আর্জেন্টিনার হয়ে ৫০ ম্যাচে ৩৪ ক্লিনশিটের কীর্তি গড়া গোলরক্ষক এমি মার্টিনেজ জানিয়েছেন, ব্রাজিলের বিপক্ষে পেরু ও বলিভিয়ার বিপক্ষে যেমন মানসিকতা নিয়ে খেলেছিলেন ওই মানসিকতা নিয়েই খেলবেন। 

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ১৩তম রাউন্ডে উরুগুয়ের মাঠ থেকে ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে জিতেছে ব্রাজিল। 

২৬ মার্চ বাংলাদেশ সময় সকাল ৬টায় আর্জেন্টিনা ও ব্রাজিল মুখোমুখি হবে। ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ম্যাচ নিয়ে মার্টিনেজ বলেন, ‘প্রতিপক্ষ যেই হোক আমরা একই মানসিকতা নিয়ে খেলতে চাই। এই দলটা একসঙ্গে ভালো করতে চায় এবং শিরোপা জিততে চায়। পেরু ও বলিভিয়াকে আমরা যেমন সম্মান জানিয়ে ও দায়িত্ব নিয়ে খেলেছি, ব্রাজিলের বিপক্ষেও তাই করবো।’

কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলে ১৩ ম্যাচেচ ২৮ পয়েন্ট তুলে বিশ্বকাপে জায়গা পাওয়ার দ্বারপ্রান্তে আছে। এক পয়েন্ট পেলেই বিশ্বকাপ নিশ্চিত হতে তাদের। ব্রাজিল সমান ম্যাচ খেলে টেবিলে তিন নম্বরে আছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব র জ ল আর জ ন ট ন এম ল য় ন ম র ট ন জ ব শ বক প ব ছ ই আর জ ন ট ন ব শ বক প

এছাড়াও পড়ুন:

এবার ভ্যানে এলাকায় ঘুরলেন সারজিস আলম

পঞ্চগড় সফরের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার ভ্যানে করে গ্রামে গ্রামে ঘুরছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি জেলার আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রাখালদেবী, বামনকুমার, বালিয়া, লক্ষ্মীত্থানসহ বিভিন্ন গ্রামে যান। এ সময় বাড়ি ও খেতখামারে গিয়ে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সঙ্গে কথা বলেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠনের পর প্রথমবারের মতো গতকাল সোমবার নিজ জেলা পঞ্চগড়ে আসেন সারজিস আলম। প্রথমে ঢাকা থেকে উড়োজাহাজে সৈয়দপুর বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে তিনি সড়কপথে পঞ্চগড়ের দেবীগঞ্জ যান। দেবীগঞ্জ থেকে শতাধিক গাড়ির বহর নিয়ে তিনি জেলার বোদা, পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা সফর করেন। সারজিস আলমের বাড়ি আটোয়ারী উপজেলায়। রাজনৈতিক দলের নেতৃত্ব পাওয়ার পর বাড়ি ফেরার পথে সারজিস আলমের এই ‘শোডাউন’ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা চলছে।

সারজিস আলম গতকাল আটোয়ারী উপজেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে বিভিন্ন শ্রেণি–পেশার সহস্রাধিক মানুষের সঙ্গে ইফতার করেন। অনুষ্ঠানের ব্যানারে উল্লেখ করা হয়, ইফতার মাহফিলটি জাতীয় নাগরিক পার্টির আটোয়ারী উপজেলার আয়োজনে করা হয়েছে। তবে এনসিপির আটোয়ারী উপজেলায় এখনো কোনো কমিটি হয়নি।

আজ সকালে সারজিস আলম ভ্যানে চড়ে নিজ বাড়ির আশপাশের গ্রামে যান। দুপুরে সারজিস আলম তাঁর ভেরিফায়েড ফেসবুকে গ্রামে ঘুরে মানুষের সঙ্গে কথা বলা নিয়ে স্ট্যাটাস দিয়েছেন এবং ছবি পোস্ট করেছেন।

আরও পড়ুনউড়োজাহাজ থেকে নেমে শতাধিক গাড়িসহ ‘শোডাউন’ দিয়ে নিজ এলাকায় সারজিস আলম২১ ঘণ্টা আগে

ফেসবুকে ছবি পোস্ট করে সারজিস আলম লিখেছেন, ‘জীবনের প্রথম ১৭ বছর এই মাটি ও মানুষের সাথে থেকে বেড়ে উঠেছি। এখানেই যেন চিরপ্রশান্তি। সরু আইল দিয়ে হেঁটে চলা, মাচায় বসে গল্প করা, ভ্যানে করে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়া, এগুলো যেন আমাদের চিরচেনা গল্প। এই গল্পগুলো শুনতে, শোনাতে এবং বাঁচিয়ে রাখতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

আরও পড়ুনহামরা কাজ করিবা পারিলে ভোট দিবেন, নাহিলে দিবেননি : সারজিস আলম২৪ মার্চ ২০২৫ফসলের খেতে শ্রমিকদের সঙ্গে কথা বলেন সারজিস আলম। আজ মঙ্গলবার আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নে

সম্পর্কিত নিবন্ধ