কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ইনকিলাব মঞ্চের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে আহ্বায়ক হিসেবে গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হান্নান রাহিম এবং সদস্য সচিব হিসেবে লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওসমান গনীকে মনোনীত করা হয়েছে।

রবিবার (২৩ মার্চ) সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক শরিফ ওসমান হাদি ও সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ কমিটি মনোনীত করা হয়েছে।

আরো পড়ুন:

২১ দিনের ছুটি চলাকলে কুবি প্রক্টরের ৫ নির্দেশনা

মামলা থাকায় কুবির ডেপুটি রেজিস্ট্রারকে সাময়িক বরখাস্ত

কমিটিতে আরো আছেন, যুগ্ম-আহ্বায়ক ফারুক আল নাহিয়ান, যুগ্ম-সদস্য সচিব মো.

হাসান অন্তর, দপ্তর সম্পাদক হাসান ইমাম ফরহাদ, মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, পাঠচক্র সম্পাদক নাদিয়া আফরোজ সিম্মি, শিল্প সাহিত্য সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম, পরিবেশ ও পর্যটন সম্পাদক আরিফ হোসাইন, স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক মহিবুস সাবের তালহা।

এছাড়া, এ কমিটিতে সদস্য হিসেবে ২৫ জনকে মনোনীত করা হয়েছেন। 

আহ্বায়ক কমিটির সদস্য সচিব ওসমান গনী বলেন, “এটি একটি রাজনীতি সচেতন সাংস্কৃতিক সংগঠন। বাংলাদেশপন্থি এ সংগঠনের সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত। সব আধিপত্যবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক অঙ্গন থেকে লড়াইয়ের মাধ্যমে একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে ইনকিলাব মঞ্চ চেষ্টা করে যাবে, যেখানে আমাদের পরিচয় হবে আমরা বাংলাদেশপন্থি।”

আহ্বায়ক মো. হান্নান রাহিম বলেন, “ইনকিলাব আগ্রাসনবিরোধী বাংলাদেশপন্থি একটি সাংস্কৃতিক সংগঠন। এটি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ক্লাবের মতোই কাজ করবে। তবে ইনকিলাব প্রচণ্ডরকম রাজনৈতিক সচেতন থাকবে, যাতে সব ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র বুদ্ধিবৃত্তিকভাবে রুখে দেওয়া যায়।”

ঢাকা/এমদাদুল/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ওসম ন

এছাড়াও পড়ুন:

মধুখালীতে তরমুজ বোঝাই ট্রাক খাদে, ড্রাইভার-হেলপার নিহত

ফরিদপুরের মধুখালীতে তরমুজ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে ট্রাকের চালক ও তার সহকারী (হেলপার) নিহত হয়েছেন। সোমবার রাত ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মধুখালী উপজেলার হাবাসপুর গ্রামের সাহেব আলীর ছেলে ট্রাক ড্রাইভার মো. ইদ্রিস আলী (৩০) ও যশোরের কেশবপুর উপজেলার মধ্যপুল গ্রামের মশিয়ার খানের ছেলে ট্রাকের হেলপার মো. ফয়সাল খান (২৫)।

জানা যায়, খুলনা থেকে ঢাকা অভিমুখে যাওয়া তরমুজবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের পর ট্রাকটি গাছের সঙ্গে আটকে যায় এবং চালক ও হেলপার দুজনেই গাড়ির ভেতরে আটকে পড়েন। খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিস, মাগুরা ফায়ার সার্ভিস ও করিমপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। প্রায় দুই ঘণ্টাব্যাপী যৌথ উদ্ধার অভিযানের পর দু’জনকে গাড়ি থেকে বের করা হয়। ঘটনাস্থলেই হেলপার মারা যান এবং গুরুতর আহত অবস্থায় চালককে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

করিমপুর হাইওয়ে থানার টিএসআই মো. আনোয়ার হোসেন সমকালকে জানান, নিহতদের মরদেহ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল, পরে উদ্ধার কাজ শেষে যান চলাচল স্বাভাবিক করা হয়।

সম্পর্কিত নিবন্ধ