ঈদে কি নিশ্চিত শাকিবের ‘অন্তরাত্মা’, কী বললেন প্রযোজক
Published: 23rd, March 2025 GMT
চার বছর আগে বেশ আয়োজন করে শুরু হয়েছিল শাকিব খানের ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং। শুরু থেকেই আলোচনায় ছিল সিনেমাটি। এরপর মুক্তির কথা থাকলেও করোনার কারণে সে সময় প্রযোজক সিনেমাটি রিলিজ দেননি। একের পর এক উৎসব ঘিরে শাকিব খানের অন্য সিনেমা রিলিজ হলেও অনেকটা আলোচনার বাইরে থেকে গেছে ‘অন্তরাত্মা’। সেই সিনেমা এবার ঈদ ঘিরে হঠাৎ আলোচনায় এসেছে।
জানা যায়, সেন্সরে জমা পড়েছে ‘অন্তরাত্মা’। তার পর থেকেই সিনেমা–সংশ্লিষ্ট গ্রুপ ও সিনেমাপ্রেমীদের মধ্যে কানাঘুষা শুরু হয়েছে, ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাচ্ছে। এর যথেষ্ট কারণ রয়েছে। কেউ কেউ বলছেন, ঈদ থেকে সরে যেতে পারে শাকিব খানের ‘বরবাদ’। সেই জায়গায় শাকিবের ‘অন্তরাত্মা’ সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত রাখা হয়েছে। সেই জন্যই তড়িঘড়ি করে সিনেমাটি সেন্সরে জমা দেওয়া হয়েছে। এ নিয়ে কথা হয় সিনেমার প্রযোজক সোহানী হোসেনের সঙ্গে।
শাকিবের সঙ্গে অভিনয় করেছেন দর্শনা বণিক। ছবি: ইনস্টাগ্রাম থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গুলশানে ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে সমাবেশ
রাজধানীর গুলশান এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে মিছিল–সমাবেশ করেছেন রিকশাচালকেরা। আজ শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গুলশানের কালাচাঁদপুর ও বনানী ১১ নম্বর সড়কে সমাবেশ করেন তাঁরা।
সমাবেশে অংশ নেওয়া রিকশাচালকেরা অভিযোগ করেন, গুলশান সোসাইটির নিবন্ধিত রিকশা ছাড়া অন্য কোনো ব্যাটারিচালিত রিকশা গুলশান এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। এতে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রিকশাচালক কাইয়ুম প্রথম আলোকে বলেন, গুলশান সোসাইটির নিবন্ধন নেই, এমন অটোরিকশা গুলশান এলাকায় গেলে রিকশার ক্ষতি করা হচ্ছে। গুলশান এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলার অনুমতি দেওয়ার দাবি জানান তিনি।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, কালাচাঁদপুরে সমাবেশের সময় রিকশাচালকদের কেউ কেউ সড়কে শুয়ে পড়েন। পুলিশ ঘটনাস্থলে এসে সড়কে যান চলাচল বন্ধ না করতে তাঁদের অনুরোধ করে। তবে পুলিশের অনুরোধে সাড়া না দিয়ে বেশ কয়েকজন রিকশাচালক সড়কে শুয়েই থাকেন। পরে পুলিশ সদস্যরা তাঁদের সড়ক থেকে সরিয়ে দেন।
ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে গুলশান এলাকার সড়কে শুয়ে পড়েন রিকশাচালকেরা। পরে পুলিশ তাঁদের সেখান থেকে উঠিয়ে দেয়। ঢাকা, ১৯ এপ্রিল