কুড়িগ্রামে খালে ডুবে ২ শিশুর মৃত্যু
Published: 24th, March 2025 GMT
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কচাকাটা থানা এলাকায় ঘটনাটি ঘটে।
মারা যাওয়া শিশুরা হলো- উপজেলার কেদার ইউনিয়নের টেপারকুটি গ্রামের রুবেল ফকিরের মেয়ে রিয়া মণি (৪) ও একই ইউনিয়নের চরবালাবাড়ি গ্রামের রাসেল মিয়ার ছেলে আতিকুর রহমান (৫)। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বোন।
মারা যাওয়া রিয়া মণির দাদা শামসুল ফকির জানান, ফুফাতো বোন রিয়া মণির সঙ্গে বাড়ির সবার অজান্তে খেলতে বের হয় আতিকুর। এসময় তারা বাড়ির পাশের একটি খালের পানিতে পড়ে মারা যায়।
আরো পড়ুন:
শিশুকে যৌন নিপীড়ন, যুবক গ্রেপ্তার
সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
রিয়া মণির ফুপা ইছামুদ্দিন জানান, দুপুরের পর থেকে তাদের দুইজনকে পাওয়া যাচ্ছিল না। পরে সন্ধ্যায় বাড়ির পাশের খালের পানিতে তাদের ভাসতে দেখতে পাওয়া যায়। মৃত অবস্থায় তাদের উদ্ধার করা হয়।
কচাকাটা থানার ওসি নাজমুল আলম বলেন, “পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরুতহাল প্রতিবেদন তৈরি করেছে। অভিযোগ না থাকায় মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
ঢাকা/বাদশাহ/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ম্যানেজারের ভুলে ‘ব্যাটসম্যান’, আইপিএলে গ্রিন হতে চান বোলারও
অবশেষে তাহলে রহস্য কাটল!
অ্যাশেজে তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন অলরাউন্ডার হিসেবে। ক্রিকেটবিশ্বে ব্যাটিং–বোলিং দুটির জন্যই পরিচিত তিনি। অথচ আইপিএল নিলামে ক্যামেরন গ্রিন কি না শুধুই ‘ব্যাটসম্যান’!
আইপিএল নিলামের খেলোয়াড় তালিকায় অস্ট্রেলিয়ান এ ক্রিকেটারের পরিচয় ‘ব্যাটসম্যান’ দেখে প্রশ্ন জেগেছিল অনেকেরই। ভারতের কিছু সংবাদমাধ্যম তো এ নিয়ে নানা ব্যাখ্যাও দাঁড় করিয়েছিল। তবে গ্রিন অবশেষে জানালেন, তিনি ব্যাটসম্যানদের তালিকায় গেছেন তাঁর ম্যানেজারের ভুলে। আইপিএলে বল করতে তাঁর কোনো বাধা নেই।
২৬ বছর বয়সী গ্রিন এর আগে মুম্বাই ইন্ডিয়ানস (২০২৩) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (২০২৪) হয়ে খেলেছেন। পিঠের অস্ত্রোপচারের কারণে ২০২৫ মৌসুমে তিনি খেলতে পারেননি। জুনে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ব্যাটসম্যান হিসেবে। তবে এখন পুরোদমে বোলিং করার ছাড়পত্র পেয়েছেন। চলমান অ্যাশেজে অস্ট্রেলিয়া তাঁকে অলরাউন্ডার হিসেবেই ব্যবহার করছে।
মুম্বাইয়ের জার্সিতে টিম ডেভিডের সঙ্গে গ্রিন