বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন দ্বিপাক্ষিক সিরিজে বড় পরিবর্তন এসেছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী যেখানে ওয়ানডে ম্যাচ থাকার কথা ছিল, সেখানে এখন শুধু টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার আগে, সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ, যা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এসব প্রতিযোগিতা সামনে রেখে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে এই মুহূর্তে ওয়ানডের চেয়ে টি-টোয়েন্টিতে বেশি মনোযোগ দেওয়া জরুরি। তাই দুই সিরিজ থেকেই ওয়ানডে ম্যাচ বাদ দেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, মে মাসে বাংলাদেশ দল পাকিস্তান সফর করবে। আগের সূচি অনুসারে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী সিরিজটি হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

আরো পড়ুন:

ঈশানের মেইডেন সেঞ্চুরিতে হায়দরাবাদের দুর্দান্ত জয়

বাংলাদেশের কোচ-অধিনায়ক চূড়ান্ত হবে সোমবার

এরপর, জুলাইয়ে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। তখনও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা থাকলেও সেটিও বদলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পরিণত হয়েছে। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২০, ২২ ও ২৪ জুলাই।

মূলত বাংলাদেশ ও পাকিস্তান উভয় দলই পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড়ের জায়গায় নতুনদের সুযোগ দেওয়া হচ্ছে। তাই টি-টোয়েন্টি দলকে আরও পরিণত করতে বেশি ম্যাচ খেলার প্রয়োজন বলে মনে করছে বোর্ড।  

জাতীয় দলের ক্রিকেটাররা বর্তমানে ঢাকা প্রিমিয়ার লিগে ব্যস্ত সময় কাটাচ্ছেন। লিগ শেষে আগামী ১১ এপ্রিল থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি। প্রথম টেস্ট মাঠে গড়াবে ২০ এপ্রিল সিলেটে, আর দ্বিতীয়টি ২৮ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কুয়েটের সাবেক ভিসি, ছাত্রলীগ সভাপতিসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর হোসেন, উপ-উপাচার্য ড. সোবহান মিয়া, কুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়াত হোসেন নয়নসহ ১৫ জনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। সোমবার নগরীর খানজাহান আলী থানায় মামলা দুটি করেন কুয়েটের সাবেক শিক্ষার্থী লুৎফর রহমান ও মাহদী হাসান। মঙ্গলবার মামলার নথিপত্র আদালতে পাঠানো হলে তথ্যটি প্রকাশ পায়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ২০১৭ সালের ১ মে রাতে লালন শাহ হলের গেস্ট রুমে লুৎফর রহমান নামের এক শিক্ষার্থীকে রাতভর মারপিট করা হয়। এতে ওই শিক্ষার্থীদের দুটি কিডনিই নষ্ট হয়ে যায়। একই রাতে মাহদী হাসান নামের আরেক শিক্ষার্থীকে মারপিট করা হয়। এতে তার চোখ ক্ষতিগ্রস্ত হয়।

গত ১৬ ফেব্রুয়ারি ভুক্তভোগীরা খুলনা মহানগর হাকিমের আদালতে মামলার আবেদন করেন। আদালতটি থানাকে মামলাটি গ্রহণের নির্দেশ দেন। আদালতের নির্দেশে সোমবার মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

লুৎফর রহমানের মামলায় সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর হোসেন, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. সোবহান মিয়া, সাবেক রেজিস্ট্রার জি এম শহিদুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত হোসেন নয়ন, সাধারণ সম্পাদক আলী ইমতিয়াজ সোহান, ছাত্রলীগ কর্মী মো. আসাদুজ্জামান, লালন শাহ্ হলের তৎকালীন ছাত্রলীগ কর্মী ও পরবর্তী কুয়েট ছাত্রলীগের সভাপতি রুদ্রনীল সিংহ শুভ, ছাত্রলীগ নেতা এইচ এম তানভীর রেজওয়ান সিদিক, আল ইশমাম, রেশাদ রহমান, তারিকুল তিলক, পরিমল কুমার রায়, আলী ইবনুল সানি, তারিক আহমেদ শ্রাবন ও দৌলতপুর থানার তৎকালীন ওসি আনোয়ার হোসেনকে আসামি করা হয়েছে।

মাহদী হাসানের মামলায় সাবেক উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার, ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে ছাত্রলীগ নেতা আলী ইবনুল সানি, কুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান,  বঙ্গবন্ধু হলের ছাত্রলীগ কর্মী আবির স্বপ্নিল, তাশরিফ সালেহ রাহুল, ফয়সাল, মশারুর আলম কৌশিক, আসাদুজ্জামান রিয়ান, পরিমল কুমার রায়, তারিক আম্মেদ শ্রাবণ, দৌলতপুর থানার সাবেক সভাপতি এস এম আনোয়ার হোসেনকে আসামি করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ