আইপিএল ‘এল ক্লাসিকো’র ফল ছাপিয়ে কাল রাত থেকে আলোচনায় একটি দৃশ্য। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে চেন্নাই সুপার কিংস জেতার পর সেই ছেলেটির কাঁধে হাত রেখে কথা বলছেন মহেন্দ্র সিং ধোনি।

এক কান ছেলেটির মুখের কাছে নিয়ে আরও কিছু জানতে চাইছেন। যাওয়ার আগে কয়েকবার পিঠও চাপড়ে দিলেন। কাউকে কতটা মনে ধরলে ধোনির মতো একজন কিংবদন্তি তাঁর ব্যাপারে এতটা কৌতূহলী হয়ে ওঠেন!

কোন ছেলের কথা বলা হচ্ছে, নিশ্চয় বুঝতে পারছেন। মুম্বাই ইন্ডিয়ানসের তরুণ বোলার ভিগনেশ পুথুরের নাম রাতারাতি ক্রিকেট বিশ্ব জেনে গেছে। টি-টোয়েন্টিতে এমনিতেই রিস্ট স্পিনারদের কদর দিন দিন বাড়ছে। চায়নাম্যান হলে তো কথাই নেই!

ম্যাচ শেষে ভিগনেশ পুথুরের সঙ্গে কথা বলেন মহেন্দ্র সিং ধোনি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পাবনায় ‘অভিভাবকহীন’ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরটি জিইয়ে রেখেছেন কেসমত আলী

জনমানবের দেখা নেই। ময়লা–আবর্জনায় চারপাশ ঠাসা। ফোয়ারার জন্য তৈরি কৃত্রিম জলাশয়ে শেওলা জমেছে। কক্ষগুলো সব তালাবদ্ধ। ভেতরেও স্তূপ করে রাখা হয়েছে বইসহ মূল্যবান জিনিসপত্র। আসবাবগুলো প্যাকেটবন্দী।

পাবনা জেলা সদরের দাপুনিয়া ইউনিয়নের মাধপুরে নির্মিত মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর এভাবেই অনাদর–অবহেলায় পড়ে আছে। কেসমত আলী নামের স্থানীয় এক ব্যক্তি নিজ উদ্যোগে এটির দেখভাল করছেন।

মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থান সংরক্ষণ ও মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষায় ২০২০ সালে জাদুঘরটি নির্মাণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)। তবে গত পাঁচ বছরেও হস্তান্তর না করায় জাদুঘরটি অভিভাবকহীন হয়ে পড়েছে।

নিজ উদ্যোগে কমপ্লেক্সের দেখাশোনা করেন পাশের বাসিন্দা কিসমত আলী। গতকাল পাবনা সদরের মাধপুরে

সম্পর্কিত নিবন্ধ