ইনসাইড এজ: ক্রিকেটের অন্ধকার অন্দরমহলে যা ঘটে
Published: 24th, March 2025 GMT
নতুন আরেকটা আইপিএল মৌসুম, নতুন করে আবার ভারতজুড়ে টি-টোয়েন্টির উন্মাদনা। কিংবা বিশ্বজুড়েই হয়তো। আইপিএল তো এখন আর শুধু ভারতের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ নয়, অনেকটাই বৈশ্বিক হয়ে গেছে। উন্মাদনা-উত্তেজনায় এটি আইসিসির যেকোনো টুর্নামেন্টকে ছাড়িয়ে যাওয়ার মতোই।
কিন্তু যে টুর্নামেন্ট নিয়ে এত মাতামাতি, তার ভেতরে কী ঘটে? টেলিভিশনের পর্দায় আর মাঠে বসে দর্শক যা দেখেন, তার কতটা সত্যি, কতটা পরিকল্পিত? এখানে কি শুধুই ক্রিকেট চলে, নাকি এর ভেতরেও আছে এক জটিল রাজনীতি, অদৃশ্য শক্তির লড়াই, অবিশ্বাসের অন্ধকার গলি?
‘ইনসাইড এজ’ আমাদের নিয়ে যায় সেই অদেখা পৃথিবীর গহিনে, যেখানে খেলোয়াড়েরা শুধু মাঠে ব্যাট-বল নিয়ে লড়াই করেন না, বরং বিশাল এক ক্ষমতার দাবা খেলায় তারা কখনো ঘুঁটি, কখনো ঘুঁটিবাজ। অ্যামাজন প্রাইমের এই ওয়েব সিরিজ আমাদের নিয়ে যায় টি-টোয়েন্টি ক্রিকেটের ঝলমলে দুনিয়ার আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার অন্দরমহলে।
‘ইনসাইড এজ’ এর একটি দৃশ্য.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ম্যানেজারের ভুলে ‘ব্যাটসম্যান’, আইপিএলে গ্রিন হতে চান বোলারও
অবশেষে তাহলে রহস্য কাটল!
অ্যাশেজে তিনি অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন অলরাউন্ডার হিসেবে। ক্রিকেটবিশ্বে ব্যাটিং–বোলিং দুটির জন্যই পরিচিত তিনি। অথচ আইপিএল নিলামে ক্যামেরন গ্রিন কি না শুধুই ‘ব্যাটসম্যান’!
আইপিএল নিলামের খেলোয়াড় তালিকায় অস্ট্রেলিয়ান এ ক্রিকেটারের পরিচয় ‘ব্যাটসম্যান’ দেখে প্রশ্ন জেগেছিল অনেকেরই। ভারতের কিছু সংবাদমাধ্যম তো এ নিয়ে নানা ব্যাখ্যাও দাঁড় করিয়েছিল। তবে গ্রিন অবশেষে জানালেন, তিনি ব্যাটসম্যানদের তালিকায় গেছেন তাঁর ম্যানেজারের ভুলে। আইপিএলে বল করতে তাঁর কোনো বাধা নেই।
২৬ বছর বয়সী গ্রিন এর আগে মুম্বাই ইন্ডিয়ানস (২০২৩) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (২০২৪) হয়ে খেলেছেন। পিঠের অস্ত্রোপচারের কারণে ২০২৫ মৌসুমে তিনি খেলতে পারেননি। জুনে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন ব্যাটসম্যান হিসেবে। তবে এখন পুরোদমে বোলিং করার ছাড়পত্র পেয়েছেন। চলমান অ্যাশেজে অস্ট্রেলিয়া তাঁকে অলরাউন্ডার হিসেবেই ব্যবহার করছে।
মুম্বাইয়ের জার্সিতে টিম ডেভিডের সঙ্গে গ্রিন