ঈদ আনন্দকে স্মার্ট ডিভাইসে উপভোগ্য করতে রয়েছে ২০ হাজার টাকার মধ্যে বেশ কিছু স্মার্টফোন। স্মার্টফোনের প্রতিযোগিতায় ২০ হাজার টাকার মধ্যে রয়েছে সময়োপযোগী কয়েকটি মডেল। স্পার্ক সিরিজের ৩০, ৩০ প্রো, ৩০ সি আর গো ওয়ান মডেল রয়েছে সে তালিকায়।
মডেল স্পার্ক থার্টি
টিইউভি রাইনল্যান্ডের সনদপ্রাপ্ত মডেলে রয়েছে পাঁচ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা। ৩৩ ওয়াট ফাস্ট চার্জ তিনটি ইন্টেলিজেন্ট চার্জিং মোড অফার করে। ৭০ মিনিটে চার্জ হয় শূন্য থেকে শতভাগ। থ্রিএক্স লসলেস জুম ও ১০এক্স ডিজিটাল জুম এবং প্রধান ক্যামেরা ১০৮ মেগাপিক্সেল। প্রসেসর হবে মিডিয়াটেক হেলিও জি১০০ চিপসেট।
৬৪ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৬৮২ প্রধান ক্যামেরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমৃদ্ধ এআইজিসি পোর্ট্রেট, এআই ইরেজার ও এআই আর্টবোর্ড ছাড়াও বিস্তৃত পরিসরের সর্বাধুনিক এআইভিত্তিক ফিচার।
মডেল স্পার্ক ৩০সি
মডেলে রয়েছে ৫০ মাসের দীর্ঘস্থায়ী ফ্লুয়েন্সি; ফলে চার বছরের বেশি সময় ধরে কোনো রকম ল্যাগ ছাড়াই উপভোগ করা যাবে স্মুথ অভিজ্ঞতা। রিফ্রেস রেট ১২০ হার্টজ, ৬.
কারিগরি বৈশিষ্ট্য আইপি৫৪ পানি, ধুলা ও তেল প্রতিরোধী ফিচার। উজিং, গেমিং বা স্ট্রিমিং যে কোনো পরিস্থিতিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৬.৬৭ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে। রয়েছে অক্টাকোর টি৬১৫ প্রসেসর, ৪.৫জি লাইটিনিং মোবাইল নেটওয়ার্ক। প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। দুটি সংস্করণ যথাক্রমে তিন জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ, ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কবে আসবে ‘ব্যাচেলর পয়েন্ট ৫’
আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’–এর চারটি সিজন শেষ হয়েছে। ২০২২ সালের শেষ দিকে এই ধারাবাহিকের ৪ নম্বর সিজনের শেষ পর্ব প্রচারিত হয়। দুই বছর পর নতুন সিজনের আভাস দিলেন পরিচালক।
নিজের ফেসবুক পোস্টে যেমন দিয়েছেন, তেমনি ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’–এও ইঙ্গিত দিয়েছেন। পরিচালক বলেন, ‘“ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ কবে আসবে—এমন প্রশ্ন অনেক দিন ধরে শুনে আসছি। দর্শকদের আর অপেক্ষা করাতে চাইছি না। শিগগিরই এই সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’ পরিচালক কাজল আরেফিনের এই নাটকে পাশা, হাবু, শুভ, কাবিলা, রিয়া, বোরহান, জাকির, অন্তরা চরিত্রগুলো নিয়ে ফেসবুকে প্রায়ই আলোচনা হয়।
ঈদে মুক্তি পাওয়া পরিচালকের ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’–এর শেষ দৃশ্যে হাজির হন ‘ব্যাচেলর পয়েন্ট’–এর পাত্র–পাত্রীরা। সিনেমার শেষে অপূর্ব ও ফারিণের সঙ্গে বিশেষ এক উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন তাঁরা।
আরও পড়ুন‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা এবার সমাজের মানুষের দম্ভ দেখানোর গল্প বলবেন০৩ জানুয়ারি ২০২৪তখন থেকেই আলোচিত সিরিজটির নতুন মৌসুমের গুঞ্জন জোরালো হয়। এমনকি ‘হাউ সুইট’–এর গান ও ট্রেলারের নিচে মন্তব্যের ঘরে অনেক দর্শক ‘ব্যাচেলর পয়েন্ট’–এর নতুন মৌসুমের কথা জানতে জান। পরিচালকের কথায় এবার মিলল নতুন মৌসুমের আনুষ্ঠানিক খবর।