টাইব্রেকারে নাটকীয় জয়, সেমিফাইনালে মুখোমুখি স্পেন-ফ্রান্স
Published: 24th, March 2025 GMT
উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে কঠিন পরীক্ষা দিতে হয়েছে ফ্রান্স ও স্পেনকে। দুই দলই দুই লেগ শেষে সমতায় থাকায় ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। আর সেখানেই জয় তুলে নিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স ও লামিন ইয়ামালের স্পেন। শেষ চারেই এবার মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি।
প্রথম লেগে ক্রোয়েশিয়ার কাছে ২-০ গোলে হেরেছিল ফ্রান্স। তবে দ্বিতীয় লেগে ঘরের মাঠে দুর্দান্ত প্রত্যাবর্তন করে তারা। ৫২ মিনিটে ওলিসে এবং ৮০ মিনিটে দেম্বেলের গোলে ২-০ ব্যবধানে জয় পায় স্বাগতিকরা। দুই লেগ শেষে সমতা থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে গোল না হলে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পায় ফ্রান্স। টাইব্রেকারে ফ্রান্সের হয়ে শট মিস করেন কুন্দে ও থিও হার্নান্দেজ। ক্রোয়েটরা মিস করে তিনটিতে। মার্টিন বাটুরিনার পর ব্যর্থ হন ফ্রাঞ্জো ইভানোভিচ ও স্টানিচিস।
অন্যদিকে, স্পেনেরও ছিল রোমাঞ্চকর লড়াই। প্রথম লেগে নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল তারা। দ্বিতীয় লেগেও ম্যাচটি শেষ হয় ৩-৩ গোলে। ম্যাচের অষ্টম মিনিটে পেনাল্টি থেকে ওয়ার্জিবালের গোলে এগিয়ে যায় স্পেন। দ্বিতীয়ার্ধে ডিপে পেনাল্টি থেকে সমতা ফেরান। পরে ওয়ার্জিবাল ফের লিড দিলেও ইয়ান ম্যাটসেন আবার সমতায় ফেরান ডাচদের। অতিরিক্ত সময়ে ইয়ামালের গোলে স্পেন আবার এগিয়ে যায়, কিন্তু জাভি সিমন্সের পেনাল্টিতে আবারও সমতা ফেরে। দুই লেগে ৫-৫ গোলে ড্র হওয়ায় টাইব্রেকারে গড়ায় খেলা। সেখানে স্পেন ৫-৪ ব্যবধানে জয় তুলে নেয়। স্পেনের হয়ে শুধু ইয়ামাল শট মিস করেন, আর নেদারল্যান্ডসের পক্ষে ব্যর্থ হন ল্যাং ও মালেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মার্কিন-রুশ আলোচনা চলবে, মস্কোয় অবিশ্বাস কিয়েভের
রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি কার্যকরে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সর্বশেষ বৈঠকটি ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। বৈঠকটি সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হয়। শিগগির যৌথ বিবৃতি প্রকাশ করা হবে। উভয় দেশের কর্মকর্তারা বলছেন, আলোচনা অব্যাহত থাকবে। তারা মনে করেন, আলোচনার ধারাবাহিকতায় ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আলোচনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। বৈঠকে কৃষ্ণসাগরে একটি ‘সামুদ্রিক যুদ্ধবিরতি’ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয় বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
বৈঠকে রুশ মধ্যস্থতাকারীদের প্রধান গ্রিগোরি কারাসিন এএফপিকে গতকাল মঙ্গলবার ওই তথ্য জানান। বৈঠকে তিনি রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। তাঁর বক্তব্য, বৈঠকে গভীর ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত ঐকমত্যে পৌঁছাতে এখনও সময় লাগবে। আমরা আলোচনা চালিয়ে যাব। জাতিসংঘসহ আরও দেশ এই আলোচনায় যুক্ত হবে। হোয়াইট হাউসের একটি সূত্র জানিয়েছে, শান্তি প্রতিষ্ঠার পদক্ষেপে অগ্রগতি হচ্ছে ও শিগগির একটি ‘ইতিবাচক ঘোষণা’ আশা করা হচ্ছে।
এদিকে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে সৌদিতে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল গতকালও বৈঠক করেছে। তবে যুদ্ধবিরতির আলোচনা নিয়ে রাশিয়াকে বিশ্বাস করতে চাইছে না ইউক্রেন। দেশটির রাষ্ট্রপতির চিফ অব স্টাফের উপদেষ্টা সের্হি লেশচেঙ্কো দাবি করেছেন, নিরাপত্তা পরিষদে রাশিয়ার হাতে ভেটো ক্ষমতা রয়েছে। এই ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মস্কো নিজের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। ফলে শান্তি আলোচনা শেষমেশ অসম্ভব হয়ে উঠতে পারে। এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, মস্কো শান্তি আলোচনায় জাতিসংঘকে যুক্ত করতে চায়।
এর মধ্যে ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাশিয়া ১৩৯টি ড্রোন হামলা চালিয়েছে ও ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে বহু অবকাঠামোর ক্ষতি ও ৮৮ জন আহত হয়েছে। শতাধিক ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে কিয়েভ। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা ক্ষোভ প্রকাশ করে বলেন, মস্কো একদিকে নৃশংস হামলা অব্যাহত রেখেছে, অন্যদিকে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার কথা বলছে। শান্তি প্রতিষ্ঠা নিয়ে ফাঁপা বক্তব্য বাদ দিয়ে মস্কোকে অবশ্যই যুদ্ধ বন্ধ করতে হবে। অন্যদিকে সোমবার রাতে রুশ সেনাদের নিয়ন্ত্রণাধীন লুহানস্কে গোলাবর্ষণ করে ইউক্রেন। এই হামলায় তিন রুশ সাংবাদিকসহ ছয়জন নিহত হয়েছে। এই হামলার কড়া সমালোচনা করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতিসংঘ সাংবাদিক হত্যার নিন্দা জানিয়েছে।
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে রাশিয়া। তবে জ্বালানি অবকাঠামোতে হামলা না করার প্রতিশ্রুতি দেয় মস্কো। বিবিসি, রয়টার্স ও আলজাজিরার খবর।