দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
Published: 23rd, March 2025 GMT
সুনামগঞ্জের ছাতকে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলর ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক জন। রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার গোবিন্দগঞ্জ-বঙ্গবন্ধু সড়কের পাগল হাসান চত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামের নোয়াব আলীর ছেলে সৌদি প্রবাসী মোহাম্মদ শাহিনুর মিয়া (৩৩) ও একই গ্রামের ফারুক মিয়ার ছেলে হুমায়ুন আহমদ (৩২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে তিন যুবক গোবিন্দগঞ্জ-বঙ্গবন্ধু সড়ক দিয়ে যাচ্ছিলেন। ইফতারের সময় ঘনিয়ে আসায় দ্রুতগতিতে তারা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করেন।
এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘আইনি প্রক্রিয়া শেষে ২ জনের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’’
ঢাকা/মনোয়ার/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঈদে উত্তরায় স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা
দর্শক চাহিদা বিবেচনায় মাল্টিপ্লেক্স সিনেমা হলের সম্প্রসারণের কাজ চলমান। ঈদুল ফিতরে ঢাকায় চালু হতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্সের নতুন একটি শাখা। এয়ারপোর্ট সংলগ্ন ‘সেন্টার পয়েন্ট শপিং মলে’ নতুন এই শাখা নির্মিত হয়েছে।
দর্শকদের জন্য ঈদ উপহার হিসেবে ঈদের দিন এটি চালু হবে বলে জানিয়েছেন সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। ওই দিন থেকেই দর্শকরা শাখাটিতে সিনেমা দেখতে পারবেন। এয়ারপোর্টের আশেপাশের এলাকা এবং উত্তরার দর্শকদের ঈদ বিনোদনে বাড়তি আনন্দ যোগ করবে এই মাল্টিপ্লেক্স।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “এই এলাকার দর্শকদের দীর্ঘদিনের আকাঙ্খা ছিল এটি। অনেক দর্শক আমাদেরকে সরাসরি এবং অনলাইনে দাবি জানিয়ে আসছিলেন উত্তরা এলাকায় একটি শাখা চালু করার। অবশেষে সেই দাবি পূরণ করতে পেরে আমরা আনন্দিত।”
আরো পড়ুন:
মুক্তির অনুমতি পেয়েছে ‘মাস্তুল’
বর্ষার বক্তব্য নিয়ে তারকাদের সমালোচনা
জানা গেছে, এই মাল্টিপ্লেক্সে চারটি হল থাকবে। যার মধ্যে একটি ভিআইপি হল, একটি রয়্যাল হল এবং দু’টি প্রিমিয়াম হল রয়েছে। আসন সংখ্যা যথাক্রমে— ৮৩, ৪৮, ১৭৫ ও ৩৩১টি।
বরাবরের মতো নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা নিয়ে হলগুলো নির্মিত হয়েছে।
নতুন এই শাখা স্থানীয় দর্শক, বিশেষ করে উত্তরার দর্শকদের জন্য স্বস্তি বয়ে আনবে। এ তথ্য উল্লেখ করে মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “দেশব্যাপী অনেকগুলো সিনেমা হল নির্মাণের পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলাম। ধারাবাহিকভাবে সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। দেশের সিনেমা ইন্ডাস্ট্রির প্রসারে এই উদ্যোগ অব্যাহত থাকবে। আমাদের রাজধানী ঢাকায় প্রচুর দর্শক রয়েছেন। যানজটসহ নানা কারণে দূর-দূরান্তের দর্শকরা ভোগান্তিতে পড়ছেন। উত্তরা, টঙ্গী, সাভার, গাজীপুরসহ আশপাশের এলাকার দর্শকদের সুবিধার কথা বিবেচনা করে উত্তরার কাছাকাছি বড় পরিসরে এই শাখা স্থাপনের উদ্যোগ নিই আমরা।”
বিশ্বমানের প্রযুক্তি, রুচিসম্মত পরিবেশের কারণে জনপ্রিয় হয়ে উঠেছে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। যার ফলে দিনে দিনে এর পরিধি বেড়ে চলেছে। বর্তমানে ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ার, সামরিক জাদুঘর এবং মিরপুর সনি স্কয়ারে স্টার সিনেপ্লেক্সের শাখা রয়েছে।
দর্শকদের সুবিধার্থে ঢাকার বিভিন্ন এলাকায় নতুন নতুন শাখা চালু করা হচ্ছে। ঢাকার বাইরে নারায়নগঞ্জ, বগুড়া ও চট্টগ্রামে নতুন শাখার কাজ চলছে। এ ছাড়া ঢাকার বিভিন্ন এলাকায় আরো শাখা চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।