প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আ. লীগ নেতা কারাগারে
Published: 23rd, March 2025 GMT
কিশোরগঞ্জের ভৈরবে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় জাকির হোসেন নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাঁকে গ্রেপ্তারের পর রোববার কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার জাকির হোসেন উপজেলার শ্রীনগর দক্ষিণপাড়া এলাকার মৃত ময়েজ উদ্দিন মিয়ার ছেলে। তিনি শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কনফিডেন্স কিন্ডারগার্টেন নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি।
মামলার এজাহারে বলা হয়, ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী তাঁর মেয়েকে শ্রীনগর গ্রামে জাকির হোসেনের কনফিডেন্স কিন্ডারগার্টেনে ভর্তি করান। নিয়মিত স্কুলে আসা-যাওয়ার এক পর্যায়ে ওই নারীর সঙ্গে জাকির হোসেনের সম্পর্ক গভীর হয়। এ সুবাদে গত ১৫ জানুয়ারি স্কুলের নির্মাণ কাজের কথা বলে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে ১০ লাখ টাকা ধার নেন জাকির। তিন মাসে ধার করা অর্থ পরিশোধের কথা থাকলেও টাকা ফেরত দিতে টালবাহানা করতে থাকেন জাকির। এক পর্যায়ে গত ২৫ ফেব্রুয়ারি টাকা দেওয়ার কথা বলে জাকির ওই নারীকে ডেকে নিয়ে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্ষণ করেন। ওই দিন রাতে জাকিরের সহযোগী হোসেন মিয়াও জাকিরের সঙ্গে অনৈতিক সম্পর্কের বিষয়ে ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করেন। এক পর্যায়ে জাকির হোসেন ও হোসেন মিয়ার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিষপান করেন প্রবাসীর স্ত্রী। দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হয়ে গত শনিবার থানায় অভিযোগ দেন ভুক্তভোগী।
স্থানীয়দের ভাষ্য, ৫ সন্তানের জননী ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে জাকিরের অনৈতিক সম্পর্ক গড়ে উঠেছিল। কৌশলে ওই নারীর সঙ্গে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক করে আসছে জাকির। পরে বিষয়টি জানাজানি হলে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন ওই নারী। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী বলেন, ওই নারী বাদী হয়ে শনিবার জাকিরসহ দু’জনের নামে থানায় মামলা করেন। ওই দিন রাতে জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক শ রগঞ জ আওয় ম ল গ প রব স র স ত র ওই ন র
এছাড়াও পড়ুন:
ঈদে উত্তরায় স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা
দর্শক চাহিদা বিবেচনায় মাল্টিপ্লেক্স সিনেমা হলের সম্প্রসারণের কাজ চলমান। ঈদুল ফিতরে ঢাকায় চালু হতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্সের নতুন একটি শাখা। এয়ারপোর্ট সংলগ্ন ‘সেন্টার পয়েন্ট শপিং মলে’ নতুন এই শাখা নির্মিত হয়েছে।
দর্শকদের জন্য ঈদ উপহার হিসেবে ঈদের দিন এটি চালু হবে বলে জানিয়েছেন সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। ওই দিন থেকেই দর্শকরা শাখাটিতে সিনেমা দেখতে পারবেন। এয়ারপোর্টের আশেপাশের এলাকা এবং উত্তরার দর্শকদের ঈদ বিনোদনে বাড়তি আনন্দ যোগ করবে এই মাল্টিপ্লেক্স।
স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “এই এলাকার দর্শকদের দীর্ঘদিনের আকাঙ্খা ছিল এটি। অনেক দর্শক আমাদেরকে সরাসরি এবং অনলাইনে দাবি জানিয়ে আসছিলেন উত্তরা এলাকায় একটি শাখা চালু করার। অবশেষে সেই দাবি পূরণ করতে পেরে আমরা আনন্দিত।”
আরো পড়ুন:
মুক্তির অনুমতি পেয়েছে ‘মাস্তুল’
বর্ষার বক্তব্য নিয়ে তারকাদের সমালোচনা
জানা গেছে, এই মাল্টিপ্লেক্সে চারটি হল থাকবে। যার মধ্যে একটি ভিআইপি হল, একটি রয়্যাল হল এবং দু’টি প্রিমিয়াম হল রয়েছে। আসন সংখ্যা যথাক্রমে— ৮৩, ৪৮, ১৭৫ ও ৩৩১টি।
বরাবরের মতো নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা নিয়ে হলগুলো নির্মিত হয়েছে।
নতুন এই শাখা স্থানীয় দর্শক, বিশেষ করে উত্তরার দর্শকদের জন্য স্বস্তি বয়ে আনবে। এ তথ্য উল্লেখ করে মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “দেশব্যাপী অনেকগুলো সিনেমা হল নির্মাণের পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলাম। ধারাবাহিকভাবে সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। দেশের সিনেমা ইন্ডাস্ট্রির প্রসারে এই উদ্যোগ অব্যাহত থাকবে। আমাদের রাজধানী ঢাকায় প্রচুর দর্শক রয়েছেন। যানজটসহ নানা কারণে দূর-দূরান্তের দর্শকরা ভোগান্তিতে পড়ছেন। উত্তরা, টঙ্গী, সাভার, গাজীপুরসহ আশপাশের এলাকার দর্শকদের সুবিধার কথা বিবেচনা করে উত্তরার কাছাকাছি বড় পরিসরে এই শাখা স্থাপনের উদ্যোগ নিই আমরা।”
বিশ্বমানের প্রযুক্তি, রুচিসম্মত পরিবেশের কারণে জনপ্রিয় হয়ে উঠেছে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। যার ফলে দিনে দিনে এর পরিধি বেড়ে চলেছে। বর্তমানে ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ার, সামরিক জাদুঘর এবং মিরপুর সনি স্কয়ারে স্টার সিনেপ্লেক্সের শাখা রয়েছে।
দর্শকদের সুবিধার্থে ঢাকার বিভিন্ন এলাকায় নতুন নতুন শাখা চালু করা হচ্ছে। ঢাকার বাইরে নারায়নগঞ্জ, বগুড়া ও চট্টগ্রামে নতুন শাখার কাজ চলছে। এ ছাড়া ঢাকার বিভিন্ন এলাকায় আরো শাখা চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।