ইনসাইড এজ: ক্রিকেটের অন্ধকার অন্দরমহলে যা ঘটে
Published: 24th, March 2025 GMT
নতুন আরেকটা আইপিএল মৌসুম, নতুন করে আবার ভারতজুড়ে টি-টোয়েন্টির উন্মাদনা। কিংবা বিশ্বজুড়েই হয়তো। আইপিএল তো এখন আর শুধু ভারতের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ নয়, অনেকটাই বৈশ্বিক হয়ে গেছে। উন্মাদনা-উত্তেজনায় এটি আইসিসির যেকোনো টুর্নামেন্টকে ছাড়িয়ে যাওয়ার মতোই।
কিন্তু যে টুর্নামেন্ট নিয়ে এত মাতামাতি, তার ভেতরে কী ঘটে? টেলিভিশনের পর্দায় আর মাঠে বসে দর্শক যা দেখেন, তার কতটা সত্যি, কতটা পরিকল্পিত? এখানে কি শুধুই ক্রিকেট চলে, নাকি এর ভেতরেও আছে এক জটিল রাজনীতি, অদৃশ্য শক্তির লড়াই, অবিশ্বাসের অন্ধকার গলি?
‘ইনসাইড এজ’ আমাদের নিয়ে যায় সেই অদেখা পৃথিবীর গহিনে, যেখানে খেলোয়াড়েরা শুধু মাঠে ব্যাট-বল নিয়ে লড়াই করেন না, বরং বিশাল এক ক্ষমতার দাবা খেলায় তারা কখনো ঘুঁটি, কখনো ঘুঁটিবাজ। অ্যামাজন প্রাইমের এই ওয়েব সিরিজ আমাদের নিয়ে যায় টি-টোয়েন্টি ক্রিকেটের ঝলমলে দুনিয়ার আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার অন্দরমহলে।
‘ইনসাইড এজ’ এর একটি দৃশ্য.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইনসাইড এজ: ক্রিকেটের অন্ধকার অন্দরমহলে যা ঘটে
নতুন আরেকটা আইপিএল মৌসুম, নতুন করে আবার ভারতজুড়ে টি-টোয়েন্টির উন্মাদনা। কিংবা বিশ্বজুড়েই হয়তো। আইপিএল তো এখন আর শুধু ভারতের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ নয়, অনেকটাই বৈশ্বিক হয়ে গেছে। উন্মাদনা-উত্তেজনায় এটি আইসিসির যেকোনো টুর্নামেন্টকে ছাড়িয়ে যাওয়ার মতোই।
কিন্তু যে টুর্নামেন্ট নিয়ে এত মাতামাতি, তার ভেতরে কী ঘটে? টেলিভিশনের পর্দায় আর মাঠে বসে দর্শক যা দেখেন, তার কতটা সত্যি, কতটা পরিকল্পিত? এখানে কি শুধুই ক্রিকেট চলে, নাকি এর ভেতরেও আছে এক জটিল রাজনীতি, অদৃশ্য শক্তির লড়াই, অবিশ্বাসের অন্ধকার গলি?
‘ইনসাইড এজ’ আমাদের নিয়ে যায় সেই অদেখা পৃথিবীর গহিনে, যেখানে খেলোয়াড়েরা শুধু মাঠে ব্যাট-বল নিয়ে লড়াই করেন না, বরং বিশাল এক ক্ষমতার দাবা খেলায় তারা কখনো ঘুঁটি, কখনো ঘুঁটিবাজ। অ্যামাজন প্রাইমের এই ওয়েব সিরিজ আমাদের নিয়ে যায় টি-টোয়েন্টি ক্রিকেটের ঝলমলে দুনিয়ার আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার অন্দরমহলে।
‘ইনসাইড এজ’ এর একটি দৃশ্য