ফারিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চাকরি হারালেন সেই যুবক
Published: 24th, March 2025 GMT
অভিনেত্রী শবনম ফারিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ প্রমাণিত হওয়ায় সাজিদা ফাউন্ডেশনের কর্মী রাকিবুল হাসান নামে এক যুবককে চাকরিচ্যুত করা হয়েছে। রবিবার (২৩ মার্চ) রাতে ফারিয়া তার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
রাকিবুলের চাকরিচ্যুতির খবর ফারিয়াকে ই–মেইলের মাধ্যমে জানিয়েছে বেসরকারি প্রতিষ্ঠানটি। নিজের ফেসবুক পোস্টে ই–মেইলটি শেয়ারও করেছেন এই অভিনেত্রী। স্ক্রিনশট শেয়ার করে শবনম ফারিয়া লেখেন, “আমি খুবই কৃতজ্ঞ, বিষয়টিকে তারা খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছেন। কীভাবে প্রতিটি প্রতিষ্ঠান নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখতে পারে, প্রতিষ্ঠানটি সেই উদাহরণ তৈরি করেছে।”
কৃতজ্ঞতা জানিয়ে শবনম ফারিয়া লেখেন, “আমার সহকর্মী, রাজনীতিবিদ, এক্টিভিস্ট, কলেজ পড়ুয়া মেয়েসহ অনেকে আমাকে সমর্থন করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আপনার প্রতিবাদ জরুরি। সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য সাজেদা ফাউন্ডেশনকে ধন্যবাদ। এভাবেই পরিবর্তন শুরু হয়। আসুন প্রতিবাদ জারি রাখি।”
আরো পড়ুন:
আমি ‘বিখ্যাত’ হতে পারিনি, এমন স্বপ্নও নেই: এজাজ
‘প্রেম ভাই’ তৌসিফ
কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে কয়েকটি ভিডিও ক্লিপ। তাতে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে খুনসুটিতে মেতে উঠতে দেখা যায় ফারিয়াকে। এর মধ্যে একটি ক্লিপে অভিনেত্রী শবনম ফারিয়াকে হাসতে হাসতে বলতে শোনা যায়, “আমি তাসকিনের পাশে দাঁড়াব না। আমাকে খাটো লাগবে। তামিম ভাইয়া, তুমি আসো।” শবনম ফারিয়া সেই ভিডিও কমেন্ট বক্সে আপত্তিকর মন্তব্য করেন রাকিবুল হাসান।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক শবনম ফ র য়
এছাড়াও পড়ুন:
জুটি বেঁধে নাচবেন বুবলী-তৌসিফ
বাংলাদেশ টেলিভিশনের বহুল দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। দেশের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, শিল্প-সাহিত্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শনসহ নানা বিষয়ই তুলে আনা হয়। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেন হানিফ সংকেত।
ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠানটির নতুন পর্ব। বরাবরের মতো এ পর্বও তারকাবহুল। তবে তুলনামূলক একটু বেশি। এবার জানা গেল, ঈদ ইত্যাদিতে পারফর্ম করবেন চিত্রনায়িকা শবনম বুবলী।
ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে সমাজের বিভিন্ন অনিয়ম, অসঙ্গতি তুলে ধরা হয়। সমকালীন ও বক্তব্যধর্মী দলীয় সংগীতের বিষয়— দেখার চোখ ও বিবেকের চোখ নিয়ে। আমাদের সংস্কৃতি আমাদের শিকড় অথচ এখন অনেক কিছুই শিকড় থেকে সরিয়ে বিকৃতি স্বীকৃতি পাচ্ছে। এসব বিষয় নিয়ে তৈরি করা হয়েছে এই দলীয় সংগীত। এই পর্বে অংশগ্রহণ করেছেন শবনম বুবলী ও ছোট পর্দার তারকা অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব। তাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীরা।
আরো পড়ুন:
বুবলী-সিয়ামের রোমান্সে বুঁদ দর্শক
লুঙ্গি পরে ‘জংলি’ দেখতে চান বুবলী
এ গানের কথা লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। সংগীতায়োজন করেছেন মেহেদি। কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা, রাজিব ও খেয়া। নৃত্য পরিচালনা করেছেন নৃত্য পরিচালক মামুন।
প্রতিবারের মতো ঈদের পরের দিন রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচার হবে ‘ইত্যাদি’। বরাবরের মতো এবারের পর্ব রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। পৃষ্ঠপোষকতায় রয়েছে ফাগুন অডিও ভিশন।
ঢাকা/শান্ত