l ভোকাবুলারি বা শব্দের ওপর দখল থাকা যে কোনো ভাষা রপ্ত করা কিংবা দক্ষতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
l ভোকাবুলারির দক্ষতা অর্জন দীর্ঘ সময়ের ব্যাপার। কেউ বলতে পারবে না, আমার ভোকাবুলারি শেখা শেষ। কারণ যে কোনো ভাষার শব্দভান্ডার একদিকে যেমন বিশাল, অন্যদিকে প্রত্যেকটি ভাষাতেই ব্যবহারের উপযোগী নিত্যনতুন শব্দের আগমন ঘটে বা বিদ্যমান শব্দের নতুন ব্যবহারের দেখা মেলে।
l কত দিন ধরে প্রস্তুতি নেবেন, এটা আপনার দক্ষতার ওপর নির্ভর করে। অন্তত তিন মাস সময় হাতে রাখা ভালো। এ ছাড়া স্পিকিংয়ের জন্য বন্ধুবান্ধবের সঙ্গে ইংরেজিতে কথা বলার অভ্যাস করুন। এটাও বেশ কিছুদিন ধরে চর্চা করা উচিত।
l বাক্যগুলোতে কী তথ্য দেওয়া হচ্ছে, লিসেনিং সেকশনে তা কান পেতে শুনতে হবে। বিভিন্ন ধরনের উচ্চারণ শুনে ভয় না পেয়ে দেখুন, কী বলছে বুঝতে পারছেন কিনা। বুঝতে পারাটাই অর্ধেক যুদ্ধজয়।
l কোনো একটি শব্দ শেখার সময় সেই শব্দের আরও কয়েকটি সমার্থক শব্দ শিখে রাখা। নিজেদের শব্দভান্ডার বৃদ্ধি করার জন্য বরং অত্যন্ত জরুরি একটি বিষয়।
l লেখায় বিস্তৃত শব্দের ব্যবহার ভালো স্কোর পেতে সাহায্য করে, আর তা এক শব্দ থেকে অন্য শব্দের অর্থগত সূক্ষ্মতম পার্থক্যে মনোযোগ দিয়ে শব্দ শেখার মাধ্যমেই সম্ভব, ভালোভাবে অর্থ না জেনে সমার্থক শব্দের তালিকা মুখস্থ করে সম্ভব না।
l আইইএলটিএস লিসেনিং পরীক্ষা মানে শুধু শুনতে পাওয়ার সামর্থ্য যাচাই হয়, ভাবলে ভুল হবে। সূক্ষ্মভাবে, কার্যকরীভাবে শুনতে পারার দক্ষতা যাচাই করা হয়।
l স্পিকিংকে যমের মতো ভয় পাওয়ার কিছু নেই। তবে ভয় পেলে চলবে না। মক টেস্ট দেওয়ার সময় স্পিকিং মক দিতে এবং মক পরীক্ষকের পরামর্শ নিতে ভুলবেন না।
l স্পিকিংয়ের মাঝামাঝি পর্যায়ে এক মিনিট প্রস্তুতি নিয়ে দুই মিনিট উপস্থিত বক্তৃতা অংশটির জন্য আয়নার সামনে, বন্ধুদের সঙ্গে ও আত্মীয়স্বজনের সঙ্গে চর্চা করলে মানুষের সামনে কথা বলার জড়তা কেটে যাবে।
l কতটা বিস্তারিত ও সুসংগঠিতভাবে উত্তর দেওয়া হয়েছে, ব্যাকরণ কতটা সঠিক, শব্দভান্ডার কেমন এসব বিষয়ের ওপর ভিত্তি করে প্রার্থীদের মূল্যায়ন করা হয়। তাই একটি ভালো উত্তরে পরিপূর্ণ তথ্য থাকার পাশাপাশি সুসংগতভাবে সঠিক ব্যাকরণে লিখতে হবে, ভালো শব্দ বাছাই করতে হবে।
l চেষ্টা করতে হবে প্রচুর পড়ার অভ্যাস গড়ে তোলার। প্রতিদিন সময় নিয়ে গবেষণা জাতীয় নিবন্ধ পড়তে হবে। পড়ার সময় বিভিন্ন বিষয়ের আলোচনায় কী জাতীয় শব্দের ব্যবহার করা হচ্ছে, তার দিকে নজর দিতে হবে, সেগুলোর বহুমাত্রিক ব্যবহার শিখতে হবে।
l নিয়মিত এমন চর্চা করতে পারলে, শুধু রিডিং মডিউলে ভোকাবুলারির দক্ষতা না, সামগ্রিকভাবেই আইইএলটিএস পরীক্ষায় অনেক ভালো করা সম্ভব।
lকোনো রকম গ্রামার ও বানান ভুল করা যাবে না। চেষ্টা করতে হবে সাধারণ শব্দ ব্যবহার না করে তার প্রতিশব্দ ব্যবহার করতে। একই শব্দ একাধিকবার ব্যবহার করার ফলে ভোকাবুলারির দুর্বলতা প্রকাশ পায়, যা অনেক সময় মার্কস কমিয়ে দেয়। তাই নতুন শব্দ ব্যবহার করে লেখাকে আরও প্রাণবন্ত করে তুলতে হবে।v
উৎস: Samakal
কীওয়ার্ড: ব যবহ র কর র জন য
এছাড়াও পড়ুন:
ইউনিভার্সিটি অব লুক্সেমবার্গের বৃত্তি, স্নাতক–স্নাতকোত্তরে প্রয়োজন নেই আইইএলটিএস
ইউরোপের অন্য দেশের সঙ্গে লুক্সেমবার্গও উচ্চশিক্ষার জন্য অন্যতম গন্তব্য হয়ে উঠছে। দেশটি বিদেশি শিক্ষার্থীদের নানা বৃত্তি দেয়। এগুলোর অন্যতম একটি বৃত্তি হলো ইউনিভার্সিটি অব লুক্সেমবার্গের বৃত্তি। দেশটির অন্যতম এই শিক্ষাপ্রতিষ্ঠান ২০২৫–২৬ শিক্ষাবর্ষে এ বৃত্তি দেবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে এ বৃত্তির জন্য আবেদন করতে আইইএলটিএস বাধ্যতামূলক নয়।
সুযোগ–সুবিধা
আংশিক অর্থায়ন: ইউনিভার্সিটি অব লুক্সেমবার্গ বৃত্তির আওতায় নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা দেবে।
উপবৃত্তি: স্নাতকোত্তর শিক্ষার্থীরা দুই বছরে ১০ হাজার ইউরো পর্যন্ত অর্থ পেতে পারেন।
আবাসন–সুবিধা: লুক্সেমবার্গ সরকারের অর্থায়নে নির্বাচিত শিক্ষার্থীরা আবাসনের সুবিধা পাবেন।
প্রয়োজনীয় নথিপত্র
স্নাতক বা পূর্ববর্তী ডিগ্রির সার্টিফিকেট ও প্রতিলিপি।
পারসোনাল স্টেটমেন্ট।
দুটি রেকমেন্ডেশন লেটার।
মোটিভেশন লেটার।
পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি)।
প্রশংসাপত্রের অনুলিপি।
পূর্ববর্তী বছরের আয়করবিষয়ক নথি।
পারিবারিক অবস্থার বিবরণ।
আরও পড়ুনআইডিবি দেবে ৭২০ ঘণ্টা প্রশিক্ষণ, মিলবে হাতখরচের অর্থ২৩ মার্চ ২০২৫আবেদনের যোগ্যতা
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও নন–ইইউ দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদনের জন্য প্রার্থীদের একাডেমিক ভালো রেকর্ড থাকতে হবে।
আরও পড়ুনইতালির বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে২৪ মার্চ ২০২৫আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০২৫।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা আবেদনের জন্য ও আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুনহার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম, আইইএলটিএস ছাড়াই আবেদন ১৭ মার্চ ২০২৫