ঈশানের মেইডেন সেঞ্চুরিতে হায়দরাবাদের দুর্দান্ত জয়
Published: 23rd, March 2025 GMT
আইপিএল ২০২৪ আসর যেভাবে শেষ করেছিল, ২০২৫ আসরও ঠিক সেভাবেই শুরু করলো সানরাইজার্স হয়দরাবাদ। আজ রোববার (২৩ মার্চ) নিজেদের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৪৪ রানের দারুণ এক জয় পেয়েছে।
গেল আসরে হায়দরাবাদ দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স দেখিয়েছিল। এবার দলে ঈশান কিশানের সংযোজন সেই শক্তি আরও বাড়িয়ে দিয়েছে। ঈশান মাত্র ৪৭ বলে অপরাজিত ১০৬ রানের ঝড়ো ইনিংস খেলে তিনি দেখিয়ে দিয়েছেন, কেন তাকে দলে আনা হয়েছে।
অনেকেই আজ ভেবেছিলেন, তারা কি প্রথম দল হিসেবে আইপিএলে ৩০০ রান করতে পারবে? হায়দরাবাদের হয়ে অভিষেক ম্যাচে ঈশান মাত্র ৪৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ঝড় তোলেন। ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মার বিধ্বংসী শুরুর পর ঈশানের অতিমানবীয় ইনিংসে তারা ৩০০’র ঘর ছোঁয়ার খুব কাছাকাছি পৌঁছে যায়। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে হায়দরাবাদ থামে ২৮৬ রানে, যা গত আসরের তাদেরই করা সর্বোচ্চ রেকর্ডের মাত্র ১ রান কম। তবে এতেই বোঝা গেল, এবারও তারা বিধ্বংসী ব্যাটিং স্টাইলে রাজত্ব করতে প্রস্তুত।
আরো পড়ুন:
বাংলাদেশের কোচ-অধিনায়ক চূড়ান্ত হবে সোমবার
পাকিস্তানকে বিধ্বস্ত করে সিরিজ জিতল নিউ জিল্যান্ড
ম্যাচের শুরুতে হেড ও অভিষেক পাওয়ার প্লেতে মাত্র ছয় ওভারেই ৯৪ রান তুলে চমক দেখান, যা আইপিএলের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ পাওয়ার প্লে স্কোর। এরপর ঈশান যেন আরও ভয়ংকর হয়ে ওঠেন। ইশানের ১১ চার ও ৬ ছক্কায় করা ১০৬*, হেডের ৯ চার ও ৩ ছক্কায় করা ৬৭, হেনরিখ ক্লাসেনের ১৪ বলে ৫ চার ও ১ ছক্কায় করা ৩৪ ও নিতিশ কুমার রেড্ডির করা ১৫ বলের ৩০ রানে ভর করে ২৮৬ পর্যন্ত যায় হায়দরাবাদ।
বল হাতে রাজস্থানের তুষার দেশপান্ডে ৪ ওভারে ৪৪ রান দিয়ে ৩টি উইকেট নেন। মাহিশ থিকশানা ৪ ওভারে ৫২ রান দিয়ে নেন ২টি উইকেট। আর জোফরা আর্চার ৪ ওভারে ৭৬ রান দিয়ে থাকেন উইকেটশূন্য।
রাজস্থান রয়্যালস চ্যালেঞ্জটা ভালোভাবেই নিয়েছিল। অধিনায়ক সঞ্জু স্যামসন ও ধ্রুব জুরেল হাফ-সেঞ্চুরি করে লড়াই জমিয়ে দেন। একমাত্র বিদেশি ব্যাটার শিমরন হেটমায়ারের শেষ মুহূর্তের ঝড়েও ম্যাচের উত্তেজনা বাড়ে। পুরো ম্যাচে মোট ৫২৮ রান হয়, যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। তবে বিশাল লক্ষ্য তাড়া করাটা শেষ পর্যন্ত অসম্ভবই ছিল।
শেষ পর্যন্ত রাজস্থান ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪২ রানে গিয়ে থামে। হার মানে ৪৪ রানে। রাজস্থানের ধ্রুব ৫টি চার ও ৬ ছক্কায় সর্বোচ্চ ৭০ রান করেন। স্যামসন ৭ চার ও ৪ ছক্কায় করেন ৬৬ রান। এছাড়া হেটমায়ার ১ চার ও ৪ ছক্কায় ৪২ ও শুভম দুবে ১১ বলে ১ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৩৪ রান করেন।
বল হাতে হায়দরাবাদের হার্শাল প্যাটেল ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২টি উইকেট নেন। শিমারজিত সিং ৩ ওভারে ৪৫ রান দিয়ে নেন আরও ২টি উইকেট।
ম্যাচসেরা হন হায়দরাবাদের সেঞ্চুরিয়ান ইশান কিশান।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হ য়দর ব দ র উইক ট
এছাড়াও পড়ুন:
কলমাকান্দায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, মুদি দোকানি গ্রেপ্তার
নেত্রকোনার কলমাকান্দায় মাদ্রাসাপড়ুয়া এক শিক্ষার্থীকে (১৩) ধর্ষণের অভিযোগে মোজাম্মেল হোসেন (৫৫) নামে এক মুদি দোকানিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ মোজাম্মেল হোসেনকে আদালতে পাঠিয়েছে।
মঙ্গলবার ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মোজাম্মেল হোসেনকে আসামি করে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেন। সে মামলাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোজাম্মেল উপজেলার লেংগুরা ইউনিয়নের দক্ষিণ চৈতানগর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৫ জানুয়ারি সকালে ওই শিক্ষার্থী মাদ্রাসায় পরীক্ষার ফি দেওয়ার জন্য তার বাবার কাছ থেকে ১৩০ টাকা নেয়। মাদ্রাসায় যাওয়ার পথে মোজাম্মেল হোসেনের দোকান থেকে ১০ টাকার একটি কলম কিনে মনের ভুলে বাকী টাকা দোকানে ফেলে রেখে চলে যায়। কিছুসময় পর ফেলে আসা টাকা আনতে পুনরায় মোজাম্মেলের দোকানে যায় ওই শিক্ষার্থী। এসময় মোজাম্মেল বলেন, দোকানে টাকা নেই। বাড়ি গিয়ে তার স্ত্রীর কাছ থেকে টাকা আনতে। পরে সে মোজাম্মেলের বাড়িতে টাকা আনতে যায়। এসময় মোজাম্মেল ওই শিক্ষার্থীর পিছু নেন। সে ঘরে প্রবেশ করতেই মোজাম্মেল ঘরের দরজা বন্ধ করে হাত-মুখ বেঁধে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।
অভিযোগ রয়েছে, ১৭ ও ১৯ জানুয়ারি চাকু দিয়ে ভয় দেখিয়ে পুনরায় ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন মোজাম্মেল। আর এ ঘটনাটি কাউকে বললে ওই শিক্ষার্থীকে প্রাণে মেরে ফেলবে বলেও ভয় দেখান মোজাম্মেল। এরপর থেকে ওই শিক্ষার্থী মাদ্রাসায় যেতে রাজি হচ্ছিল না। কেন সে মাদ্রাসায় যেতে চায় না এর কারণ তার মা জানতে চাইলে কয়েকদিন পর বিষয়টি সে খুলে বলে।
এ ঘটনায় মঙ্গলবার ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে কলমাকান্দা থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন সমকালকে জানান, মঙ্গলবার সকালে এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলার পরপরই মোজাম্মেল হোসেনকে গ্রেপ্তার করে দুপুরে নেত্রকোনা আদালতে পাঠানো হয়। একইসঙ্গে ভুক্তভোগী শিক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা এবং আদালতে ২২ ধারায় জবানবন্দি প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।