চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অসহায় ব্যক্তিদের জন্য বরাদ্দ ভিজিএফের চাল সরানোর সময় দু’জনকে আটক করেছে স্থানীয় জনতা। রোববার দুপুরে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বারীক বাজারে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন ওই ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য জোবদুল করিম পারুলের ভাতিজা লিটন আলী ও ভ্যানচালক ভিখু আলী।
এলাকার লোকজন জানায়, দুপুরে চাল বিতরণের সময় ভ্যানে করে বস্তা নিয়ে যাওয়ার বিষয়ে তাদের সন্দেহ হয়। পরে বারীক বাজার এলাকায় দু’জনকে আটক করা হয়। পরে ইউপি চেয়ারম্যান আলমগীর রেজা তাদের ইউনিয়ন পরিষদে নিয়ে যান। তিনি বলেন, ‘আমার ইউপির এক সদস্যের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তদন্তে তা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে বক্তব্য জানতে ইউপি সদস্য জোবদুল করিম পারুলের মোবাইল ফোন নম্বরে কল দিয়েও সংযোগ মেলেনি। ভ্যানচালক ভিখু আলী বলেন, একই ভ্যানে করে তিনি আরেক ভ্যান চাল ইউপি সদস্য পারুলের বাসায় রেখে এসেছেন। দ্বিতীয় দফায় নেওয়ার সময় জনসাধারণ তাঁকে আটক করে।
শিবগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাহার আলী বলেন, তিনি বিষয়টি জানতে পেরে দু’জনকেই পুলিশে দিতে বলেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জ রেলস্টেশনে পথ শিশুদের নিয়ে ইফতার
নারায়ণগঞ্জ রেলস্টেশনে এতিম অসহায় সুবিধাবঞ্চিত পথ শিশুদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙলবার (২৫ মার্চ) বিকালে চারারগোপ রেলস্টেশনে পথ শিশু পাঠশালার শিক্ষক সাংবাদিক ইউসুফ আলী প্রধানের আন্তরিক সহযোগিতায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
হাইউল ইসলাম প্রধানের সার্বিক পরিচালনায় আত্ম মানবতার সেবায় অসহায় পথ শিশুদের কল্যাণে শতাধিক এতিম শিশুদের মাঝে ইফতার ও দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন আমির হোসাইন, সাংবাদিক সাইফুল ইসলাম, কবি ইকবাল হোসেন রোমেছ, কবি জান্নাতুল ফেরদাউস, ফাহিম খন্দকার অনিক, আশিকুর রহমান, মো রায়হান সহ আরো অনেকে।
এসময় সাংবাদিক ইউসুফ আলী প্রধান বলেন, পৃথিবীতে যত ভালো কাজ আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো এতিমদের পেট ভরে খাওয়ানো।
এ সময় তিনি পথ শিশু মুক্ত নারায়ণগঞ্জ সিটি গড়তে সমাজের ভিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।