মাঠেই হার্ট অ্যাটাক, হাসপাতালে তামিম ইকবাল
Published: 24th, March 2025 GMT
ঢাকার সাভারে বিকেএসপির মাঠে ডিপিএলের ম্যাচ চলাকালে হার্ট অ্যাটাক করেছেন তামিম ইকবাল। ডিপিএলে আজ শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ ছিল তামিমের দল মোহামেডানের। অধিনায়ক হিসেবে টসেও অংশ নেন। এরপর হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তামিমকে বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, তামিমকে বিকেএসপির কাছাকাছি ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোহামেডানের ম্যানেজার তরিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, শুরুতে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পরিকল্পনা ছিল। তবে হেলিকপ্টারে স্থানান্তর করার মতো শারীরিক উন্নতি না হওয়ায় সাভারেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
টস করে ম্যাচ শুরু করলেও অসুস্থতা অনুভব করায় মাঠ ছেড়ে বেরিয়ে যান তামিম। বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
তামিমের দল মোহামেডানের ম্যানেজার তরিকুল ইসলাম জানিয়েছেন, তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু হেলিকপ্টারে উঠানোর মতো অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে ফজিলাতুন্নেছা হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
তামিমের অসুস্থতার খবরে বিসিবির বোর্ডসভা স্থগিত করা হয়েছে। দুপুর ১২টায় সভা শুরু হওয়ার কথা ছিল। তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বিসিবি পরিচালক ও কর্মকর্তারা।
বিস্তারিত আসছে.
উৎস: Samakal
কীওয়ার্ড: ত ম ম ইকব ল ব ক এসপ
এছাড়াও পড়ুন:
ঈদের ছুটিতে ফাঁকা বাসায় প্রকাশ্যে ডাকাতির চেষ্টা, গুলি ছুঁড়ে পলায়ন
চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানা এলাকার একটি ভবনে ঈদের ছুটিতে ফাঁকা হওয়া বাসায় দিনে প্রকাশ্যে ডাকাতির চেষ্টার অভিযোগ উঠেছে।
বুধবার (২৬ মার্চ) দুপুরে পতেঙ্গা উত্তর মুসলিমাবাদ সৈকত আবাসিক এলাকায় এই ডাকাতির চেষ্টা চলে। এ সময় স্থানীয়রা প্রতিরোধে এগিয়ে এলে দুই যুবক গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়। এই ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
এই অস্ত্রধারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানান, পতেঙ্গা উত্তর মুসলিমাবাদ সৈকতে জসিমের বিল্ডিং নামের একটি আবাসিক ভবনের একজন ভাড়াটিয়া ঈদের ছুটিতে বাড়িতে চলে যায়। দুপুরে দুই যুবক অস্ত্র হাতে উক্ত তালাবদ্ধ বাসায় তালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এই সময় স্থানীয়রা টের পেয়ে ডাকাতদের প্রতিরোধে এগিয়ে আসে। এ অবস্থায় অস্ত্র হাতে দুই যুবক প্রকাশ্যে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং স্থানীয়দের ভাষ্য শোনে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “আমরা এই অস্ত্রধারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।”
ঢাকা/রেজাউল/টিপু