শুভ জন্মদিন সাকিব আল হাসান!

যদি ভুল জেনে না থাকি, আপনি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে আছেন। নিঃসন্দেহে জন্মদিন আনন্দে কাটছে। মেসি, রোনালদো থেকে শুরু করে আপনার মতো তারকা ক্রিকেটার, আপনার সতীর্থরা, কিংবা আমাদের মতো আমজনতা—পরিবারের চেয়ে নিশ্চিন্ত ঠাঁই, পরম মমতা আর কোথাও কি পাই আমরা?
নিউইয়র্কের লং আইল্যান্ডে নতুন ঠিকানায় স্ত্রী-সন্তানদের সঙ্গে জন্মদিনে আপনি আনন্দে ভরপুর সময় কাটাবেন, সেটাই স্বাভাবিক। তারপরও কথা থেকে যায়।

অনেক বছর ধরেই আপনি শুধু মাগুরার বা আপনার পরিবারের সাকিব নন, আপনি শুধু বিকেএসপির ছাত্র সাকিব নন, নন বাংলাদেশ দলের ক্রিকেটার সাকিবও। নিজেকে বারবার বিতর্কের উত্তপ্ত কড়াইয়ে ফেলেও সেই সীমারেখা অনেক বছর আগেই পেরিয়ে আপনি বাংলাদেশের মহাতারকা সাকিব হয়ে গেছেন। আপনার অগোচরেই আপনার পরিবারের সীমা স্ত্রী-সন্তান, বাবা-মা’র বৃত্ত ছাড়িয়ে অনেক দূর ছড়িয়ে গেছে। সেই পরিবারে আপনার ভক্তকুল যেমন আছে, আছে আপনার কট্টর সমালোচকও। কিন্তু তবু তো পরিবার! জন্মদিনে সেই পরিবারকে কি আপনি মিস করছেন না?

এমন নয় যে আর কোনো জন্মদিন আপনার বিদেশে কাটেনি। সেটা খেলার ব্যস্ততায় কিংবা জন্মদিন উদ্‌যাপনের উপলক্ষেই হবে হয়তো। এবারের জন্মদিনটা এখানেই আলাদা। আপনি যদি চাইতেনও, আজ ২৪ মার্চ আপনার ৩৮তম জন্ম দিবসটি আপনি দেশে কাটাতে পারতেন না। সে জন্যই প্রশ্নটা মনে আসা—আপনার মতো মহাতারকা, যাঁরা পরিবারের বাইরেও একটু একটু করে গড়ে তোলা একটা বৃহৎ পরিবারের বাসিন্দা হয়ে যান, বাধ্যতামূলক পরবাসী জীবন জন্মদিনে তাঁদের কেমন লাগে?

এমন নয় যে আর কোনো জন্মদিন আপনার বিদেশে কাটেনি। সেটা খেলার ব্যস্ততায় কিংবা জন্মদিন উদ্‌যাপনের উপলক্ষেই হবে হয়তো। এবারের জন্মদিনটা এখানেই আলাদা। আপনি যদি চাইতেনও, আজ ২৪ মার্চ আপনার ৩৮তম জন্ম দিবসটি আপনি দেশে কাটাতে পারতেন না।সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে সর্বশেষ খেলেছেন কানপুর টেস্টে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ব র র আপন র

এছাড়াও পড়ুন:

আনন্দ শোভাযাত্রায় রবীন্দ্রনাথ-নজরুল-মীর মশাররফ-লালন, মুগ্ধ দর্শনার্থীরা

কুষ্টিয়ার কুমারখালীতে পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় দেখা মিলেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা সাহিত্যের অমর কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেন, ফকির লালন সাঁই, মুঘল সম্রাট আকবর, গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথসহ অন্তত ৩৮ জন বিখ্যাত মনীষীর। তবে তারা আসল নয়, ডামি। ডামি হলেও তাদের মাধ্যমে দারুণভাবে ফুটেছে বিখ্যাত ব্যক্তিদের চেহারা ও অবয়ব। তাদের দেখে মুগ্ধ নতুন প্রজন্মের দর্শনার্থীরা।

এছাড়াও শোভাযাত্রায় বায়ান্নের ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণ অভ্যুত্থানের সচিত্র দেখা গেছে।

সোমবার সকালে পহেলা বৈশাখ উপলক্ষ্যে এমন বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে উপজেলা প্রশাসন।

জানা গেছে, বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে সোমবার সকাল সাগে ৯টায় কুমারখালী শিল্পকলা একাডেমি থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে উপজেলা প্রশাসন। আনন্দ শোভাযাত্রাটি হলবাজার, গণমোড়, থানামোড়, গোলচত্বর, উপজেলা সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে চত্বরে শেষ হয়। পরে সেখানে দই চিড়া খাওয়া, সাংস্কৃতিক অনু্ষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে কুমারখালী শিল্পকলা একাডেমীর ১২৫ জন সংগীত ও নৃত্যশিল্পী নেন এবং শোভাযাত্রায় কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কুমারখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী রুহিনা ইসলাম প্রজ্ঞা বলেন, বৈশাখী শোভাযাত্রায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, পিয়ারী সুন্দরী, কাজী মিয়াজান, মীর মশাররফ হোসেনসহ অসংখ্য মনীষীদের দেখেছি। খুব ভালো লেগেছে।

কলেজ ছাত্র শুভ মোল্লা বলেন, প্রত্যাশার চেয়েও বেশি জাঁকজমক হয়েছে আয়োজন। বন্ধুরা মিলে খুবই আনন্দ করছি।

সুবর্ণা খাতুন নামের এক শিশু জানায়, পহেলা বৈশাখ অনুষ্ঠানে নৃত্য করেছি। দই চিড়া খেয়েছি। খুবই ভালো লাগছে।

প্রায় ১৮ ধরে বৈশাখের শোভাযাত্রায় মীর মশাররফ হোসেনের ডামি চরিত্রে ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান মানু। তিনি বলেন, প্রতি বৈশাখে একই চরিত্রে থাকি। নিজের কাছে খুবই ভালো লাগে। যতদিন বাঁচি, এ চরিত্রেই থাকতে চাই।

আধুনিকতার বাইরে এসে যেন বাংলা সংস্কৃতি ধরে রাখতে পারি। সেজন্য সম্রাট আকবরের ডামি সেজেছিলাম। কথাগুলো বলছিলেন চয়ন শেখ।

পরিচয় জানতেই 'বল বীর, বল উন্নত মম শির! শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রীর!' কবিতার কয়েকটি লাইন বলতে থাকেন পান্টি এলাকার মিলন হোসেন। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ডামি ছিলেন।

নতুন প্রজন্মের কাছে বাঙালির ইতিহাস ঐহিত্য ও সংস্কৃতি তুলে ধরতে এবং বিখ্যাত ব্যক্তিদের পরিচিত করতে রবীন্দ্রনাথ, মশাররফ, কাঙাল, বাঘা যতীনসহ ৩৮টি ডামি চরিত্র তুলে ধরা হয়েছে। এছাড়াও ৫২ এর ভাষা আন্দোলন, ৭১ এর মুক্তিযোদ্ধা, ২৪ এর গণ অভ্যর্থান, প্যালেস্টাইনের চিত্র দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে বলে জানান ডামি পরিচালক কবি ও নাট্যকার লিটন আব্বাস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাস বলেন, আনন্দ শোভাযাত্রায় বিখ্যাত ব্যক্তি ও মনীষীদের চরিত্র দারুণভাবে ফুটে উঠেছে। তা দেখে মুগ্ধ সব শ্রেণি পেশার মানুষ। ডামি ছাড়াও চিড়া দই খাওয়া, সাংস্কৃতিক অনু্ষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • চড়ক মেলায় মেতে উঠেছিল নাটোরের শংকরভাগ 
  • কুমারখালীতে অন্যরকম আনন্দ শোভাযাত্রা
  • নববর্ষেও বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ: দুলু
  • আনন্দ শোভাযাত্রায় রবীন্দ্রনাথ-নজরুল-মীর মশাররফ-লালন
  • আনন্দ শোভাযাত্রায় রবীন্দ্রনাথ-নজরুল-মীর মশাররফ-লালন, মুগ্ধ দর্শনার্থীরা
  • হালখাতা আছে, নেই নিমন্ত্রণ
  • মারমাদের মাহা সাংগ্রাই উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
  • ‌‘তৌহিদী জনতার’ চিঠিতে বাতিল হলো শেষের কবিতা নাটকের প্রদর্শনী
  • রাষ্ট্র ও সমাজকে পথশিশুদের প্রতি মানবিক হতে হবে
  • চন্দনাইশের ‘হাতপাখা’ গ্রামে ১০ কোটি টাকার ব্যবসা