ঢাকার সাভারের বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচে বুকের ব্যথায় হাসপাতালে ভর্তি হন তামিম ইকবাল। পরে জানা যায় ম্যাসিভ হার্ট অ্যাটাক করেছেন তিনি। সাভারের স্থানীয় হাসপাতালে ভর্তির পর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও এনজিওগ্রামের করে জানা যায় তামিমের হার্টে ব্লক ধরা পড়েছে। এরই মধ্যে হার্টে পরানো হয়েছে একটি রিং। বর্তমানে তিনি রয়েছেন নিবিড় পর্যবেক্ষণে।

শাইনপুকুরের বিপক্ষে আজ অধিনায়ক হিসেবে টসেও অংশ নেন তামিম ইকবাল।  মাঠে ফিল্ডিং করার সময়ে অসুস্থতা অনুভব করলে তিনি মাঠ থেকে উঠে কিছুক্ষণ বিশ্রাম নেন, এরপর আবারও নামেন ফিল্ডিং করতে। তখনই ঘটে অনাকাঙ্ক্ষিত এ ঘটনা।

বিস্তারিত আসছে

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ত ম ম ইকব ল

এছাড়াও পড়ুন:

বৃহস্পতিবার সারা দেশে রেলপথ অবরোধের ঘোষণা

ছয় দফা দাবি আদায়ের আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একই সঙ্গে আজকের মতো সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন তারা।

বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে সাত রাস্তা মোড়ে এ ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী।

তিনি বলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শোয়াইব আহমাদ খান, ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তবে, বৈঠকে আমরা একমত হতে পারিনি। তারা লিখিতভাবে আমাদের দাবিগুলো মেনে নেননি। তাই, আমরা আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল (বৃহস্পতিবার) রেলপথ ব্লকেড কর্মসূচি ঘোষণা করছি।

সারা দেশের সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীদের এ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন জুবায়ের পাটোয়ারী।

ঢাকা/রায়হান/রফিক 

সম্পর্কিত নিবন্ধ