চৈত্রের খরতাপেও একাডেমি মাঠে ব্যস্ততা। কোনো টুর্নামেন্ট এলে এখানকার দৃশ্যটা পরিচিতই—গাদাগাদি করে কয়েক দলের অনুশীলন। এর মধ্যেই একজনকে ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখা গেল তরুণ কিছু ক্রিকেটারকে। নাম শুনলে তাঁকে নিয়ে স্মৃতিতে ভেসে আসতে পারে অনেক গল্পই।

অলক কাপালির বয়স এখন ৪১ হয়ে গেছে। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে বয়সের দিক দিয়ে তাঁর চেয়ে বড় আর কোনো ক্রিকেটার নেই। ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ারের দিক দিয়েও কেউ আছেন কি না, সেটি জানতেই অলকের কাছে প্রশ্ন ছিল—ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম কবে খেলেছিলেন?

আরও পড়ুনআমি তোমার সন্তানের মা হতে চলেছি: নীনার এ কথা শুনে কী বলেছিলেন ভিভ রিচার্ডস ২৩ মার্চ ২০২৫

ঢাকার ক্রিকেটে অলকের শুরু ১৯৯৯ সালে অমরজ্যোতি ক্লাবের হয়ে দ্বিতীয় বিভাগ ক্রিকেটে। পরের বছর ট্রায়াল দিয়ে সুযোগ পান ভিক্টোরিয়াতে। দুই ম্যাচেই থেমেছিল সেবারের যাত্রা। প্রথম পেশাদার চুক্তির জন্য অলককে অপেক্ষা করতে হয়েছে আরও দুই বছর। ভিক্টোরিয়াতে ২০০২ সালে খেলে খালেদ মাসুদের নেতৃত্বে চ্যাম্পিয়নও হয়ে যান তাঁরা।

৪১ বছর বয়সে এবার প্রিমিয়ার লিগ খেলছেন অলক কাপালি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বালুতে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বালুতে পুঁতে রাখা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী এলাকায় ধরলা সেতু থেকে দেড় কিলোমিটার দূরে নির্জন বালুচর থেকে লাশটি উদ্ধার করা হয়।

কৃষক রফিকুল ইসলাম ও আব্দুল খালেক জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কাজে যাওয়ার সময় বালুর নিচে চাপা পরা দুটি পা দেখেন তারা। বিষয়টি অন্যদের জানালে তারা থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। 

ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ জানান, লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। বিষয়টি রংপুর পুলিশের ক্রাইম টিমকে জানানো হয়েছে। তারা এসে বিষয়টি তদন্ত করবে।
 
 

সম্পর্কিত নিবন্ধ