গাইবান্ধার গোবিন্দগঞ্জে রোববার বিকেলে ও রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের এক আরোহী ও ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। 

নিহতরা হলেন, মোটরসাইকেল আরোহী আলম মিয়া (২৮) এবং ট্রাক হেলপার হাসান আলী (৩০)। 

নিহত হাসান উপজেলার তালুককানুপুর ইউপির রাঘবপুর গ্রামের মমদেল হোসেনের ছেলে এবং আলম গুমানীগঞ্জ ইউনিয়নের অনন্তপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে। 

জানা যায়, রোববার রাত ১০টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের পৌরশহরের খলসী ভাঙ্গা ব্রিজ এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বালুবোঝাই ডাম্প ট্রাক ধাক্কা দেয়। এতে দুই ট্রাকই খাদে পড়ে হেলপার হাসান নিহত হয়।

অপরদিকে রোববার বিকেল ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে পৌরশহরের জনতা ব্যাংকের সামনে মোটরসাইকেল চালিয়ে যানজটে আটকা পড়া একটি কার্গো ট্রাক ও অটোরিকশার মাঝ পথ দিয়ে যাওয়ার সময় কার্গো ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় আলম মিয়া। তিনি স্থানীয় একটি ব্রিটিশ টোবাকো কোম্পানির এস.

আর পদে চাকরি করতেন।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক দুটি দল ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। 

বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন। তিনি বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: গ ব ন দগঞ জ সড়ক দ র ঘটন ন হত গ ব ন দগঞ জ ক সড়ক

এছাড়াও পড়ুন:

সীতাকুণ্ডে কৃষকদলের সাংগঠনিক সম্পাদককে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মো. নাছির উদ্দিন (৪৪) নামে একজন কৃষক দলের নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় ইফতারের পর উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নে এক নম্বর ওয়ার্ডের হাতিলোটা ছরারকূল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। 

নিহত নাছির উদ্দিন সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। 

পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান। 

স্থানীয় সূত্রে জানা যায়, নাছির উদ্দিন ইফতার শেষে বাড়ির কাছে নিজের ফার্মে যাচ্ছিলেন। এ সময় আগে থেকেই ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তার উপর সশস্ত্র হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। 

ওসি মুজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠিয়েছে। ঘটনার সাথে কারা জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে। এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা/রেজাউল/টিপু 

সম্পর্কিত নিবন্ধ