জুঁই নিবেদিত পপ অফ কালার লিমিটেড আয়োজিত নারী দিবস উদযাপন
Published: 24th, March 2025 GMT
নারীর শক্তি, সাফল্য আর সম্ভাবনা প্রকাশে বর্ণিল উৎসবের আয়োজন করেছে নারীকেন্দ্রিক ফেসবুক প্ল্যাটফর্ম পপ অফ কালার। গত শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর আমারি হোটেলে আয়োজিত হয় ‘জুঁই নিবেদিত পপ অফ কালার নারী দিবস উদযাপন ২০২৫’। দুই শতাধিক নারীর অংশগ্রহণ অনুষ্ঠানটিকে এক অন্য মাত্রায় নিয়ে যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডকম লিমিটেডের চেয়ারপারসন গীতিআরা সাফিয়া চৌধুরী। তিনি বলেন, ‘নারীরা এখন শুধু স্বপ্ন দেখে না, তারা সেই স্বপ্ন পূরণ করেও দেখাচ্ছে।’ এ সময় নারীদের পথচলায় পরিবারের সহযোগিতা নিয়ে স্মৃতিচারণ করেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আশরাফ বিন তাজ, গ্রামীণ ড্যানোন শক্তি+ এর ব্যবস্থাপনা পরিচালক দীপেশ নাগ, গ্রামীণ ড্যানোন শক্তি+ এর সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর সুরাইয়া সিদ্দিকা, প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান, ডেইলি স্টারের হেড অব মার্কেটিং তাজদিন হাসানসহ বিভিন্ন খাতের ব্যক্তিত্বরা।
অনুষ্ঠানে নারীদের অনুপ্রেরণামূলক যাত্রাকে সম্মান জানাতে ‘পপ অফ কালার অনন্যা সম্মাননা ২০২৫’ প্রদান করা হয়। ১০টি ভিন্ন বিভাগে সেরা ১০ জন নারীকে এই সম্মাননায় ভূষিত করা হয়, যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সম্মাননা জয়ীদের মধ্যে ছিলেন- অঙ্কিতা ক্যাটাগরিতে ফারহানা শারমিন, অন্বেষা ক্যাটাগরিতে ফারহানা রাহমান, উজ্জ্বলা ক্যাটাগরিতে নিশীতা মিতু, অপর্ণা ক্যাটাগরিতে ওয়ালিনা চৌধুরী, স্বাতী ক্যাটাগরিতে মেনাল চৌধুরী এবং গুল রেহান শান্তা, ত্রিনেত্রা ক্যাটাগরিতে জেনিফার বিনতে হক, পূর্ণভা ক্যাটাগরিতে মৌনতা আলম মৌন, ইন্দ্রজালের আলো ক্যাটাগরিতে শারমিন আক্তার তপতী, সুকৃতি ক্যাটাগরিতে প্রমা আজিজ এবং বহ্নিশিখা ক্যাটাগরিতে সায়েদা সালেহা নূর লিসা।
এছাড়াও একই অনুষ্ঠানে ‘পপ অফ কালার সেরা নারী উদ্যোক্তা ২০২৫’ ক্যাটাগরিতে ১১ জন স্বপ্নবাজ নারীকে স্বীকৃতি দেওয়া হয়, যারা নিজেদের উদ্যোগকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে নিরলস পরিশ্রম করে চলেছেন।
সম্মাননা জয়ীদের মধ্যে ছিলেন- দেশীয় পণ্য ও হস্তশিল্প ক্যাটাগরিতে আফসানা রাশিদ, কসমেটিকস ক্যাটাগরিতে ফাতেমা খান সিঁথি, মেকআপ আর্টিস্ট ক্যাটাগরিতে সাদিয়া আফরোজ, রাঁধুনি ক্যাটাগরিতে ওয়াসিকা তাসনিম, পোশাক কাপড় ও ফ্যাশন ক্যাটাগরিতে মাইমুনা বিনতে রেজা, ইভেন্ট ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে রাজিয়া হক কনক, হোম ডেকর আর্টস অ্যান্ড ক্রাফট ক্যাটাগরিতে দিলরুবা রূপা, জুয়েলারি এন্ড ব্যাগ ক্যাটাগরিতে তাসনিয়া আরা, কনটেন্ট ক্রিয়েটর ক্যাটাগরিতে জিনিয়া আলম পূর্ণতা এবং ডিজিটাল সার্ভিস ক্যাটাগরিতে সাবিনা ইয়াসমিন।
কেবল সম্মাননা প্রদান নয়, এই আয়োজনকে কার্যকরী করতে নারীদের জন্য চারটি আকর্ষণীয় সেশনের আয়োজন করা হয়। এগুলো হলো- সফল উদ্যোক্তাদের গল্প ও তাঁদের সাফল্যের রহস্য- ‘প্রেরণার পথ-প্রদর্শক’, আধুনিক যুগের ডিজিটাল বিপণনে নারীর ভূমিকা- ‘ডিজিটাল মার্কেটিং ওয়ার্কশপ’, সৌন্দর্যচর্চা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি- ‘স্কিন ও হেয়ার কেয়ার ওয়ার্কশপ’ এবং প্রফেশনাল মেকআপ ট্রেনিং- ‘মেকআপ ওয়ার্কশপ’।
পপ অফ কালার বিশ্বাস করে এই সেশনগুলো আগত নারীদের অনুপ্রেরণা ও দক্ষতা বিকাশে সাহায্য করবে। পাশাপাশি নারীদের আত্মোন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা রাখবে।
নারী দিবসের এই গ্র্যান্ড আয়োজন সম্পর্কে পপ অব কালারের প্রতিষ্ঠাতা টিংকার জান্নাত মিম বলেন, ‘নারীর সাফল্য শুধু তার একার নয়, এটি গোটা সমাজের অগ্রগতির প্রতীক। আমরা এই উদযাপনের মাধ্যমে নারীদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিতে চাই।’
অনুষ্ঠানের স্পন্সর ও পার্টনারদের মধ্যে ছিল- টাইটেল স্পন্সর ‘স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের জুঁই’, কো-স্পন্সর ‘ফার্ম ফ্রেশ ও মুন্নো সিরামিক’, ইন অ্যাসোসিয়েশন উইথ ‘শক্তিপ্লাস ও ডেইলি স্টার’, বেভারেজ পার্টনার ‘মোজো’, লজিস্টিক পার্টনার ‘ই-কুরিয়ার’, ফটোগ্রাফি পার্টনার ‘ড্রিম ওয়েভার’
এছাড়াও, ভেলা এস্থেটিক, সাজগোজ, তাহফিজ্জুল ইন্টারন্যাশনাল স্কুল, ড্যাজলিং ড্রেস বাই মাশরুফা, কোকো-সিসিমি, ড্রিম কিউর বাই ডক্টর নাফি, অ্যাটায়ার বাই চাঁদনি, নিউ মিলন ও হাশেম জুয়েলার্স, লা ভিলা ওয়েস্টার্ন হোটেল, সি-পার্ল বিচ রিসোর্ট কক্সবাজার, ইন্তেসারসহ আরও অনেকে এই আয়োজনে সহযোগিতা করেছে।
দিনব্যাপী এই আয়োজন শেষ হয় ইফতার, নৈশভোজ ও ফটোসেশনের মধ্য দিয়ে। নারীর অগ্রযাত্রার এই মহাযজ্ঞ যেন এক নতুন দিনের বার্তা দেয় যে- ‘নারী এখন শুধু পথচলা শিখছে না, সে পথ দেখাচ্ছেও!’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ন র দ বস প র টন র অন ষ ঠ ন স ফল য
এছাড়াও পড়ুন:
ইন্ডিয়া টুডের প্রতিবেদনকে মিথ্যা, বানোয়াট বলে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সেনাবাহিনী
বাংলাদেশ সেনাবাহিনী তাদের নিয়মিত বৈঠক সম্পর্কিত ইন্ডিয়া টুডের প্রতিবেদনের তথ্য নাকচ করে বলেছে, সংবাদমাধ্যমটি মিথ্যা ও বানোয়াট তথ্যের ওপর ভিত্তি করে প্রতিবেদন প্রকাশ করেছে।
মঙ্গলবার আইএসপিআরের এক প্রতিবাদলিপিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সেনাবাহিনীর নজরে এসেছে যে ইন্ডিয়া টুডে আবারও বাংলাদেশ সেনাবাহিনীর অনুষ্ঠিত একটি নিয়মিত বৈঠক সম্পর্কে মিথ্যা ও বানোয়াট তথ্যের ওপর ভিত্তি করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।’
এতে বলা হয়েছে, আজ (২৫ মার্চ ২০২৫) প্রকাশিত ‘প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভ্যুত্থানের সম্ভাবনার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী জরুরি বৈঠক করেছে’ শীর্ষক প্রতিবেদনটি অপসাংবাদিকতার চর্চা এবং একসময়ের খ্যাতিমান সংবাদমাধ্যমটির বিভ্রান্তিকর তথ্য সরবরাহকারী হিসেবে পতিত হওয়ার একটি উজ্জ্বল নজির।
প্রতিবাদলিপিতে বলা হয়েছে, কোনো নির্ভরযোগ্য সূত্র বা যাচাইযোগ্য প্রমাণবিহীন এই প্রতিবেদন বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে ভিত্তিহীন গুজব ছড়ানোর আরেকটি প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে। এতে উপস্থাপিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘আসন্ন অভ্যুত্থান’ সম্পর্কিত দাবি সম্পূর্ণ বিভ্রান্তিমূলক।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, ‘ইন্ডিয়া টুডে’ বারবার দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালা উপেক্ষা করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে যাচ্ছে, যা গভীর উদ্বেগের বিষয়।
আইএসপিআরের প্রতিবাদলিপিতে আরও বলা হয়, ইন্ডিয়া টুডে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা এটিই প্রথম নয়। এর আগে ‘২০২৫ সালের ১১ মার্চ আমরা এক প্রতিবাদলিপিতে এই ধরনের বিভ্রান্তিকর ও তথ্যগতভাবে ভুল প্রতিবেদনের বিষয় উন্মোচন ও খণ্ডন করেছি।’
প্রতিবাদলিপিতে আরও বলা হয়েছে, এই ধরনের মিথ্যা প্রচারণা চালিয়ে যাওয়া ইন্ডিয়া টুডের সম্পাদকীয় নীতির ব্যাপারে উদ্বেগজনক ইঙ্গিত দেয়, যা সত্য প্রচারের পরিবর্তে চাঞ্চল্য সৃষ্টির দিকে ধাবিত হয়েছে বলে মনে হচ্ছে।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সেবায় এবং গণতন্ত্র ও শান্তি রক্ষার নীতি সমুন্নত রাখার জন্য তাদের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়েছে, ‘আমরা ইন্ডিয়া টুডেসহ সকল সংবাদমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করতে এবং দুই দেশের জনগণের মধ্যে অপ্রয়োজনীয় বিভেদ ও অবিশ্বাস তৈরি করে এমন ভিত্তিহীন ও ক্ষতিকর প্রতিবেদন প্রকাশ করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’