঞ্জুর হলো।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের নয় দিন পর গ্রেপ্তার হন পলক। এরপর তাঁকে অনেকবার ঢাকার বিচারিক আদালতে হাজির করা হয়। বেশির ভাগ সময় তাঁকে বিমর্ষ দেখা যায়। তবে আজ ছিল ব্যতিক্রম।

আদালতের কাঠগড়ায় তোলার পরপরই পলক হাস্যোজ্জ্বলমুখে কথা বলতে থাকেন সবার সঙ্গে। রিমান্ড শুনানি শেষ হলে তিনি তাঁর আইনজীবীর সঙ্গে হাসিমুখে কথা বলেন। একপর্যায়ে পলক তাঁর আইনজীবীকে ঈদের শুভেচ্ছা জানান। পরে তিনি আদালতকক্ষে উপস্থিত সবার উদ্দেশে বলতে থাকেন, ‘ঈদ মোবারক।’

পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তাঁর মক্কেল (পলক) তাঁর সঙ্গে কথা বলেছেন। বাবা-মা কেমন আছেন, তা পলক জানতে চেয়েছেন। কারাগারে তাঁর মক্কেল পরিবারের সদস্যের সঙ্গে কথা বলতে পারেন না। আসন্ন ঈদুল ফিতরের আগে আর হয়তো তাঁকে আদালতে আনা হবে না। এ জন্য তিনি তাঁর পরিবারের সদস্যদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে আদালতকক্ষে থাকা সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে আদালতের হাজতখানায় নিয়ে যাচ্ছে পুলিশ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ঈদ র শ ভ চ ছ র ক ঠগড় য় র আইনজ ব

এছাড়াও পড়ুন:

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

পাবনার ফরিদপুরে শিশু ধর্ষণ মামলায় নাজমুল হোসেন (২৯) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) দুপুরে পাবনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত নাজমুল হোসেন উপজেলা সদরের খলিশাদহ গ্রামের মৃত আব্দুল লতিফ ওরফে লেদুর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২ এপ্রিল ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া ওই শিক্ষার্থীকে অজ্ঞাত এক ব্যক্তি ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা তথ্যপ্রযুক্তির সহায়তায় নাজমুল হোসেনকে শনাক্ত করে ঘটনার চার দিন পর সিরাজগঞ্জ জেলা সদর থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

রাষ্টপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল হাসার শাহীন বলেন, ‘‘এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এই রায়ে খুশি।’’

তবে, অসন্তুষ্টি প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ রেন্টু। তিনি বলেন, ‘‘আমার মক্কেল ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। আমরা উচ্চ আদালতে আপিল করব।’’

ঢাকা/শাহীন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি পেলেন রেকর্ড ক্ষতিপূরণ
  • আইনজীবীদের গাউন পরার আবশ্যকতা শিথিল হচ্ছে
  • ‘কেশরী ২’ ছবির প্রথম ঝলকে ভারতের ইতিহাসের কালো অধ্যায়
  • রিমান্ড শেষে কারাগারে সোলাইমান সেলিমসহ দুই জন
  • ভুয়া আসামি দাঁড় করিয়ে জামিন, ৪ আসামি কারাগারে 
  • ঢাকা আইনজীবী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • জিয়া পরিবারের অপেক্ষায় বাংলাদেশ: জয়নুল আবেদীন
  • শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
  • রিমান্ড শুনানি শেষে পলকের আইনজীবী বললেন, ভাই সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন