প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখেও থামলো ইতালি, সেমিতে জার্মানি
Published: 24th, March 2025 GMT
উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের রোমাঞ্চ ছড়ানো দুই লেগ শেষে সেমিফাইনালে জায়গা করে নিলো জার্মানি। ফিরতি লেগে ৩-০ গোলে এগিয়ে গিয়ে দারুণ শুরু করেছিল তারা। তবে হাল ছাড়েনি চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। দুর্দান্ত প্রত্যাবর্তনে ম্যাচ শেষে ৩-৩ গোলে সমতায় ফেরে তারা। কিন্তু প্রথম লেগে ২-১ ব্যবধানে জয় পাওয়া জার্মানিই শেষ হাসি হেসেছে। দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের ব্যবধানে সেমিতে জায়গা করে নেয় তারা।
রোববার রাতে ডর্টমুন্ডে অনুষ্ঠিত ফিরতি লেগে শুরুতে দুর্দান্ত ছন্দে ছিল জার্মানি। ম্যাচের ৩০ মিনিটে জসুয়া কিমিখের পেনাল্টি গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ৩৬ মিনিটে জামাল মুসিয়ালার নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ হয়। বিরতির ঠিক আগ মুহূর্তে কিমিখের ক্রসে হেডে গোল করে স্কোরলাইন ৩-০ করেন টিম ক্লাইনডিন্সট। তখন দুই লেগ মিলিয়ে জার্মানি এগিয়ে ছিল ৫-১ গোলে।
তবে বিরতির পর বদলে যায় দৃশ্যপট। ৪৯ ও ৬৯ মিনিটে জোড়া গোল করেন ইতালিয়ান ফরোয়ার্ড ময়েজ কিন। ম্যাচের ইনজুরি টাইমে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান গিয়াকমো রাসপাদোরি। কিন্তু শেষ মুহূর্তের এই লড়াই সত্ত্বেও প্রথম লেগের ব্যবধান ঘোচাতে ব্যর্থ হয় ইতালি।
এই জয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় জার্মানি। তাদের প্রতিপক্ষ হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বাধীন পর্তুগাল। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ডেনমার্কের কাছে ১-০ গোলে হেরে বিপদে পড়েছিল পর্তুগাল। তবে দ্বিতীয় লেগে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৫-২ ব্যবধানে জয় তুলে নেয় তারা। দুই লেগে ৫-৩ ব্যবধানে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে পর্তুগাল।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
তিন দিনে নাট্যদল ‘তাড়ুয়া’র চার প্রদর্শনী
দেশের বেশ আলোচিত নাট্যদল ‘তাড়ুয়া’। ২০১৮ সালে ‘লেট মি আউট’ নাটক দিয়ে তারা যাত্রা করে। সেই থেকে এখন পর্যন্ত মঞ্চে তিনটি নাটক নিয়ে এসেছে দলটি। এবার আরও একটি নতুন নাটক নিয়ে হাজির হচ্ছে এই নাট্যদল।
নতুন নাটকের নাম ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’। এরিখ মারিয়া রেমার্কের উপন্যাস অবলম্বনে এটির নাট্যরূপ দিয়েছেন রুনা কাঞ্চন। নির্দেশনায় আছেন বাকার বকুল।
আসছে ২৩ এপ্রিল রাজধানীর শিল্পকলা একাডেমির মূল হলে অনুষ্ঠিত হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী। একই স্থানে টানা ৩ দিনে ৪টি প্রদর্শনী হবে নাটকটির।
‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন কুমার উদয়, তামিম আহমেদ, রিপন ঘোষ, জুবায়ের মাহমুদ, জীবন, অর্ণব, তারেক, সানি, সাক্ষ্য প্রমুখ।
২৩ এপ্রিল শিল্পকলার মূল হলে সন্ধ্যা ৭টায় উদ্বোধনী মঞ্চায়নের পর একই স্থানে ২৪ এপ্রিল সন্ধ্যা ৭টা এবং ২৫ এপ্রিল বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে নাটকটি।