Risingbd:
2025-03-25@21:40:26 GMT

টিভিতে আজকের খেলা

Published: 24th, March 2025 GMT

টিভিতে আজকের খেলা

ক্রিকেট
আইপিএল
দিল্লি-লখনউ
সরাসরি, রাত ৮টা;
টি স্পোর্টস।

ঢাকা প্রিমিয়ার লিগ
আবাহনী-ধানমণ্ডি স্পোর্টস
সরাসরি, সকাল ৯টা;
টি স্পোর্টস।

ফুটবল
বিশ্বকাপ বাছাই (ইউরোপিয়ান অঞ্চল)
লিথুয়ানিয়া-ফিনল্যান্ড
সরাসরি, রাত ১১টা;
টেন ২।

ইংল্যান্ড-লাটভিয়া
সরাসরি, রাত ১টা ৪৫ মিনিট;
টেন ২।

পোল্যান্ড-মাল্টা
সরাসরি, রাত ১টা ৪৫ মিনিট;
টেন ১।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

স্বাধীনতা দিবসে গুগলের ডুডল

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের পথে ইতিহাসখচিত এ দিনকে উদযাপন করতে গুগল তাদের হোম পেজে বিশেষ ডুডল প্রকাশ করেছে। গুগল সার্চ বক্সের ওপর থাকা এই ডুডল সেজেছে বাংলাদেশের পতাকার রঙে। চারপাশে লাল রং আবৃত ডুডলটির ভেতরে নীল আকাশের মাঝে বাংলাদেশের পতাকা উড়ছে সগৌরবে। পতাকার নিচেই রয়েছে গুগলের নাম। বুধবার রাত ১২টা পর থেকে এ ডুডল দেখা যাচ্ছে।

ডুডলের ওপর ট্যাপ করলে লেখা উঠছে ‘বাংলাদেশ ইনডিপেনডেন্স ডে ২০২৫’। এতে ক্লিক করার পর স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস ও সংশ্লিষ্ট ইতিহাসসংবলিত ওয়েবসাইটগুলো প্রদর্শন করছে।

২০১৩ সালে প্রথমবার বাংলাদেশের স্বাধীনতা দিবসের সম্মানে ডুডল তৈরি করে গুগল। 

সম্পর্কিত নিবন্ধ