‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’—এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে হারের পর বার্সেলোনার খেলোয়াড়েরা এমনটা বলতেই পারেন। তবে সেই খেলোয়াড় এরপর যা বললেন সেটিকে আপনার বাড়াবাড়ি মনে হতেই পারে। সেই খেলোয়াড় এরপর বললেন, ‘লেভান্তের কাছে ঘরের মাঠে হারের পর সেদিন যেমন লেগেছিল, আজ তেমন খারাপই লাগছে। তবে এটাই খেলা; হারবেন, জিতবেন কিংবা ড্র করবেন। সব সময় জিতবেনই, এমন কোনো নিশ্চয়তা তো নেই।’

রিয়ালের কাছে হারের পর লেভান্তের কাছে হারার অনুভূতি! না, ওই খেলোয়াড় বাড়াবাড়ি কিছু বলেননি। খেলাটা যখন মেয়েদের ফুটবল, আর এটাই যখন রিয়ালের কাছে প্রথম হার—বার্সেলোনা মেয়েদের দলের ব্যালন ডি’অর জয়ী তারকা অ্যালেক্সিয়া পুতেয়াস এমন কিছুই তো বলবেন।

কেন? মেয়েদের এল ক্লাসিকোতে এর আগে ১৮ বার খেলে ১৮ বারই জিতেছিল বার্সা। ১৯ বারের চেষ্টায় আজই প্রথম সেই বার্সাকে হারাল রিয়াল। ছেলেদের ফুটবলের মতো মেয়েদের ফুটবলেও বার্সা পরাশক্তি। তবে রিয়ালের জন্য ব্যাপারটা তেমন নয়। বার্সার তুলনায় মেয়েদের ফুটবলে রিয়ালকে শিশুই বলতে হয়।

মেয়েদের ফুটবলে বার্সার জন্ম ১৯৭০ সালে। রিয়ালের এই সেদিন ২০২০ সালে। সেটিও ২০১৪ সালে প্রতিষ্ঠিত সিডি তাকোন নামের একটি ক্লাবকে অধিগ্রহণ করে। বার্সার মেয়েরা ইউরোপসেরা হয়েছে তিনবার, লা লিগা জিতেছে রেকর্ড নয়বার। মেয়েদের লা লিগায় সর্বশেষ পাঁচবারের চ্যাম্পিয়নের নামটাও বার্সা।

তাই আজ ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে মেয়েদের লা লিগায় রিয়ালের কাছে ৩-১ গোলে হেরে নিজেদের অঘটনের শিকারই ভাবছে বার্সা। এই হারের পরও অবশ্য রিয়ালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষ আছে বার্সা। রিয়াল আছে দুইয়ে।

আরও পড়ুনভক্তের মুখের ওপর উদ্‌যাপন করতে চান রোনালদো ২ ঘণ্টা আগে

মেয়েদের লা লিগায় ঝলমলে ইতিহাস থাকলেও এবার খুব একটা ভালো যাচ্ছে না বার্সার। গতবারের ট্রেবলজয়ীরা লা লিগায় টানা ৪৬ ম্যাচ অপরাজিত থাকার পর গত ফেব্রুয়ারিতে লেভান্তের কাছে হেরেছে। ঘরের মাঠ ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে বার্সার মেয়েদের সেটিই ছিল প্রথম হার। পুতেয়াস উদাহরণ দিতে লেভান্তের সেই ম্যাচের কথাই তো টানবেন।

রিয়ালকে আজ বিরতির ঠিক আগে এগিয়ে দেয় আলবা রেদোনদো। ৬৭ মিনিটে ক্যারোলিন গ্রাহাম হ্যানসেন সমতা এনে দেন বার্সাকে। এরপর হানা ফার্নান্দেজ রিয়ালের জালে বল পাঠালেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেই গোল। ৮৭ মিনিটে ক্যারোলিন উইয়ারের গোলে আবার এগিয়ে যায় রিয়াল। স্কটিশ ফরোয়ার্ড পরে যোগ করা সময়ে আরেকটি গোল করে ব্যবধানটা ৩-১ করেন।

আরও পড়ুন২০২৬ বিশ্বকাপে খেলতে হলে কী করতে হবে, নেইমারকে বলে দিলেন রোনালদো ৪ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম য় দ র ফ টবল হ র র পর

এছাড়াও পড়ুন:

সন্দ্বীপে ফেরি সার্ভিসের উদ্বোধন, উচ্ছ্বসিত চার লাখ বাসিন্দা

উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে দেশের মূল ভূখণ্ডে পৌঁছানোই চট্টগ্রামের সন্দ্বীপের মানুষের নিত্যদিনের সংগ্রাম। সেই সন্দ্বীপ থেকে এবার বাস ছুটবে ঢাকা-চট্টগ্রামের পথে। ফেরিতে চেপে সাগর পাড়ি দেওয়ার স্বপ্ন পূরণ হলো সন্দ্বীপের বাসিন্দাদের। আজ সোমবার চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ফেরিঘাট নৌপথে আনুষ্ঠানিকভাবে চালু হলো ফেরি চলাচল। ফেরি সার্ভিস চালুর মধ্য দিয়ে সন্দ্বীপে যাত্রীবাহী ও মালামালবাহী যানবাহন চলাচলও শুরু হয়েছে। ফেরি সার্ভিস উদ্বোধনে সাতজন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার দুজন বিশেষ সহকারী উপস্থিত ছিলেন।

চারপাশে জলরাশিঘেরা সন্দ্বীপ মাত্র ৭৫০ বর্গকিলোমিটারের একটুকরা ভূখণ্ড। এ অঞ্চলের প্রায় চার লাখ বাসিন্দার যাতায়াতব্যবস্থার জন্য রয়েছে কুমিরা-গুপ্তছড়াসহ ছয়টি নৌপথ। একটিমাত্র যাত্রীবাহী জাহাজে মানুষ যাতায়াত করতেন এত দিন। পাশাপাশি স্পিডবোট, কাঠের ট্রলারে ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার হতো। ঘটত অনেক দুর্ঘটনা। ছিল কাদা মাড়িয়ে হাঁটার দুর্ভোগ। ফেরি চালু হওয়ায় এসব দুর্ভোগ থেকে রক্ষা পেল সন্দ্বীপের বাসিন্দারা।

যেভাবে উদ্বোধন হলো

আজ সকাল সোয়া আটটার পর সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে পৌঁছায় উপদেষ্টাদের গাড়িবহর। শুরুতেই জেটি ঘাট-১–এ বিআরটিসি বাসের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এরপর বাসে উঠে ঘুরে দেখেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। এরপর ফেরিঘাট উদ্বোধন করেন তিনি। পরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়ে অংশগ্রহণ করেন তাঁরা। সকাল ৯টায় উপদেষ্টাদের নিয়ে সীতাকুণ্ড থেকে ফেরি ছাড়ে। সকাল ১০টায় সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে ফেরি পৌঁছানোর পর স্থানীয় বাসিন্দারা তাঁদের স্বাগত জানান। ফেরি থেকে নেমে গুপ্তছড়া ঘাটের নামফলক উন্মোচন করেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

এ সময় তাঁদের সঙ্গে ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা বীর প্রতীক ফারুক-ই-আজম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধন রঞ্জন রায় পোদ্দার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সংক্রান্ত বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়–সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক মো. সায়েদুর রহমান।

সন্দ্বীপের ফেরি চলাচল উদ্বোধন করছেন উপদেষ্টারা। আজ সকালে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাট এলাকায়

সম্পর্কিত নিবন্ধ

  • মা হলেন আথিয়া, নানা সুনীল শেঠি
  • তামিম এখন কেমন আছেন
  • ‘আমার ভাই যেন সুস্থ হয়ে মাঠে ফিরতে পারে’, তামিমকে নিয়ে সাকিব
  • হাসপাতালে তামিম, মোহামেডানের জয় ছাপিয়ে প্রশ্ন, খেলা বন্ধ হলো না ক
  • ব্যক্তিগত ছবি ফাঁসের হুমকি, ভীত-সন্ত্রস্ত ইরানি এই অভিনেত্রী
  • ব্যক্তিগত ছবি ফাঁসের হুমকি, ভীত অভিনেত্রী
  • জ্ঞান ফিরেছে তামিমের, কথাও বলছেন
  • বাবাকে ‘হত্যার’ পর ছেলের মৃত্যু
  • চিকিৎসক জানালেন, তামিমের জটিলতা এখনো কাটেনি
  • সন্দ্বীপে ফেরি সার্ভিসের উদ্বোধন, উচ্ছ্বসিত চার লাখ বাসিন্দা