ঈদে মিরপুরের মঞ্চে ‘তুম্বা ও প্রতিবেশী’
Published: 24th, March 2025 GMT
এক ষাটোর্ধ্ব ব্যক্তি ও এক কুকরকে নিয়ে মঞ্চে আসছে `তুম্বা ও প্রতিবেশী'। নাটকটি ঈদের দিন, ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন মিরপুর–১১–এর ঋদ্ধি গ্যালারিতে মঞ্চস্থ হবে। বাঙলা থিয়েটার প্রযোজিত নাটকটি লিখেছেন, নির্দেশনা দিয়েছেন ও অভিনয় করেছেন মামুনুর রশীদ।
গতকাল রোববার প্রথম আলোকে মামুনুর রশীদ বলেন, ‘মিরপুর এলাকায় তেমন কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ড নেই। মিরপুরের দর্শকের কাছে পৌঁছাতে চাই। সেই ভাবনা থেকেই নাটকটি মিরপুরে প্রদর্শন করছি।’
`তুম্বা ও প্রতিবেশী' নাটকে অভিনয় করেছেন মামুনুর রশীদ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এক ম্যাচ নিষিদ্ধ এমবাপ্পে, আজ খেলতে পারবেন কি
নিষিদ্ধ যে হবেন সেটাই নিশ্চিতই ছিল, কিন্তু কত ম্যাচ নিষিদ্ধ হবেন দেখার ছিল সেটা। বলা যায়, অল্পের ওপর দিয়েই পার পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। লা লিগায় আলাভেসের বিপক্ষে দলটির এক খেলোয়াড়কে মারাত্মক ফাউল করে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
গত রোববার লিগে মুখোমুখি হয়েছিল রিয়াল ও আলাভেস। সেদিন ম্যাচের শুরু থেকেই ফাউলের শিকার হচ্ছিলেন এমবাপ্পে। বারবার আঘাত পেয়েই হয়তো খেপে গিয়েছিলেন এই ফরাসি তারকা।
প্রতিক্রিয়ায় ম্যাচের ৩৮ মিনিটে আলাভেসের আন্তোনিও ব্লাঙ্কোকে মারাত্মকভাবে ফাউল করে বসেন এমবাপ্পে। শুরুতে হলুদ কার্ড দেখালেও পরে ভিএআরে যাচাই করে লাল কার্ড দেখিয়ে তাঁকে মাঠ ছাড়ার নির্দেশ দেন রেফারি।
আরও পড়ুনএমবাপ্পে ক্ষমা চেয়েছেন, ভুল বুঝতে পেরেছেন১৪ এপ্রিল ২০২৫ম্যাচ শেষে এমবাপ্পের এমন ফাউল নিয়ে সমালোচনাও হয়েছে অনেক। কেউ কেউ এমবাপ্পের ওপর বড় নিষেধাজ্ঞার খড়গও দেখছিলেন। এই ঘটনায় ম্যাচের পর নিজের আচরণের জন্য এমবাপ্পে ক্ষমাও চান।
আর্সেনাল ম্যাচের আগে অনুশীলনে এমবাপ্পে