এত বেশি মারেন— তার নামই হয়ে গেছে হিটম্যান। চার-ছক্কা হাঁকাতে রোহিত শর্মার খ্যাতি তো সবারই জানা। তবে যিনি আকাশে চড়েন, তাঁকে তো মাটিতেও নেমে আসতে হয়। রোহিত শর্মাই যেমন, শূন্যের রেকর্ডে এখন সবার ওপরে উঠে গেছে তাঁর নাম।
আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি ১৮টি করে শূন্য আছে তিন ব্যাটসম্যানের। এর মধ্যে আছেন রোহিতও— বাকি দুজন দিনেশ কার্তিক ও গ্লেন ম্যাক্সওয়েল। এক জায়গায় অবশ্য বাকিদের চেয়ে কিছুটা এগিয়ে আছেন ভারতীয় ওপেনার। রেকর্ড ১৮তম ‘হাঁস’ শিকারে তাঁকেই যে সবচেয়ে ইনিংস খেলতে হয়েছে।
গ্লেন ম্যাক্সওয়েলও ১৮ বার শূন্য রানে আউট হয়েছেন আইপিএলে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গাইবান্ধার সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার দিনাজপুরে আটক
দিনাজপুরে পুলিশের হাতে আটক হয়েছেন গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার কবির। আজ মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে পৌর শহরের ঈদগাহ বস্তি এলাকায় দীবা গার্ডেন নামের একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন।
গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারওয়ার কবির