বগুড়ার শেরপুরে এক শিশুকে (৯) যৌন নিপীড়নের অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল রোববার রাতে শিশুটির দাদি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন।

শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করে। অভিযুক্ত ব্যক্তির নাম শহিদুল সরকার (৪৫)।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামে টিউবওয়েলের পানির স্তর নিচে নেমে যাওয়ায় নলকূপ থেকে পানি কম ওঠে। এ কারণে গ্রামের অনেকেই বাড়ির পাশে ধানের জমিতে সেচযন্ত্র চালু করলে গোসল করে থাকেন। ভুক্তভোগী শিশুটি তার চাচাতো বোনকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে সেচযন্ত্রের পানিতে গোসল করেছিল। পাশে সেচঘরে সে ভেজা কাপড় পরিবর্তন করছিল। এ সময় এই সেচযন্ত্রের মালিক শহিদুল সরকার সেখানে আসেন। তিনি শিশুটির শরীরে হাত দেন। এ সময় শিশুটি চিৎকার করলে শহীদুল পালিয়ে যান।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। দ্রুতই তাঁকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বাগেরহাটে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

বাগেরহাটে বাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে সিয়াম গাজী (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বলভদ্রপুর বালিয়াডাঙ্গা নামক স্থানে এই দুর্ঘটনায় ইজিবাইকের চালকসহ আরও তিনজন আহত হয়।

নিহত সিয়াম গাজী মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী গ্রামের মজিবর গাজীর ছেলে। আহতরা হলেন- নিহতের বাবা মজিবর গাজী (৫০), তাদের প্রতিবেশী রশিদ খান (৭৫) ও ইজিবাইক চালক বাপ্পি (৩০)।

স্থানীয়দের বরাত দিয়ে মহেষপুরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. তোমেজ উদ্দীন বলেন, সিয়াম ও তার বাবা তাদের একজন প্রতিবেশিকে নিয়ে ইজিবাইকে করে পিরোজপুর সদরে তাদের নিকট আত্মীয়ের মরদেহ দেখতে যাচ্ছিলেন। বলভদ্রপুর বালিয়াডাঙ্গা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক অর্থাৎ পিরোজপুর থেকে বাগেরহাটের দিকে আশা একটি যাত্রীবাহী বাসের ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালকসহ চারজন গুরুতর আহত হয়। এর মধ্যে সিয়াম গাজী নামের একজনকে হাসপাতালে নেওয়ার পরে মারা যান। অন্যরা বাগেরহাট ২৫০ শয্যা জেলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার কারণ সম্পর্কে এই পুলিশ কর্মকর্তা বলেন, রাস্তার পাশে একটি ট্রাক রাখা ছিল। যার ফলে ইজিবাইক এবং যাত্রীবাহী বাস কেউ কাউকে দেখতে পায়নি। যানবাহন দুটি ট্রাকটিকে পাশ কাটিয়ে সড়ক অতিক্রম করার সময় মুখোমুখি সংঘর্ষ হয়।

সম্পর্কিত নিবন্ধ