শ্যালকের ধাওয়ায় বাড়ি থেকে পালালেন, পরে নদীর চরের গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার
Published: 24th, March 2025 GMT
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বাইনগাছে ঝুলন্ত অবস্থায় ইয়াসিন আলম (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৭টার দিকে উপজেলার কালিঞ্চি এলাকার মাদার নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ইয়াছিন কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের বাসিন্দা। তিনি বরিশালে একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্যা। তবে তাঁকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে নাকি আত্মহত্যা করেছেন—বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয় বাসিন্দাদের কয়েকজন বলেন, বরিশাল থেকে বাড়িতে এসেছিলেন ইয়াছিন। প্রথম স্ত্রীর সঙ্গে মুঠোফোনে কথা বলার জেরে গতকাল রোববার বিকেলে বাড়ির পাশে ইয়াসিনকে মারধর করেন তাঁর দ্বিতীয় স্ত্রী ও শ্যালক। একপর্যায়ে রাতে বাড়িতে ফিরলে স্ত্রীকে মারধর করেন ইয়াসিন। খবর পেয়ে তাঁর শ্যালকসহ অন্যরা ধাওয়া দিলে তিনি বাড়ি থেকে পালিয়ে যান। আজ সকালে মাদার নদীর অপর প্রান্তে কালিঞ্চি এলাকার নদীর চরে বাইনগাছে তাঁর মরদেহ ঝুলতে দেখা যায়। পরে পুলিশকে খবর পাঠানো হয়।
শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবির মোল্যা জানান, মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ইয়াসিন আত্মহত্যা করেছেন নাকি তাঁকে মেরে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। বিষয়টি নিয়ে পুলিশ তদন্তে নেমেছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: মরদ হ
এছাড়াও পড়ুন:
জেলি পুশকৃত ২১০ কেজি চিংড়ি উদ্ধার, লাখ টাকা জরিমানা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ক্ষতিকারক জেলি পুশকৃত ২১০ কেজি চিংড়ি মাছ উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খাগড়াঘাট গ্রামের আতাউরের বাড়িতে অভিযান পরিচালনা করে চিংড়ি মাছ উদ্ধার করা হয়।
শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত অভিযুক্তদের ১ লাখ টাকা জরিমানা করেছেন। এ টাকা অনাদায়ে তাদের ৩ মাসের কারাদণ্ড দেন।
আরো পড়ুন:
হবিগঞ্জে শুঁটকি উৎপাদনে ভাটা
১ মে থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা
কালীগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর নাহিদ হোসেনের নেতৃত্বে অভিযানে ২১০ কেজি ক্ষতিকারক জেলি পুশকৃত বাগদা, গলদা ও হরিণা চিংড়ি মাছ উদ্ধার করা হয়। সেখান থেকে জেলি পুশ করার সরঞ্জাম সিরিঞ্জ, জেলি, মেডিসিনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, উপজেলার গুমানতলী গ্রামের কাওছার মোড়লের ছেলে আতাউর মোড়ল ও শওকত মোল্লার মেয়ে ছামিয়া বেগম। উদ্ধারকৃত চিংড়ি আগুনে জ্বালিয়ে নষ্ট করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা/শাহীন/বকুল