সৌদি আরবে ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যে আলোচনা আজ
Published: 24th, March 2025 GMT
ইউক্রেনে আংশিক যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য আজ সোমবার সৌদি আরবে বৈঠক করছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা।
ওয়াশিংটন ও কিয়েভের প্রতিনিধিদের মধ্যে আলোচনার পরদিন সৌদি আরবের রিয়াদে এই বৈঠক হচ্ছে।
তিন বছর ধরে ইউক্রেন যুদ্ধ চলছে। এই যুদ্ধের দ্রুত অবসানের জন্য জোর দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশা করছেন, এ ক্ষেত্রে রিয়াদের এই আলোচনা অগ্রগতির একটি পথ তৈরি করতে পারে।
অস্থায়ী যুদ্ধবিরতির জন্য উভয় পক্ষ বিভিন্ন পরিকল্পনা প্রস্তাব করেছে। কিন্তু তা সত্ত্বেও রাশিয়া-ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।
গতকাল রোববার সৌদি আরবের রিয়াদে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়। বৈঠকটি গভীর রাতে শেষ হয়। কিয়েভের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ।
পরে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ফলপ্রসূ আলোচনা হয়েছে। তাঁরা জ্বালানিসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। ইউক্রেন তার ন্যায়সংগত ও স্থায়ী শান্তির লক্ষ্যকে বাস্তব রূপ দিতে কাজ করে যাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দূত স্টিভ উইটকফ আশাবাদ ব্যক্ত করেছেন, যেকোনো চুক্তি ‘পূর্ণাঙ্গ’ যুদ্ধবিরতির পথ প্রশস্ত করবে।
স্টিভ উইটকফ ফক্স নিউজকে বলেন, তিনি মনে করেন সোমবার সৌদি আরবের আলোচনায় কিছু বাস্তব অগ্রগতি দেখা যাবে।
তবে গতকাল ক্রেমলিন সংকটের দ্রুত সমাধানের বিষয়ে উচ্চাশা প্রকাশ করেনি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার রাষ্ট্রীয় টিভিকে বলেন, ‘আমরা এই পথের কেবল শুরুতে আছি।’
সম্ভাব্য যুদ্ধবিরতি কীভাবে বাস্তবায়িত হতে পারে, তা নিয়ে অনেক অমীমাংসিত প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন দিমিত্রি পেসকভ।
.