কুমিল্লায় শিক্ষার্থীকে যৌন নিপীড়ন অভিযোগ, বিচার চেয়ে বিক্ষোভ
Published: 23rd, March 2025 GMT
কুমিল্লার চৌদ্দগ্রামে একটি মহিলা মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মাওলানা গোলাম সাদিকের বিচারের দাবিতে রোববার সকালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন মাদ্রাসার শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, গত ১৮ মার্চ নবম শ্রেণির এক শিক্ষার্থীকে কোচিং ক্লাসে দেরিতে আসায় একটি নির্জন কক্ষে নিয়ে যৌন নিপীড়ন করেন সহ-সুপার গোলাম সাদিক। ১৯ মার্চ মাদ্রাসার সুপার মাওলানা জামাল উদ্দিনের কাছে লিখিত অভিযোগ দেয় ওই ছাত্রী। অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত সহ-সুপারকে ডেকে যৌন নিপীড়নের ঘটনাটি জানতে চান সুপার। সে সময় তিনি বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে সুপারকে উল্টো হুমকি দিয়ে অফিস কক্ষ থেকে বের হয়ে যান। পরে একটি রাজনৈতিক দলের নেতাদের নিয়ে অফিস কক্ষে এসে প্রভাব খাটিয়ে মাদ্রাসার সুপার জামাল উদ্দিনকে পদত্যাগ করতে বাধ্য করেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে সহ-সুপার গোলাম সাদিকের হাতে একাধিক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনা বেরিয়ে আসে। শুরু হয় প্রতিবাদ।
অভিযুক্ত সহ-সুপারের বিচার ও পদত্যাগী সুপার জামাল উদ্দিনের পুনর্বহালের দাবিতে রোববার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এ সময় একাধিক শিক্ষার্থী জানায়, ক্লাসে বিভিন্ন কারণ দেখিয়ে গোলাম সাদিক তাদের শরীরে হাত দিত। বাধা দিলে তিনি অন্য কারণ দেখিয়ে বেত্রাঘাত করতেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সহ-সুপার মাওলানা গোলাম সাদিকের মোবাইল ফোনে একাধিকবার কল দিয়ে নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
মাদ্রাসার সুপার মাওলানা জামাল উদ্দিন বলেন, ‘নবম শ্রেণির এক ছাত্রী সহ-সুপার গোলাম সাদিকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছে। বিষয়টি আমলে নিয়ে তদন্তের ব্যবস্থা করলে তিনি একটি রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে আমাকে পদত্যাগ করতে বাধ্য করেছেন। যদি আমি পদত্যাগ না করি, তারা আমাকে প্রাণনাশের হুমকি দেন। বাধ্য হয়েই গত ২২ মার্চ পদত্যাগ করি।’
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হোসেন জানান, এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। তবুও খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: সহ স প র পদত য গ য গ কর
এছাড়াও পড়ুন:
পঞ্চগড়ে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন
চীনের অর্থায়নে এক হাজার শয্যাবিশিষ্ট নির্মিতব্য মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ সোমবার বিকেলে ‘পঞ্চগড়বাসীর’ ব্যানারে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ওই মানববন্ধন হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার আমির ইকবাল হোসাইন, পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার সভাপতি আব্দুল হাই, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা আঞ্চলিক শাখার সভাপতি এ কে এম আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, পঞ্চগড় সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক আহসান হাবিব সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড় জেলার অন্যতম সমন্বয়ক ফজলে রাব্বী প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, ‘পঞ্চগড় জেলা সব সময়ই অবহেলিত। এরপরের জেলা নীলফামারী, দিনাজপুর ও রংপুরে মেডিকেল কলেজ ও হাসপাতাল আছে। অথচ পঞ্চগড় থেকে এই জেলাগুলোর দূরত্ব অনেক বেশি। পঞ্চগড় সদর হাসপাতালে গুরুতর আহত একজন রোগী নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর বা দিনাজপুরে স্থানান্তর করা হয়। এতে পথেই অনেকের মৃত্যু হয়। আমরা আর কারও এমন মৃত্যু চাই না। এ জন্য এই জেলায় একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল দ্রুত প্রয়োজন। আমরা জেনেছি চীনের অর্থায়নে বাংলাদেশে এক হাজার শয্যার একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল করার জন্য সরকারিভাবে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় জমি খোঁজা হচ্ছে। আমরা মনে করি, পঞ্চগড়ের মানুষ এই মেডিকেল কলেজের সঠিক দাবিদার। চীনের অর্থায়নে প্রস্তাবিত এক হাজার শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতাল পঞ্চগড়ে হলে ভুটান, নেপাল ও চীনের ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করতে আসবে। চিকিৎসাসেবা নিতে আসবে। পঞ্চগড়ের মানুষও বিশ্বমানের চিকিৎসাসেবা পাবে।’
বক্তারা আরও বলেন, ২০২৩ সালের ৮ এপ্রিল চীনের সহযোগিতায় এক হাজার শয্যার একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন পঞ্চগড়ে করেছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন। কিন্তু পাশের দেশের আপত্তিতে সেই নির্মাণকাজ বন্ধ হয়ে যায়। পঞ্চগড়ে শুধু ১২ একর জমি নয়, শত শত একর নির্ভেজাল জমি আছে। এই হাসপাতাল পঞ্চগড়ে করা না হলে বৃহৎ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।
বক্তারা ১৬ এপ্রিল বেলা ১১টায় একই দাবিতে জেলা জজ আদালতের সামনে থেকে একটি মিছিল বের করে চৌরঙ্গী মোড় এলাকায় গণজমায়েত ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের বরাবরে একটি স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন।