হোয়াটসঅ্যাপে আসছে মোশন ছবি শেয়ারের সুবিধা
Published: 24th, March 2025 GMT
এবার চ্যাট ও চ্যানেলে মোশন ছবি শেয়ারের সুবিধা চালু করতে কাজ শুরু করেছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা ওয়েবসাইট ডব্লিউএবেটা ইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপের সর্বশেষ বেটা সংস্করণ ২.২৫.৮.১২-তে এরই মধ্যে সুবিধাটি যুক্ত করা হয়েছে। সুবিধাটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়নি।
মোশন ছবি হলো একটি বিশেষ ধরনের ছবি। যেখানে ক্যামেরার শাটার চেপে স্থিরচিত্রের পাশাপাশি কয়েক সেকেন্ডের ভিডিও ও অডিও রেকর্ড হয়। গুগল পিক্সেল ফোনে এটি ‘টপ শট’ আর আইফোনে এটি ‘লাইভ ছবি’ নামে পরিচিত। এখন হোয়াটসঅ্যাপে মোশন ছবি পাঠানো গেলেও তা স্থিরচিত্রে রূপান্তরিত হয়ে যায়। নতুন এই সুবিধা চালু হলে ব্যবহারকারীরা মোশন ছবি ভিডিও আকারে পাঠাতে পারবেন, যা প্রাপকের ফোনে অ্যানিমেটেড ভিডিও আকারে দেখা যাবে।
ডব্লিউএবেটা ইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপের নতুন আপডেটে মিডিয়া পিকার অপশনে একটি নতুন একটি আইকন যোগ করা হবে। এটি পপআপ কার্ডের ওপরের ডান পাশে এইচডি বাটনের পাশে দেখা যেতে পারে। আইকনটির মাধ্যমে ব্যবহারকারীরা মোশন ছবি পাঠানোর আগে সুবিধাটি চালু বা বন্ধ করতে পারবেন।
মোশন ছবি ধারণের সুবিধা নির্দিষ্ট কিছু অ্যান্ড্রয়েড স্মার্টফোনে সীমিত হলেও হোয়াটসঅ্যাপ জানিয়েছে যেকোনো ফোনেই এই ছবি দেখা যাবে। অর্থাৎ যার ফোনে মোশন ছবি তোলার সুবিধা নেই, সে–ও অন্যদের পাঠানো মোশন ছবি দেখতে পারবেন। আইফোন ব্যবহারকারীরা এটি ‘লাইভ ছবি’ হিসেবে উপভোগ করতে পারবেন।
সূত্র: গ্যাজেটস৩৬০
উৎস: Prothomalo
কীওয়ার্ড: হ য় টসঅ য প প রব ন
এছাড়াও পড়ুন:
গাজায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। এর ফলে গাজাজুড়ে নিহতের মোট সংখ্যা দাঁড়াল ৫১ হাজারে।
গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ১ হাজার ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আনাদোলু এজেন্সির।
বার্তাসংস্থাটি বলছে, গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ৯৮৩ জনে পৌঁছেছে বলে সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি আক্রমণে আহত হওয়া আরও ১১৮ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৬ হাজার ২৭৪ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।
দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় দু’মাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৬১৩ ফিলিস্তিনি নিহত এবং আরও ৪ হাজার ২০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।