‘মা ছাড়া জীবন কতটা বেদনার তা মা-হারা মেয়েরাই জানে’
Published: 24th, March 2025 GMT
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি। গত বছরের মার্চ মাসে না ফেরার দেশে পাড়ি জমান তার মা। আজ এই অভিনেত্রীর মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী।
মায়ের মৃত্যুর এক বছর পরও সেই শোক কাটিয়ে উঠতে পারেননি পূজা। রবিবার (২৩ মার্চ) দিবাগত রাতে মা ঝরনা রায়ের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন তিনি।
পূজা তার স্ট্যাটাসে লিখেছেন, “মা ও মা! কেমন আছো তুমি? তোমাকে দেখি না ৩৬৫টা দিন হয়ে গেল। কীভাবে চলে গেল সময়টা। গত বছর এই সময়টা আমার কাছে ছিল নরকের আগুনের মতো ভয়ংকর।”
আরো পড়ুন:
ভুল সবসময়ই ভুল: নুসরাত ফারিয়া
সুশান্তর মৃত্যু: নতুন প্রতিবেদনে রিয়ার স্বস্তি
মা ঝরনাকে উদ্দেশ্য করে পূজা লেখেন, “বুকে কি যেন আটকে থাকে সবসময় মামুনি। মনে করি, কাঁদলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু না কেমন জানি আরো বুকটা ভারী হয়ে ওঠে। মনে হয়, পৃথিবীর সবচেয়ে ভারী পাথর আমার বুকে। মাঝে মাঝে খুব অবাক হই জানো মামুনি, যে মানুষটা তার মেয়েকে ১ মিনিটের জন্য চোখে হারাতো না সেই মানুষটা কতদিন তার মেয়েকে ছেড়ে দূরে আছে।”
মা-হারা মেয়েরাই জানে জীবন কতটা বেদনার। এ তথ্য উল্লেখ করে পূজা চেরি বলেন, “জানো মামুনি সবাই আমাকে বলে পূজা তুমি খুব স্ট্রং। হা হা হা, তারা কি জানে, যে মেয়েটা তার মায়ের মতোই! তুমিই তো সব শিখিয়েছো মামুনি। একটা মেয়ের মা ছাড়া তার জীবনটা যে কি বেদনার তা কেবলই ওই মা হারা মেয়েরাই বোঝে।”
প্রয়াত মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে পূজা চেরি লেখেন, “তবে একটা কথা কি মামুনি, তোমার মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে। পরের জন্ম বলে যদি কিছু থাকে আমি যেন তোমার মেয়ে হয়েই জন্ম নেই। ওপারে ভালো থাকো আমার সোনা মামুনি।”
চলচ্চিত্র ক্যারিয়ারের শুরু থেকে সবসময়ই মাকে পাশে পেয়েছেন পূজা। মেয়ের সাফল্যে সবচেয়ে বেশি খুশি হতেন মা ঝরনা রায়। ক্যারিয়ারে মায়ের অবদানের কথা সবসময় বলেন এই অভিনেত্রী।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
হজ ফ্লাইট শুরু, ঢাকাতেই দুই দেশের ইমিগ্রেশন
দেশের হজযাত্রীদের কমবেশি ৯৫ শতাংশই সৌদি আরবে যান ঢাকার হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে। এ বছর ৮৭ হাজার ১০০ হজযাত্রী বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এবারও ‘রোড টু মক্কা’ কর্মসূচির আওতায় ঢাকাতেই দুই দেশের ইমিগ্রেশন হবে যাত্রীদের। পবিত্র হজ পালনের লক্ষ্যে গতকাল সোমবার দিবাগত মধ্যরাত থেকে শুরু হয়ে গেছে হজ ফ্লাইট। চলবে ৩১ মে পর্যন্ত।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্র জানায়, রাজধানীর আশকোনার হজ ক্যাম্পেই ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে যাওয়া যাত্রীদের ইমিগ্রেশন সম্পন্ন হবে। সৌদি আরব থেকে আসা ইমিগ্রেশনের ৭৫ সদস্যদের একটি দল শাহজালাল বিমানবন্দরে বসে সে দেশের ইমিগ্রেশন সম্পন্ন করবে। এতে হজযাত্রীদের ভোগান্তি কমবে। অবশ্য ফেরার সময় হজযাত্রীদের ইমিগ্রেশন সৌদি আরবেই করতে হবে। আর সিলেট ও চট্টগ্রাম এয়ারপোর্ট দিয়ে গমনকারী যাত্রীদের সৌদি আরবের আগমনী ইমিগ্রেশন সৌদি আরবে অনুষ্ঠিত হবে।
পবিত্র হজ পালনের লক্ষ্যে গতকাল সোমবার দিবাগত মধ্যরাত থেকে শুরু হয়ে গেছে হজ ফ্লাইট। চলবে ৩১ মে পর্যন্ত।কাগজপত্র যাচাই করছেন ইমিগ্রেশন পুলিশের সদস্যরা। গত বছরের ছবি