রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক (ইডি) শফিকুল ইসলাম বদলির পরেও দপ্তর ছাড়ছিলেন না। আজ রোববার দুপুরে তিনি কার্যালয়ে ছিলেন। তখন তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও সেচ শাখার প্রধান জাহাঙ্গীর আলম খানসহ কয়েকজন কর্মকর্তা–কর্মচারী তাঁর দপ্তরে যান। দু–একজন তাঁকে চেয়ার থেকে ওঠাতে গেলে শফিকুল ইসলাম দায়িত্ব ছেড়ে দেন।

এ সময় চেয়ার ফাঁকা পেয়ে কোনো অফিস আদেশ ছাড়াই চেয়ারে বসে পড়েন জাহাঙ্গীর আলম খান। যদিও তাঁর পর্যায়ের আরও দুই কর্মকর্তা যোগ্য ছিলেন। জাহাঙ্গীর আলম খান বলেন, ওই দুজন গত ১৫ বছরে সুবিধা নিয়েছেন। তিনি বঞ্চিত হয়েছেন। এই পর্যায়ে তিনি বসতেই পারেন।

শফিকুল ইসলাম সরকারের একজন অতিরিক্ত সচিব। গত বছরের জুলাইয়ে তাঁকে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে পদায়ন করা হয়। গত ২৩ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ–১ শাখার এক প্রজ্ঞাপনে তাঁকে রাজশাহীতে অবস্থিত বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়। তবে সেখানে না গিয়ে এক মাস ধরে তিনি বিএমডিএতেই ছিলেন।

কর্মকর্তা–কর্মচারীদের অভিযোগ, বিগত সরকারের সময় আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সুপারিশে তিনি বিএমডিএর ইডি হয়েছিলেন। তিনি এখনো আওয়ামীপন্থী কর্মকর্তা–কর্মচারীদের নানা সুবিধা দিয়ে যাচ্ছিলেন। বদলির আদেশের পরও তিনি নাজিরুল ইসলাম নামের এক তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে বিএমডিএর রাজশাহী অঞ্চলের প্রধান হিসেবে পদায়ন করেন। নাজিরুল ইসলাম ২৫১ কোটি টাকা ও ২৫ কোটি টাকার দুটি প্রকল্পের পরিচালক (পিডি)। আওয়ামীপন্থী এই কর্মকর্তা গত সরকারের আমলেই দুই প্রকল্পের পিডি হন। ইডির বদলির আদেশের পরও তিনি নতুন কর্মস্থলে না গিয়ে নাজিরুল ইসলামকে প্রধান করে পদায়ন করলে বিএনপিপন্থী কর্মকর্তা–কর্মচারীদের তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে ইডি তাঁর কার্যালয়ে ছিলেন। তখন তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খানসহ কিছু কর্মকর্তা–কর্মচারী তাঁর দপ্তরে যান। তাঁরা আজকের মধ্যে তাঁকে দপ্তর ছেড়ে রেশম বোর্ডে যোগদান করতে বলেন। এ সময় তাঁদের সঙ্গে শফিকুল ইসলামের বাগ্‌বিতণ্ডা হয়। দু–একজন তাঁকে চেয়ার থেকে ওঠাতেও এগিয়ে যান। তখন শফিকুল ইসলাম দায়িত্ব ছাড়তে রাজি হন। পরে তিনি জাহাঙ্গীর আলম খানকে দায়িত্ব অর্পণ করেন। দায়িত্ব অর্পণ ও গ্রহণ–সংক্রান্ত এক নথিতে শফিকুল ইসলাম ও জাহাঙ্গীর আলম খান স্বাক্ষর করেন। পরে শফিকুল ইসলাম বেরিয়ে গেলে তাঁর চেয়ারে বসেন জাহাঙ্গীর আলম। আরও দুই জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক প্রকৌশলী এই চেয়ারে বসার যোগ্য ছিলেন। তাঁদের টপকে তিনি চেয়ারে বসেন।

বিকেলে মুঠোফোনে জাহাঙ্গীর আলম খান দায়িত্ব গ্রহণের কথা স্বীকার করেন। অফিস আদেশ জারি হওয়ার আগেই কীভাবে চেয়ারে বসলেন জানতে চাইলে তিনি বলেন, ‘অফিস আদেশ জারি হয়ে যাবে।’ দুই কর্মকর্তাকে টপকে ইডির চেয়ারে বসার ব্যাপারে বলেন, তাঁরা দুজন আওয়ামী লীগের ১৫ বছরে নানা সুবিধা নিয়েছেন। তিনি বঞ্চিত হয়েছেন। এখনকার পরিস্থিতিতে তিনি এই সুবিধা পেতেই পারেন। তা ছাড়া ওই দুই কর্মকর্তা তাঁর সঙ্গে একই দিনে যোগদান করেছেন। তিনজনের চাকরির বয়স সমান।

এ বিষয়ে কথা বলতে শফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ধরেননি। বিএমডিএর চেয়ারম্যান এম আসাদুজ্জামান দপ্তরে ছিলেন না। তিনিও ফোন ধরেননি। তাঁর ব্যক্তিগত সহকারী নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম বলেন, শফিকুল ইসলাম বিএমডিএর কর্মকর্তা নন। তাঁকে অন্য দপ্তর থেকে সরকার এখানে পদায়ন করেছিল। তিনি বদলির আদেশের পরও এক মাস ধরে দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছিলেন। তাঁর বদলির আদেশের পরও তিনি জোনের প্রধান করার মতো একটি গুরুত্বপূর্ণ ফাইলে সই করেন। এতে কর্মকর্তা–কর্মচারীরা ক্ষুব্ধ হয়েছিলেন। তাঁরা গিয়ে তাঁকে আজই দপ্তর ছাড়তে অনুরোধ করলে তিনি সেই কথা রাখেন।

অফিস আদেশের আগেই জাহাঙ্গীর আলম খানের চেয়ার দখলের বিষয়ে জানতে চাইলে তরিকুল ইসলাম বলেন, ‘এটা দখল নয়। কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে। তিনি দায়িত্ব নিয়েছেন। তিনি বিএমডিএর নিজস্ব কর্মকর্তা। এই পদে বাইরের কর্মকর্তা না থেকে নিজেদের কর্মকর্তা থাকলে কাজ ভালো হয়।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জ হ ঙ গ র আলম খ ন ক ল ইসল ম ব ই কর মকর ত ব এমড এ সরক র আওয় ম

এছাড়াও পড়ুন:

‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ চালানো হচ্ছে আমার বিরুদ্ধে: টিউলিপ

বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে টিউলিপ সিদ্দিক জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ চালানো হচ্ছে। যুক্তরাজ্যের লন্ডনের হ্যাম্পস্টিড অ্যান্ড হাইগেট আসনের এমপি ও ও সাবেক ‘সিটি মিনিস্টার’ বলেন, ‘আমি নিশ্চিত, আপনারা বুঝবেন যে, এই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারকে কোনো প্রসঙ্গ বা মন্তব্যের মাধ্যমে আমি বিশেষ গুরুত্ব দিতে পারি না। এটা পুরোপুরি আমাকে হয়রানি করার জন্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। এমন কোনো প্রমাণ নেই যে আমি ভুল কিছু করেছি।’ খবর-বিবিসি

বাংলাদেশে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে সোমবার লন্ডনে সাংবাদিকদের মুখোমুখি হন টিউলিপ সিদ্দিক। তিনি বলেন, বাংলাদেশি কর্তৃপক্ষগুলোর কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। পুরোটা সময় তারা মিডিয়া ট্রায়াল চালিয়েছে। আমার আইনজীবীরা উদ্যোগী হয়ে বাংলাদেশের কর্তৃপক্ষকে চিঠি লিখেছিলেন। তবে তারা কখনও এর জবাব দেয়নি।’

প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা তিনটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক তিন মামলার অভিযোগপত্র আমলে নিয়ে রোববার এ আদেশ দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব। আদালতে দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিদের গ্রেপ্তার করা গেল কিনা, সে-সংক্রান্ত প্রতিবেদন দেওয়ার জন্য ২৭ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। ১০ কাঠা প্লট নেওয়ার অন্য অভিযোগে শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে ১৩ জানুয়ারি মামলা করেন দুদকের একজন সহকারী পরিচালক। মামলায় শেখ হাসিনা, টিউলিপসহ ১৬ জনকে আসামি করা হয়। 

এর আগে জানুয়ারির মাঝামাঝিতে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী থেকে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। তিনি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) ছিলেন। দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল তার কাঁধে।

গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, টিউলিপের খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আর্থিক সম্পর্কের বিষয়ে বারবার প্রশ্ন ওঠায় টিউলিপ সিদ্দিক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

সম্প্রতি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিভিন্ন অর্থনৈতিক অসঙ্গতির অভিযোগ উঠে। এরপর নিজের বিরুদ্ধে ব্রিটিশ মিনিস্ট্রিয়াল ওয়াচডগকে তদন্তের আহ্বান জানান টিউলিপ। পরবর্তীতে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেন মিনিস্ট্রিয়াল ওয়াচডগের উপদেষ্টা লরি ম্যাগনাস।

টিউলিপ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। তবে এতে তিনি উল্লেখ করেছেন, তার বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেখানে, মিনিস্ট্রিয়াল ওয়াচডগের উপদেষ্টা লরি ম্যাগনাস তার বিরুদ্ধে মন্ত্রিত্বের নীতি ভঙ্গের কোনো প্রমাণ পাননি। কেয়ার স্টারমার অফিসিয়াল চিঠিতে টিউলিপ সিদ্দিককে বলেন, ‘আপনার পদত্যাগপত্র গ্রহণ করার সময় এটা পরিষ্কার করতে চাই যে, মিনিস্ট্রিয়াল ওয়াচডগের উপদেষ্টা লরি ম্যাগনাস আমাকে আশ্বস্ত করেছেন- তিনি আপনার বিরুদ্ধে মন্ত্রিত্বের নীতি ভঙ্গের কোনো প্রমাণ পাননি এবং আর্থিক অসঙ্গতির কোনো প্রমাণ খুঁজে পাননি।’ 

সম্পর্কিত নিবন্ধ