ঈদে কি নিশ্চিত শাকিবের ‘অন্তরাত্মা’, কী বললেন প্রযোজক
Published: 23rd, March 2025 GMT
চার বছর আগে বেশ আয়োজন করে শুরু হয়েছিল শাকিব খানের ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং। শুরু থেকেই আলোচনায় ছিল সিনেমাটি। এরপর মুক্তির কথা থাকলেও করোনার কারণে সে সময় প্রযোজক সিনেমাটি রিলিজ দেননি। একের পর এক উৎসব ঘিরে শাকিব খানের অন্য সিনেমা রিলিজ হলেও অনেকটা আলোচনার বাইরে থেকে গেছে ‘অন্তরাত্মা’। সেই সিনেমা এবার ঈদ ঘিরে হঠাৎ আলোচনায় এসেছে।
জানা যায়, সেন্সরে জমা পড়েছে ‘অন্তরাত্মা’। তার পর থেকেই সিনেমা–সংশ্লিষ্ট গ্রুপ ও সিনেমাপ্রেমীদের মধ্যে কানাঘুষা শুরু হয়েছে, ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাচ্ছে। এর যথেষ্ট কারণ রয়েছে। কেউ কেউ বলছেন, ঈদ থেকে সরে যেতে পারে শাকিব খানের ‘বরবাদ’। সেই জায়গায় শাকিবের ‘অন্তরাত্মা’ সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত রাখা হয়েছে। সেই জন্যই তড়িঘড়ি করে সিনেমাটি সেন্সরে জমা দেওয়া হয়েছে। এ নিয়ে কথা হয় সিনেমার প্রযোজক সোহানী হোসেনের সঙ্গে।
শাকিবের সঙ্গে অভিনয় করেছেন দর্শনা বণিক। ছবি: ইনস্টাগ্রাম থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গণহত্যা দিবস উপলক্ষে তিতুমীর কলেজে আলোচনা সভা
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সরকারি তিতুমীর কলেজে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) কলেজের শিক্ষক মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ছদরুদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মিজানুর রহমান ও শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক এমএম আতিকুজ্জামান।
বক্তারা বলেন, ২৫ মার্চের গণহত্যা শুধু বাংলাদেশের ইতিহাসেই নয়, বিশ্ব ইতিহাসেও এক নৃশংসতম হত্যাযজ্ঞ হিসেবে স্বীকৃত। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ২৫ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ হিসেবে স্বীকৃতি আদায়ের জন্য সবাইকে সচেষ্ট হতে হবে।
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের ভয়াবহতা তুলে ধরে বক্তারা বলেন, এ দিনটিতে ঢাকা শহরসহ সারা দেশে নির্বিচারে গণহত্যা চালানো হয়, যা ইতিহাসের এক কালো অধ্যায়। ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হতে হবে।
ঢাকা/হাফছা/মেহেদী