চার লেন উন্মুক্ত হওয়ায় ঈদযাত্রায় কমবে সময়
Published: 23rd, March 2025 GMT
ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে ঢাকা-রংপুর মহাসড়কের মূল চার লেন যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ায় উত্তরের জেলাগুলোতে ঈদযাত্রায় সময় দুই ঘণ্টা কমবে। সাউথ এশিয়া সাব-রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন (সাসেক)-২ প্রকল্পের আওতায় এই চার লেন বাস্তবায়ন হচ্ছে। গত শুক্রবার টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা থেকে রংপুরের মডার্ন মোড় পর্যন্ত ১৯০ কিলোমিটার দীর্ঘ ছয় লেন খুলে দেওয়া হয়। এতে স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে।
সাসেক-২ প্রকল্পের উপপ্রকল্প-৮-এর ব্যবস্থাপনা পরিচালক ড.
জানা যায়, প্রতি বছর ঈদের সময় যাত্রীদের গন্তব্যে যেতে যানজটে ১৬ থেকে ২০ ঘণ্টা সময় লাগে। স্বাভাবিকভাবে লাগে ৮ থেকে ১০ ঘণ্টা। রংপুর, বগুড়া ও গাইবান্ধা অংশে প্রকল্পের কাজ ৯৫ ভাগ সম্পন্ন হয়েছে। সেতু-কালভার্ট, আন্ডারপাস ও উড়াল সড়কের কাজসহ অন্যান্য কাজ সামান্য কিছু বাকি রয়েছে।
ওই কর্মকর্তা বলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও রংপুরের শঠিবাড়ী এলাকায় ভূমি অধিগ্রহণে বিলম্ব হওয়ায় কাজ সম্পন্ন করতে দেরি হয়েছে। এ অংশ ছাড়া বাকি সব কাজ শেষ হয়ে গেছে। বাকি যেসব কাজ রয়েছে, চলতি বছরের ডিসেম্বর মাসে শেষ হবে।
গোবিন্দগঞ্জ পৌর এলাকায় ফ্লাইওভারের সঙ্গে অবকাঠামো নির্মাণকাজ চলমান রয়েছে। প্রকল্প কর্মকর্তা নাশিদ হাসান সিরাজী জানান, রংপুর থেকে ঢাকার দূরত্ব ৩২২ কিলোমিটার। অথচ সড়কপথে যেতে সময় লাগে প্রায় গড়ে ১০ ঘণ্টা। ঈদের সময় তা ২০ ঘণ্টায় ঠেকে। চার লেন খুলে দেওয়ায় ভোগান্তির অবসান হয়েছে।
এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত চার লেন সড়কের কাজ ২০১৯ সালের জুন মাসে শুরু হয়। ২০২২ সালের জুনের মধ্যে তা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারি ও বন্যার কারণে প্রকল্পের কাজে গতি কমে যায়।
এদিকে ঈদকে সামনে রেখে ঘরমুখী যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি ফিরতে মহাসড়কে যানজট নিরসনে গাইবান্ধা জেলা ও হাইওয়ে পুলিশ যৌথভাবে কাজ করছে। ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ পৌর শহরের থানা মোড়ে বসানো হয়েছে পুলিশের বিশেষ ক্যাম্প। মহাসড়কে সারাক্ষণ টহল দিচ্ছে পুলিশের টিম।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, মহাসড়কে টহলের পাশাপাশি চুরি, ছিনতাই, পকেটমার, মলম পার্টি, অজ্ঞান পার্টির হাত থেকে যাত্রী ও পথচারীদের রক্ষা করতে পুলিশের বিশেষ অভিযান চলছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ঈদয ত র গ ব ন দগঞ জ প রকল প র
এছাড়াও পড়ুন:
একঝলক (২৫ মার্চ ২০২৫)
ছবি: সাদ্দাম হোসেন